পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
১৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম
পাবনায় শহর থেকে গ্রাম।ঘরের বিছানা থেকে টয়লেট। অলি গলি অফিস হাসপাতাল খেলার মাঠ মসজিদ এমনকি কবরস্থানও অ্যান্ড্রয়েড ফোন হাতে ভার্চুয়ালে আসক্ত হয়ে পড়ছে মানুষ।মধ্য শহরে বাবা মায়ের সাথে থাকে তিন বছরের শিশু সুমাইয়া। প্রতিদিন তাকে ভাত খাওয়ানোর সময় নিয়ম করে কার্টুনের ভিডিও দেখাতে হবে নয়তো সে খাবেই না।দিনের অন্য সময়েও স্মার্টফোন বা ডেক্সটপে বসে ভার্চুয়ালেই কাটে তার।শিশুর মা সাজিদা তাহমিম লক্ষ্য করেন দিন দিন তার শিশুটির মধ্য ভার্চুয়াল আসক্তি বাড়ছে।অনেক দিন পর ভাইয়ের বাসায় বেড়াতে এসেছেন তার আদরের ছোট বোন আফরোজা।তাকে দেখে তার ভাই কুশলাদি সমাপ্ত না করেই ফের ভার্চুয়ালে ব্যস্ত হয়ে পড়ে।ভাইয়ের এমন আচরণ দেখে বোন অবাক হয়ে তাকিয়ে থাকে।শহরের একটি চায়ের দোকানে কয়েকজন বয়সে তরুণ বন্ধুদের একসাথে আড্ডা দিতে দেখা যায়।তারা এক সঙ্গে বসে আছে ঠিকই কিন্তু সবাই যেন এক একটি গ্রহের মত একা ও পরষ্পর বিচ্ছিন্ন।তারা সবাই অ্যান্ড্রয়েড ফোন হাতে ভার্চুয়ালে ব্যস্ত।এভাবে ভার্চুয়াল সমাজে মানুষ বেশি সময় থকায় বাস্তব সমাজে টানাপড়েন ও সম্পর্কের দ‚রত্বও বাড়ছে। মানুষের প্রতি দায়িত্ববোধ ভার্চুয়াল সমাজে দায় সাড়া পালন করছে অনেকে।
ফেসবুকে বাড়ছে হতাশা গুজব অপপ্রচার সহ নিজেকে মহান হিসেবে তুলে ধরার প্রবণতা।সস্তা ভাইরালের পেছনে ছুটে বেড়ানোর অসুস্থকর প্রতিযোগিতাও থেমে নেই।কখনো অপপ্রচারে যুক্ত হয়ে মুর্হুতেই অন্যের মানবিক মর্যাদা ক্ষুন্ন করছে কেউ।এতে ব্যবহারকারীদের মধ্যে দীর্ঘ সম্পর্কের দ‚রত্ব যেমন বাড়ছে পাশাপাশি অনেক ক্ষেত্রে ভাচুর্য়ালে আর বাস্তব সমাজে চিত্র ভিন্ন হওয়াতে বিভ্রান্ত ও প্রতারণার শিকার হচ্ছে মানুষ।পাবনার সিনিয়র সাংবাদিক সুশীল কুমার তরফদার ইনকিলাবকে বলেন সামাজিক মাধ্যম ফেসবুক এখন অসামাজিক হয়ে গেছে।ভাইরালের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে।অপপ্রচারের শিকার মানবিক মর্যাদা ক্ষুন্ন হওয়া মানুষগুলো প্রতিকার পাচ্ছেনা।
পাবনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডাঃ রাম দুলাল ভৌমিক ইনকিলাবকে বলেন মানুষ ফোন হাতে ভার্চুয়ালে সময় কাটাচ্ছে।কাছাকাছি থেকেও দিন দিন যেন আমরা পরষ্পর দ‚রে চলে যাচ্ছি।এটা খুব উদ্বেগজনক।শহরের কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় শিশু থেকে উঠতি বয়সীরা ইন্টারনেটে গেমস টিকটকে ভয়াবহ আসক্ত হয়ে উঠেছে।দিনের পর দিন তাদের জীবনের ম‚ল্যবান সময়গুলো ফোনের স্কিনেই কেটে যাচ্ছে। টাকা খরচ করে ইন্টারনেটে গেমস খেলছে তারা।তাদের মানসিক ও শারীরিক বিকাশ নিয়ে চিন্তিত অভিভাবকরা।খেলার মাঠ বিমুখ হয়ে গেমস খেলছে তারা।তবে শহরের আটুয়া এলাকার ঈদগাহ মাঠে খেলাধুলারত শিশুদের ব্যাপক উপস্থিতি দেখা মেলে।স্থানীয় জনপ্রতিনিধি পাবনা পৌর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল ইসলাম বাদশা ইনকিলাবকে বলেন আমার এলাকায় শিশুদের খেলাধুলার পরিবেশ করে দিয়েছি এবং ভার্চুয়াল গেমস খেলা ও জুয়া থেকে শিশু তরুণদের বিরত রাখতে কাজ করছি বলে জানায় তিনি। পাবনা শহরের প্রায় সব এলাকাতেই অনেক তরুণরা ভার্চুয়াল জুয়াতে আসক্ত হয়ে নিরবেই সর্বশান্ত হচ্ছে।ফোনের মাধ্যমেই জুয়া খেলা ও লেনদেন হওয়াতে সমাজে নিরব ঘাতক হয়ে উঠেছে ভার্চুয়াল জুয়া।অনেক যুবকরা গোপনে লোন নিয়ে ভার্চুয়াল জুয়া খেলে নিজের ও পরিবারকে সর্বশান্ত করছে।
পাবনা শহরের গোবিন্দা জামে মসজিদের খতিব মনিরুল ইসলাম দৈনিক ইনবিলাবকে বলেন ভাচুর্য়াল জুয়া আসক্তি দিন দিন সমাজে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। আসক্তি ঠেকাতে সমাজের মানুষদের সচেতন করতে হবে।পাবনা সদরের দাপুনিয়া ইউনিয়নের কৃষক মো আজাদ ইনকিলাবকে বলেন গত কয়েক বছর ধরে এলাকার অনেক যুবক ইন্টারনেটে জুয়াতে আসক্ত হয়ে সর্বশান্ত হয়েছে ।কৃষি ক্ষেতে বা মিলে কাজ করা শ্রমিকরা দিনশেষে যা মজুরি পায় ফোনে জুয়া খেলেই তা শেষ করে দেয়।এই নিরব ঘাতক জুয়া মানুষ ও অনেক পরিবারকে সর্বশান্ত করছে।পাবনা সদরে হেমায়েতপুরে বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক ইনকিলাবকে বলেন অনলাইনে ক্যাসিনো সাইটের সন্ধান পেয়ে তিনি ভাচুর্য়ালে জুয়া খেলতে শুরু করেন।খেলে সর্বশান্ত হয়ে তিনি এখন অনুতপ্ত।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগের ১৭০ জনের নামে মামলা, অজ্ঞাত তিন হাজার আটক-১
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন প্রয়োজন: ডব্লিউএইচও
রাজধানীতে সবজির দামে জনমনে স্বস্তি
বরিশালের ডা. আরিফুর রহমান আর নেই
আইসিইউ থেকে সাইফকে বের করে আনা হয়েছে
শান্তদের সহকারী কোচ পোথাসের পদত্যাগ
হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০টি ইউনিট
মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল: রিজভী
সমালোচনার মুখে বড় সিদ্ধান্ত, অ্যাপলের এআই সংবাদ সেবা সাময়িক বন্ধ
কাপ্তাইয়ের হাট-বাজারে মিলছে বল সুন্দরী বরই
লাভ জিহাদের প্রেক্ষিতে উগ্র-হিন্দুত্ববাদীদের হামলার শিকার অভিনেতা সাইফ আলি খান
দৌলতপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ সিদ্দিকী:রিজভী
পিরোজপুরে বাসচাপায় শ্যালক-দুলাভাই নিহত
লন্ডনে দারুল হাদীস লাতিফিয়ায় শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহমাতুল্লাহি আলাইহির ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত
আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট শুরু
কলকাতায় আর জি কর ধর্ষণ-হত্যা : মামলার রায় শনিবার
লিবিয়ার স্থিতিশীলতার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন সিদ্ধান্ত
"৩১ দফার ২৬ তম দফা "সবার জন্য স্বাস্থ্য" বাস্তবায়নের মধ্য দিয়েই স্বাস্থ্য বিপ্লব ঘটাবেন জনাব তারেক রহমান"- ডাঃ আউয়াল
হাজারীবাগে ট্যানারি গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট