ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
১৬ জানুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম
লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে প্রতিনিয়ত উড়ছে ধুলোবালি। এতে দূষিত হয়ে পড়েছে বায়ু। ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে ওই সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার লোকজন। সড়ক দিয়ে হাঁটাচলাও দায় হয়ে পড়েছে।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের খামখেয়ালি পনায় মহাসড়কে এমন বায়ু দূষণ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
তবে সড়কে বাযু দূষণ রোধে কার্যকর কোন প্রদক্ষেপ নেওয়া হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরও দোষ চাপাচ্ছেন সড়ক বিভাগের উপর।
স্থানীয়রা জানায়, সড়কে চলাচলকৃত বালুবাহী ড্রাম ট্রাক থেকে বালু পড়ছে সড়কজুড়ে। এতে অন্যান্য যানবাহন চলাচলের সময় ধুলোবালি উড়াউড়ি করছে। বালু গিয়ে পড়ছে পথচারীদের চোখেমুখে। ওই সড়ক ট্রলি কিংবা পিক-আপের মাধ্যমে বিভিন্ন ইটভাটায় মাটি ও ইট পরিবহন করা হয়। এসময় সড়কের মধ্যে মাটি পড়েও ধুলোবালি সৃষ্টি হচ্ছে।
সড়ক ঘুরে এবং খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এবং বাস টার্মিনাল থেকে দালাল বাজার অংশে প্রায় তিন কিলোমিটার সড়কের বেহাল দশা। এসব অংশে সড়কের কার্পেটিং এবং মেকাডম উঠে গিয়ে ধুলোবালি সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কে যেসব গর্ত সৃষ্টি হয়েছে, সেগুলো ভরাটের জন্য ইটের সলিং করা হচ্ছে। সলিংয়ের জন্য ব্যবহার হচ্ছে বালু। ফলে সড়কে যানবাহন চলাচলের সময় বালুগুলো উড়াউড়ি করে। এসব বালু গিয়ে পড়ে লোকজনের চোখেমুখে। আর ধুলোবালুতে সড়কের পাথে থাকা গাছপালা বিবর্ণ হয়ে গেছে।
স্থানীয় সাংবাদিক হাসান মাহমুদ শাকিল বলেন, লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে প্রচুর বালু। অনিয়ন্ত্রিত বালু ও ইটবাহী ট্রাক-পিকআপ ও ট্রাক্টর এর প্রধান কারণ। এছাড়া পিচঢালা সড়কে সড়ক ও জনপথ বিভাগের করা সলিং আরও বেশি বালু বাড়িয়ে দিয়েছে। এ বালুর কারণে মানুষ শ্বাসকষ্টসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জকসিন, মান্দারী, মজুচৌধুরীরহাট বাসটার্মিনাল, উত্তর তেমুহনী এলাকায় গেলে বালুতে একাকার হয়ে যেতে হয়। এসব এলাকা থেকে ফিরে গোসল বাধ্যতামূলক হয়ে পড়ে।
সদর উপজেলার মান্দারী এলাকার বাসিন্দা আজাদ হোসেন বলেন, সড়কে ধুলোবালি কারণে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এ সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। যানবাহনের চাকার সাথে বালু উঠে সড়ক এবং আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়ছে। সড়কের পাশে থাকা গাছপালাও বালুতে বিবর্ণ রং ধারণ করেছে।
মান্দারীর যাদৈয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, সড়ক বিভাগ সড়ক সংস্কার করছে ইট-বালু দিয়ে। বালু দেওয়ার কারণে সড়কে আরও বেশি ধুলোবালি সৃষ্টি হয়েছে।
বাঙাখাঁ এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, সড়ক দিয়ে চলাফেরা কষ্ট হয়ে পড়েছে। মোটরসাইকেল চালানোর সময় ধুলোবালি গায়ে এসে পড়ে। চোখ জ্বালাপোড়া করে। সর্দি-কাশি দেখা দেয়। শ্বাস নিতে কষ্ট হয়। শিশুদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। নারী-পুরুষসহ শিশুদের শ্বাসকষ্ট রোগ দেখা দিচ্ছে।
মাহমুদুল হাসান নামে একজন ব্যাংক কর্মকর্তা বলেন, সড়কে বালু দিয়ে ইটের সলিং করা হচ্ছে। এতে ধুলোবালির পরিমাণ আরও বেড়েছে। ফলে আমাদের ভোগান্তি বেড়েছে। বালুর কারণে পরনের জামাকাপড় নষ্ট হয়। ধুলোতে শ্বাস নেওয়া যায়না। এটা স্বাস্থ্যের জন্যেও মারাত্মক ক্ষতিকর।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, বালুতে বায়ু দূষণের কারণে মানবদেহের স্বাসযন্ত্রের সমস্যা হয়। বিশেষ করে এজমা, সর্দি, কাশিসহ নানা ধরণের রোগ দেখা দেয়। শিশুদের জন্যেও মারাত্মক ক্ষতিকর।
লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশিদ বলেন, সড়কে বায়ু দূষণ ও নিয়ন্ত্রণের বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ দেখার কথা।
এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভড করেননি।
তবে উপবিভাগীয় প্রকৌশলী (রামগঞ্জ) মো. আমির হোসেন বলেন, বালু দিয়ে ইটের সলিং করতে হয়। আস্তে আস্তে বালু ইটের ভেতরে বসে গেলে দূষণ কমবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের উপর হামলায় ঘটনায় ৯০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১
‘আল্লাহ সম্পদ দিয়েছে মানুষের মাঝে বন্টনের জন্য, লুটপাটের জন্য নয়’
আমার মতো চুটিয়ে প্রেম বোধহয় কেউ করেনি—পরীমণি
কলাপাড়ায় ছয় ব্যবসায়ীর জরিমানা
বাগমারায় প্রাথমিকের অবসরপ্রাপ্ত ২৬ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই : জামায়াত আমির
৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
'নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল'
শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন
নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না জনগণ: সারজিস আলম
কালিয়াকৈরে শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও মালামাল লুটপাট
সিংগাইরে ভোক্তা অধিকারের অভিযানে অর্থদন্ড
ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোড়ারকান্দা দরবার শরীফের ওয়াজ মাহফিল ১৭-১৮ জানুয়ারি
সাটুরিয়ায় ৭০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরন, দুই বিক্রেতাকে জরিমানা
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাহাদত হোসেনের ইন্তেকাল
দুর্বার রাজশাহীকে বিসিবির কড়া বার্তা
কুষ্টিয়া সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি
চীনের আধিপত্য রুখতে ট্রাম্পের পদক্ষেপ