বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
১৩ জানুয়ারি ২০২৫, ১১:১৪ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:১৪ এএম
বরিশালে ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে শের এ বাংলা মেডিকেল কলেজের ক্লিনিকাল অনকোলজী বিভাগের এক সমীক্ষায় জানা গেছে। গত বছর দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এ সরকারী চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে আগত ৭৮০ জন ক্যান্সার রোগীর ৫১ ভাগই ছিলেন পুরুষ। যার ৩২.২৫ ভাগই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। আর ৪৯ভাগ নারী ক্যান্সার রোগীর ৩৬.৩২ ভাগই স্তনক্যন্সারের রোগী বলে গবেষণায় উঠে এসেছে।
তবে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দক্ষিণাঞ্চলের একমাত্র রেডিওথেরাপি মেশিনটি বিকল গত প্রায় ১০ বছর ধরে। ফলে এ অঞ্চলে মরনব্যাধী ক্যান্সারের তেমন কোন চিকিৎসা এখন আর অবশিষ্ট নেই বলে জানা গেছে। অপরদিকে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা শুরুতে বিলম্বের কারণই বেশীরভাগ রোগীকে মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আর এ বিলম্বের অন্যতম প্রধান কারণ হচ্ছে আর্থিক অসচ্ছলতা।
গবেষণার ফলাফলে দেখা গেছে, বেশীরভাগ ক্যান্সার রোগীই কোন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া থেকে শুরু করে চিকিৎসা শুরু পর্যন্ত ১২ মাসের বেশী সময়ক্ষেপণ করে থাকেন। অথচ চিকিৎসা বিজ্ঞানীদের মতে, ক্যান্সার চিকিৎসায় মাত্র ৪ সপ্তাহ বিলম্ব করলে এ রোগে মৃত্যুঝুকি অনেকগুণ বেড়ে যায়। কিন্তু ৬৯ভাগ ক্যান্সার রোগী আর্থিক অসচ্ছলতার জন্য চিকিৎসা শুরু করতে বিলম্ব করে থাকেন।
হাসপাতালটির ক্লিনিকাল অনকোলজী বিভাগের মেডিকেল অফিসার ডা. মোঃ মহসীন হাওলাদার জানান, সচেতনতার অভাব, নানা ধরনের অবৈজ্ঞানিক চিকিৎসা, ভীতি ও মানসিক সমস্যা, পরিবারের অসহযোগীতা এবং যাতায়াত সুবিধার অভাব ছাড়াও চিকিৎসকের ভুল রোগ নির্ণয় সহ চিকিৎসা সুবিধার অভাবে বরিশাল সহ পুরো অঞ্চলে সময়মত ক্যান্সার রোগীদের চিকিৎসা সম্ভব হচ্ছে না।
বিগত বছরে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগত ৭৮০ ক্যান্সার রোগীর মধ্যে ৪শ পুরুষ রোগীর মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ১২৯রোগীর পরের অবস্থানেই ছিলেন ৫৩ জন খাদ্যনালী ও পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত। যা মোট পুরুষ রোগীর ১৩.২৫%। এর পরে কোলোরেকটাল ক্যান্সার রোগী সংখ্যা ছিল ৩৮ জন বা ৯.৫০%। মুখ ও গলার ক্যান্সারের রোগীর সংখ্যাটা ছিল ৩৭ জন বা ৯.২৫%। লিম্ফোমা ক্যান্সার রোগীর সংখ্যাটা ছিল ২৫। যা শতকার হিসেবে ৬.২৫%। এছাড়া প্রস্টেট ক্যান্সার আক্রান্তের ২০ জন এ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। যার হার শতকরা ৫%। আর ইউরিনারী ব্লাডরে ক্যান্সার নিয়েও সম সংখ্যক, ২০ জন রোগী এসছিলেন।
অপরদিকে ক্যান্সার আক্রান্ত নারী ৩৮০ রোগীর মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যাটা ছিল ১৩৮, যা শতকরা হিসেব ৩৬.৩২%। নারীদের মধ্যে এর পরের অবস্থানমুখ ও গলার ক্যান্সার,৪৩ জন বা ১১.৩২%। খাদ্যনালী ও পাকস্থলী ক্যান্সার আক্রান্ত নারীর সংখ্যা চিল ৪১ জন বা ১০.৭৯%। এর পরের অবস্থান কোলোরেকটাল ক্যান্সারের আক্রান্তের সংখ্যা ছিল ৩০ জন বা ৭.৮৯%। এমনকি ২৬জন বা ৬.৮৪% এসেছিলেন জরায়ুমুখ ক্যান্সার নিয়ে। ওভারী ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৮ জন বা ৪.৭৪%। এছাড়া ১৪ নারী লিভার ও গলব্লাডর ক্যান্সারে আক্রান্ত এ হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। যা শতকরা হিসেবে ৩.৬৮%।
তবে এখনো শুধুমাত্র বরিশালের শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ক্যান্সার ইউনিট থাকলেও সেখানে নুন্যতম কোন চিকিৎসা সুবিধাও অবশিষ্ট নেই। হাসপাতালটিতে ২০০৫ সালে স্থাপিত দক্ষিণাঞ্চলের একমাত্র রেডিওথেরাপি মেশিনটি ২০১৫ সাল থেকে বিকল থাকায় এখানে তেমন কোন চিকিৎসা সুবিধা আর অবশিষ্ট নেই। এ হাসপাতালে রেডিওথেরাপি ইউনিটটির টেলিথেরাপী সম্পূর্ণ বন্ধ। শুধুমাত্র ব্রাকিথেরাপী হলেও টেলিথোরপীর চিকিৎসার পরেই সে চিকিৎসা গ্রহন করতে হয়। ফলে সাধারণ মানুষ এ হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় তেমন কোন সেবা পাচ্ছেন না।
এমনকি হাসপাতালটির ক্যান্সার ইউনিট ও সাথে সংযুক্ত মেডিকেল কলেজে একজন করে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের পদ থাকলেও তা শূন্য। সহকারী অধ্যাপকের ১টি পদে চিকিৎসক থাকলেও মেডিকেল অফিসার থেকে অন্যপদে জনবল নেই বললেই চলে। ফলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এ যুগেও সরকার সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে এখনো ক্যান্সার চিকিৎসার তেমন কোন সুযোগ সৃষ্টি করতে পারেনি।
এব্যাপারে হাসপাতালটির দায়িত্বশীল মহলে আলাপ করা হলে, নাম প্রকাশ না করার শর্তে পরিস্থিতি নাজুক বলে স্বীকার করে তা থেকে উত্তরণে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সাথে নিবিড় যোগাযোগ রক্ষার কথাও বলা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল
বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !
মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০
জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন
ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি
তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?
রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের
টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছিল?যে তথ্য জানা গেল
লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু
কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা