লক্ষ্মীপুর সদর উপজেলার মিরিকপুর এলাকার বাসিন্দা সাজু বেগম ৩ লাখ ১০ হাজার টাকা আমানত রাখের ডাচ্ বাংলা ব্যাংকের স্থানীয় এজেন্ট শাখায়। কিন্তু তিনি এখন দেখতে পান তার এক্যাউন্টে মাত্র ৪৫৩ টাকা ২১ পয়সা। তার সব টাকা একাউন্ট থেকে উধাও হয়ে গেছে, তিনি টেরও পাননি। ব্যাংকের ট্রেলর (এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী) সহিদুল্লাহ জিয়া অভিনব কৌশলে তার এক্যাউন্টে থাকা সব টাকাই হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ এ নারীর।
একই এলাকার শাহীনুর নামে আরেক নারী তার একাউন্টে ৭ লাখ ৩০ হাজার টাকা আমনত রাখেন। কিন্তু তার একাউন্টেও কোন টাকা নেই৷ আবুল হাসেম নামে এক ব্যক্তির একাউন্টে এক লাখ ২০ হাজার টাকা ছিল, সে টাকাও উধাও হয়ে গেছে।
ফাতেমা বেগম নামে এক নারীর একাউন্টে আড়াই লাখ টাকা ছিল, তার একাউন্টও এখন ফাঁকা।
মনির নামে এক গ্রাহক ৮ লাখ টাকা এফডিআর করেন, দুই দফায় তার ৪ লাখ টাকাও উঠিয়ে নেওয়া হয়েছে।
এমন শত শত গ্রাহকের একাউন্টে থাকা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে কৌশলে নেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সদর উপজেলার মিরিকপুর বাজারে থাকা ডাচ্ বাংলা বাংকের এজেন্ট শাখার স্বত্বাধিকারী) সহিদুল্লাহ জিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। 'আকবর এন্টারপ্রাইজ' এর নামে এজেন্ট ব্যাংকের শাখাটি নিয়েছেন তিনি। মিরিকপুর এলাকার বাসিন্দা সহিদুল্লাহ। টাকা হাতিয়ে নিয়ে তিনি এখন পলাতক। আর ব্যাংকের এজেন্ট শাখাটি তালাবদ্ধ।
গ্রাহকরা জানায়, নিজেদের প্রয়োজনে আঙুলের চাপ দিয়ে টাকা তুলতো তারা। টাকা তুলতে আসলে এজেন্ট ব্যাংকের লোকজন একাধিকবার আঙুলের চাপ নিত। এভাবে তারা প্রতারিত হয়েছেন৷ সহজসরল গ্রাহকরা বিষয়টি বুঝতে পারেননি। ব্যাংকের সার্ভার ডাউনের কথা বলে তাদের মুঠোফোনে ম্যাসেজও পাঠানো হতো না৷
এদিকে ঠিক কতজন গ্রাহকের কি পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে- তার সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি ডাচ্ বাংলা ব্যাংকের লক্ষ্মীপুর শাখা। তবে এজেন্ট ব্যাংক মনিটরিং শাখার একজন কর্মকর্তা জানিয়েছেন গ্রাহকের অভিযোগুলো তদন্ত করে দেখছেন তারা।
এদিকে লাখ লাখ টাকা আমানত হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই এলাকার একাউন্টধারী ভুক্তভোগীরা। তারা রোববার (১৯ জানুয়ারি) সকালে মিরিকপুর বাজারে বিক্ষোভ করে। প্রতারিত গ্রাহকরা জকসিন-পোদ্দার বাজার সড়ক অবরোধ করে রাখে। শনিবার (১৮ জানুয়ারি) রাতেও ওই বাজারে বিক্ষোভ করে ভুক্তভোগী গ্রাহক ও তাদের স্বাজনেরা। তবে গ্রাহদের পক্ষ নেওয়ায় হামলার শিকারও হতে হয়েছে স্থানীয় এক যুবদল নেতাকে।
অভিযোগ রয়েছে, প্রতারক ব্যাংকের এজেন্ট মালিক সহিদুল্লাহ জিয়া বিএনপির রাজনীতির সাথে জড়িত। অর্থ হাতিয়ে নিয়ে লাপাত্তা হলেও তিনি তার সমর্থিত লোকজনকে দিয়ে গ্রাহক ও তাদের স্বাজনদের হুমকি দিচ্ছেন।
গ্রাহকরা শনিবার রাতে বিক্ষোভ করলে তাদের পক্ষ নেওয়ায় জাকির হোসেন (৩৫) নামে এক যুবদল নেতার উপর হামলা করে শহিদুল্লাহর অনুসারী সদর উপজেলা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও তার লোকজন।
গ্রাহকের অর্থ হাতিয়ে নেওয়া এবং হামলার ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। গ্রাহকরা তাদের আমানত ফিরে পাওয়াসহ প্রতারক সহিদুল্লাহ জিয়ার বিচার দাবি করেন।
এজেন্ট ব্যাংকের গ্রাহক সাজু বেগম বলেন, আমার ভাই রহিম সৌদিতে থাকে। সেখান থেকে আমার একাউন্টে টাকা পাঠায়। পরিবারের খরচ বাবদ ১০ থেকে ১৫ টাকা উঠিয়ে বাকী টাকা হিসেবে জমা রাখতাম। আমার একাউন্টে তিন লাখ ১০ হাজার টাকা জাম ছিল। সম্প্রতি আমি চেক বই ইস্যু করতে আসলে আমার হাতের আঙুলের চাপ (ফিঙ্গার ফ্রিন্ট) দুই বার নেয়। গত ৪ জানুয়ারি আমার ফোনে ম্যাসেজ আসে, এতে দেখি আমার একাউন্টে মাত্র ৪৫৩ টাকা ২১ পয়সা অবশিষ্ট আছে। কৌশলে আমার একাউন্ট থেকে টাকাগুলো উঠিয়ে নেওয়া হয়েছে, আমি বুঝতে পারিনি। চেক বই ইস্যু করার সময় আঙুলের চাপ নিয়ে টাকাগুলো তুলে নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমার ভাই বিদেশে কষ্ট করে টাকাগুলো রোজগার করে পাঠিয়েছে, এখন সে টাকার কথা শুনে কান্না করতেছে।
মনির নামে প্রতারিত আরেক গ্রাহক বলেন, ৪ লাখ ১৫ হাজার টাকা এফডিআর ছিল। এখন শুনি আমার একাউন্টে কোন টাকা নেই। ব্যাংকের জেলা শাখায় যোগাযোগ করা হলে তারা টাকা উত্তোলনের দুটি রিসিভ ধরিয়ে দেয়। এতে দেখা গেছে- গত ১২ সেপ্টেম্বর টিটি এর মাধ্যমে প্রথমে তিন লাখ, পরে এক লাখ টাকা তোলা হয়েছে। কিন্তু আমি কিছুই জানি না। বাড়ি করার জন্য টাকাগুলো রেখেছি, এখন কোন টাকা নেই।
তাছলিমা নামে স্বামী পরিত্যক্তা এক নারী কান্না জড়িত কণ্ঠে বলেন, আমি বাবার বাড়িতে থাকি। লোকজনের কাছ থেকে বিভিন্ন সময়ে সহযোগীতা নিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা জোগাড় করে সেগুলো এজেন্ট ব্যাংকে রাখি। আমার দুই মেয়ে, তাদের বিয়ে এবং ঘর তৈরির উদ্দেশ্যে টাকাগুলো রেখেছি। এখন আমার কি উপায় হবে?
আবুল হাসেম নামে এক গ্রাহক বলেন, আমার একাউন্টে ১ লাখ ২০ হাজার টাকা ছিল। এখন দেখি কোন টাকা নেই।
ফাতেমা বেগম নামে এক নারী বলেন, আমার একাউন্টে আড়াই লাখ টাকা জমা ছিল। এজেন্ট ব্যাংকের ট্রেলর সহিদুলাহ জিয়া টাকাগুলো এফডিআর করে রাখতে বলেছে, আমি রাজি হইনি। কিন্তু সে আমাকে না জানিয়ে এফডিআর করে। পরবর্তীতে আমাকে তিনটি ভূয়া রিসিড দেয়। পরে আমি টাকা উঠাতে আসলে 'পরে দিব, ব্যাংকে টাকা নেই' বলে জানায়। এখন মূল শাখায় চেক করে দেখি, আমার একাউন্টে কোন টাকা নেই।
বেলাল হোসেন নামে এক ব্যক্তি বলেন, আমার মেয়ে শাহীনুরের নামে একাউন্ট খোলা হয়েছে। তার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়। এখন ওই একাউন্ট থাকা ৭ লাখ ৩০ হাজার টাকা নেই।
ব্যাংকের এজেন্টটিতে টাকা রেখে রুবি আক্তার এক লাখ ১৭ হাজার ৫০০, জাহেদ হোসেন ৩০ হাজার, রুবি আক্তার ৪০ হাজার, শাহ আলম ১ লাখ ১৮ হাজার টাকা প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।
এছাড়া মাসিক ডিপিএস এর টাকা জমা দিয়েও অনেক গ্রাহক প্রতারণা শিকার হয়েছেন বলে জানিয়েছেন।
প্রতারিত এসব গ্রাহক এখন দিশেহারা হয়ে পড়েছেন। ধর্ণা দিচ্ছেন প্রতারক সহিদুল্লাহ জিয়ার বাড়িতে। কিন্তু হুমকি পাচ্ছেন সহিদুল্লাহর স্বজন এবং তার অনুসারীদের কাছ থেকে।
প্রতারণার শিকার একাউন্টধারী শারমিন আক্তার বলেন, আমরা ব্যাংকের মূল শাখায় যোগাযোগ করেছি। কিন্তু ব্যাংকের কর্মকর্তারা বলছে- সহিদুল্লাহ নাকি ফেক লোক। সে যদি ফেক লোক হয়- তাহলে তাকে কিভাবে এজেন্ট ব্যাংকের অনুমোদন দেয়? সংশ্লিষ্টরা কেন নজরদারি রাখেনি। ব্যাংক আমাদেরকে বলতেছে মামলা করতে, আমরা মামলার খরচ কই পাব? আমরা টাকা হারিয়েছি, আবার হয়রানিও হচ্ছি। ব্যাংকের লোকজন এখানে আসলে গ্রাহকরা কথা বলতে গেলে তারা পালিয়ে যায়৷ ব্যাংককে এ দায়ভার নিতে হবে।
তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ এখানে একাউন্ট খুলে প্রতারিত হয়েছে। এজেন্টের মালিক সহিদুল্লাহ জিয়া বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে গ্রাহকরা কথা বলতে গেলে হামলার শিকার হতে হয়। মিরিকপুর বাজারে একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
এদিকে অভিযুক্ত ব্যাংক এজেন্টের মালিক সহিদুল্লাহ জিয়া পলাতক থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মনিটরিং শাখার কর্মকর্তা মাহফুজ বাংলানিউজকে বলেন, আমাদের একজন কর্মকর্তা বিষয়টি তদন্তের দায়িত্বে রয়েছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা কি পরিমাণ অর্থ বা কতজন গ্রাহক প্রতারিত হয়েছেন৷ গ্রাহকের ডকুমেন্টসগুলো যাচাই-বাছাই করে প্রধান কার্যালয়কে জানাবো। প্রধান কার্যালয় থেকে যে সিদ্ধান্ত দেয়, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।