চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়

Daily Inqilab চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার

১৮ জানুয়ারি ২০২৫, ০২:৩১ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:৩১ পিএম

একটি বই, তিনটি বুকলেট প্রকাশনা করেই সমাপ্ত করেছেন ইলিশ গবেষণার কাজ। বরাদ্দের টাকা গবেষণায় খরচ না করে অভ্যন্তরীণ উন্নয়ন কর্মকাণ্ডের নামে মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা হরিলুট হয়েছে। ২০১৭ সালের জুন থেকে ২০২২ সালের জুন পর্যন্ত এ হরিলুটের কাজ চলে। প্রকল্প পরিচালক বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল বাশার বর্তমানে জাপানে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দুনীতবাজরা গবেষণার টাকায় পাঁচ বছর মেয়াদি প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, জেলেদের নিয়ে কয়েকটি কর্মশালা, অভ্যন্তরীণ রাস্তা পাকা করা, গভীর নলকূপ স্থাপন, ডরমিটরি ভবন ও ব্লক দিয়ে বাঁধেন পুকুরপাড়। এর আগেও ২০১২ ও ২০১৩ সালে পুকুরে ইলিশ চাষের নামে গবেষণা করা হয়েছিল। সে প্রকল্পেও বরাদ্দ ছিল ৬ কোটি টাকা। শেষ পর্যন্ত পুকুরে ইলিশ চাষের প্রকল্প ভেস্তে যায়।

 

 

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণা হলেও প্রতিনিয়তই নদীতে কমছে ইলিশ। ফলে ব্যবসায়ী ও গবেষকরা বলছেন, গবেষণার পুরো টাকাটাই অপচয় হয়েছে। গবেষণার সময়ে চাঁদপুরে থাকা সিনিয়র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিসুর রহমান বলেন, বাজারে গিয়ে যখন দেখি বড় একটি ইলিশের দাম ৩ থেকে ৪ হাজার টাকা, তখন ভাবি গবেষণার পুরো অর্থটাই বুঝি বৃথা গেল।

 

 

চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটে সূত্রে জানা গেছে, বরাদ্দের টাকা গবেষণায় খরচ না করে অন্য কাজে ব্যয় করা হয়েছে। ১২ কোটি টাকা দিয়ে অভ্যন্তরীণ উন্নয়ন কর্মকাণ্ড করা হয়েছে। বাকি টাকায় পাঁচ বছর মেয়াদি প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়েছে। জেলেদের নিয়ে কয়েকটি কর্মশালা হয়েছে। নির্মাণ করা হয়েছে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার বাসভবন। পাকা করা হয়েছে অভ্যন্তরীণ রাস্তা। বসানো হয়েছে গভীর নলকূপ। নির্মাণ হয়েছে অভ্যন্তরীণ দুটি ড্রেন। তৈরি হয়েছে ফিশ ফিড শেড এবং বৈদ্যুতিক সাব-স্টেশনের ঘর, ডরমিটরি ভবন ও ব্লক দিয়ে বাঁধা হয়েছে পুকুরপাড়।

 

 

প্রকল্পের কম্পিউটার অপারেটর সাজ্জাদুল ইসলাম জানান, প্রকল্পের টাকায় চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তিনদিকের সীমানা প্রাচীরের কিছু অংশ বানানো হয়েছে। অফিসের কাজের জন্য কেনা হয়েছে দুটি কম্পিউটার। গবেষণা কাজের জন্য কেনা হয়েছে দুটি স্পিডবোট ও একটি ছোট্ট জাহাজ।

 

 

এ প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আবু কাওসার দিদার বলেন, ইলিশ গবেষণা কার্যক্রম ৫ বছর মেয়াদি ছিল। আমি শেষের এক বছর কাজ করার সুযোগ পেয়েছি। প্রকল্পটির পুরো নাম ছিল ‘চাঁদপুর নদী কেন্দ্রে ইলিশ গবেষণা জোরদারকরণ (২য় সংশোধিত) প্রকল্প’। এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, চাঁদপুর। অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দে প্রশাসনিক মন্ত্রণালয় ছিল কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ।

 

বৈজ্ঞানিক কর্মকর্তা দিদার আরো বলেন, প্রকল্পটি ২০১৭ সালের জুন থেকে ২০২২ সালের জুন পর্যন্ত চলে। প্রকল্প পরিচালক ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল বাশার। তিনি বর্তমানে জাপানে। ইলিশ নিয়ে আরও গবেষণার প্রয়োজন। জলবায়ুজনিত পরিবর্তনে ইলিশের বিচরণ ও প্রজননক্ষেত্র পুনরুদ্ধারে প্রচুর গবেষণা দরকার। ইলিশ যেহেতু একধরনের পরিযায়ী প্রাণী, ফলে তাদের চলাচল নির্বিঘ্ন করা প্রয়োজন। জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন। চাঁদপুরে আধুনিক একটি মৎস্য অবতরণ এবং বিতরণ কেন্দ্র প্রয়োজন। মাছঘাটের জন্য একটি নতুন জেটি দরকার এবং প্রকৃত জেলেদের চিহ্নিত করা দরকার।

 

 

গবেষণার ফলাফল জানতে চাইলে দিদার বলেন, এ বিষয়ে আমাদের পরিচালক সবচেয়ে ভালো বলতে পারতেন। তারপরও আমি যতটুকু জানি, তা হলো দেশের দক্ষিণাঞ্চলে বলেশ্বর নদীর মোহনা অঞ্চলে ইলিশের নতুন প্রজননক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এর ফলে পূর্বের শনাক্ত করা ৭ হাজার বর্গকিলোমিটার এলাকার সঙ্গে নতুন ৩৪৮ বর্গকিলোমিটার এলাকা যুক্ত হচ্ছে।

 

 

সূত্র জানায়, গবেষণায় নদ-নদী ও সাগরে ইলিশের প্রকৃত মজুত এবং সর্বোচ্চ সহনশীল উৎপাদন নিরূপণ করা হয়েছে। ইলিশের ভ্যালুয়েডেড পণ্য যেমন ‘ইলিশ ক্রেকার্স’ প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। ইলিশ সংরক্ষণের জন্য বরফ ও হিমায়িত স্টোরেজ পরিস্থিতিতে ভেকুয়াম প্যাকেজিংয়ের মাধ্যমে ইলিশের সেলফ লাইফ বাড়ানোর প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এছাড়াও পূর্বে চিহ্নিত অভয়াশ্রমগুলোর বর্তমান অবস্থা যাচাইকরণ, ইলিশের খাদ্যের প্রাচুর্যতা, ছোট আকারের ইলিশের পরিপক্বতার প্রকৃত কারণ, ইলিশ প্রজননের সময় নির্ধারণ, মাইলিস রক্ষা ও জাটকা সংরক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত গবেষণা পরিচালিত হয়েছে।

 

 

মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, গবেষণাকালে আমি চাঁদপুরে ছিলাম না। তবে আমি এসে গবেষকদের একটি বই ও কয়েকটি বুকলেট পেয়েছি। তাতে যতটুকু জেনেছি, মনে হয়েছে ইলিশ নিয়ে আরও গবেষণার প্রয়োজন। বর্ণিত প্রযুক্তিগুলোর মধ্যে ইলিশের প্রকৃত মজুত ও সর্বোচ্চ সহনশীল উৎপাদন এবং প্রজননক্ষেত্র চিহ্নিতকরণ ও প্রযুক্তি/ম্যানেজমেন্ট কৌশল দুটি ইতোমধ্যে মৎস্য অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। বলেশ্বর নদীর মোহনা অঞ্চলে ইলিশের নতুন প্রজননক্ষেত্র শনাক্তকরণে বাংলাদেশ সরকার গেজেট জারি করেছে। এখন শুধু প্রয়োজন গবেষণা অনুযায়ী মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সুপারিশ অনুযায়ী কাজ করা।

 

 

গবেষণা বিষয়ে চাঁদপুর মৎস্য ও বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন, ‘সরকার গবেষণা ও অভিযানের নামে বছরের পর বছর কোটি কোটি টাকা ব্যয় করছে। এতে কতটুকু লাভ হচ্ছে, তা আমার জানা নেই। আমার মনে হয় বিগত সরকার টাকা খরচ করেছে ঠিকই; কিন্তু তা পরিকল্পিতভাবে ব্যয় হয়নি। ফলে ইলিশসম্পদ এখন ধ্বংসের মুখে। ৫ থেকে ৬ বছর আগেও নদীতে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যেত। এখন আর মেঘনায় সে পরিমাণ ইলিশ পাওয়া যায় না।’

 

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার বলেন, ‘গবেষণা-অভিযান কত কী দেখলাম। এসব যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে আর নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত কত গবেষক এলেন, তারা কোনোদিনই আমাদের সঙ্গে আলোচনা করেননি। জেলেদের মতামত নেওয়া হয়নি। ৫ থেকে ৬ বছর আগে চাঁদপুর ঘাটে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টন ইলিশ বেচাকেনা হতো। এখন দিনে এক থেকে দেড় টন মাছও আসে না। এ বিষয়ে সরকারের গবেষণা করা উচিত এবং মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করা উচিত।’


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ
কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা
তারাকান্দায় বাসের ধাক্কায় আহত-৪
কুয়েটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’
আরও

আরও পড়ুন

ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ

ঝিনাইদহে নিখোঁজের ৭দিন পর সেপটি ট্যাংকে মিললো যুবকের লাশ

ইসলামী আইনজীবী পরিষদের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন রবিবার

ইসলামী আইনজীবী পরিষদের ১৩তম কেন্দ্রীয় সম্মেলন রবিবার

কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা

তারাকান্দায় বাসের ধাক্কায় আহত-৪

তারাকান্দায় বাসের ধাক্কায় আহত-৪

কুয়েটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’

কুয়েটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’

ভারতের ড্রেসিংরুম চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত: হরভজন

ভারতের ড্রেসিংরুম চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত: হরভজন

জুনে জাফর-২ ও পায়া উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান

জুনে জাফর-২ ও পায়া উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান

আন্দোলনের ইমেজ বিশ্বকে জানাতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আন্দোলনের ইমেজ বিশ্বকে জানাতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সাতক্ষীরা কালিগঞ্জে বাঁশ ও বেত শিল্প প্রায় বিলুপ্ত

সাতক্ষীরা কালিগঞ্জে বাঁশ ও বেত শিল্প প্রায় বিলুপ্ত

দুই যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৪ সিএনজি চালকের বিরুদ্ধে- গ্রেপ্তার- ১

দুই যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৪ সিএনজি চালকের বিরুদ্ধে- গ্রেপ্তার- ১

হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু

শুরু হয়েছে 'শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন–২ এর রেজিষ্ট্রেশন; কি থাকবে এবারের পর্বে?

শুরু হয়েছে 'শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন–২ এর রেজিষ্ট্রেশন; কি থাকবে এবারের পর্বে?

‘২০ বছরের অধিক সাজাখাটা বন্দিদের অবিলম্বে মুক্তি দিন’

‘২০ বছরের অধিক সাজাখাটা বন্দিদের অবিলম্বে মুক্তি দিন’

বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা

বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা

নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৬ জন গ্রেফতার, ড্রেজার জব্দ

নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৬ জন গ্রেফতার, ড্রেজার জব্দ

ইরানের সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বিচারক

ইরানের সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বিচারক

কলাপাড়ায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, প্রকল্প পরিচালকের গাড়ী বহর আটকে দিল বিক্ষোভকারীরা

কলাপাড়ায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, প্রকল্প পরিচালকের গাড়ী বহর আটকে দিল বিক্ষোভকারীরা

সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ

সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ