বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
১৯ জানুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম
বগুড়া সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, চেয়ারম্যান, সেনা কল্যান সংস্থা। রোববার সকালে বগুড়া সেনানিবাসে অবস্থিত আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলের শহীদ লেঃ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী সাঁজোয়া কোরের 'কর্ণেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান' সম্পন্ন হয়। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, পরিচালক সাঁজোয়া পরিদপ্তর এবং কমান্ড্যান্ট আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল। অভিষেক অনুষ্ঠানে সাঁজোয়া কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ'কে 'কর্ণেল র্যাংক ব্যাজ' পরিয়ে দেন। উক্ত অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বগুড়া এরিয়ার বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ, সাঁজোয়া কোরের উর্ধ্বতন কর্মকর্তা, সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়কগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাঁজোয়া কোরের সকল ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকষ দল মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ'কে 'গার্ড অব অনার' প্রদান করে। 'কর্ণেল কমান্ড্যান্ট' হিসেবে অভিষেকের পর নব নিযুক্ত কর্ণেল কমান্ড্যান্ট উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এরপর তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সাঁজোয়া কোরের বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ 'সাঁজোয়া চিরন্তন' এ পুষ্পস্তবক অর্পন করেন।
অভিষেক অনুষ্ঠান শেষে ঐতিহ্য অনুযায়ী কর্ণেল কমান্ড্যান্ট সাঁজোয়া কোরের সদস্যদের দরবার গ্রহণ করেন এবং সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়কগন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণের উদ্দেশ্যে দিক নির্দেশামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সাঁজোয়া কোরের গৌরবোজ্জল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তত থাকার জন্য সাঁজোয়া কোরের সকল সদস্যের প্রতি আহবান জানান।
উল্লেখ্য সাঁজোয়া কোরকে বলা হয় 'কিং অব দ্য ব্যাটেল' বা 'যুদ্ধের রাজা'। যেকোন যুদ্ধের জয় পরাজয় নির্ধারণে সাঁজোয়া কোরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ন। সম্মুখ সমরের অগ্রসেনা সাঁজোয়া কোরকে তাই বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠতম কোর হিসেবে গণ্য করা হয়। মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ সাঁজোয়া কোরের 'কর্ণেল কমান্ড্যান্ট' হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এই কোরের সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সাঁজোয়া কোরের প্রতিটি সদস্যের মাঝে ভবিষ্যতে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে। নবনিযুক্ত কর্ণেল কমান্ড্যান্ট সাঁজোয়া কোরের মূলমন্ত্র 'প্রান দেব মান নয়' এই চেতনাকে ধারণ করে সাঁজোয়া কোরের সকল সদস্যগণ দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে অঙ্গিকারাবদ্ধ থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে গাবতলীতে ছাত্রদলের দোয়া মাহফিল
‘যে সন্মান অর্জন করেছেন, তা এইভাবে নষ্ট কইরেন না’
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
সম্পর্ককে বাণিজ্য সহযোগিতায় রূপান্তরের জন্য আর্জেন্টিনার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
গ্রেফতারকৃত এসকে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার
চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে
সিরিয়ার আসাদ সরকারের মাদক বাণিজ্যের ভয়াবহ চিত্র প্রকাশ
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ