গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
২০ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম
বরিশাল সহ সন্নিহিত এলাকায় মাঘের শীতে এখন অনেকটা বসন্তের আমেজ বিরাজ করছে। অথচ গত ১২ ডিসেম্বর অগ্রহায়নের হেমন্তে বরিশালে তাপমাত্রার পারদ এবছরের সর্বনি¤œ ১১.২ ডিগ্রী সেলসিয়াসে নেমে গিয়েছিল। আর পৌষের শীতে গত ১০ জানুয়ারী মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রা চিল ১১.৪ ডিগ্রীতে হ্রাস পায়। এরপর থেকে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকছে। তবে এবার হেমন্তের শেষ থেকে এপর্যন্ত উত্তরের কণকনে হাওয়ায় শীতের অনুভতি বেশী অনুভত হচ্ছে। এতেকরে অনেক সময়ই বরিশাল সহ সন্নিহিত এলাকাগুলোত স্বাভাবিক জীবনযাত্রাও ব্যহত হচ্ছে। এবার শীত মৌসুম যড়েই তাপমাত্রার পারদ স্বাভাবিকে ওপরে থাকলেও উত্তরের হাওয়ার সাথে ঘন কুয়াশা জনিত কারণে বরিশালে ঠান্ডাজনিত রোগ ব্যধীর প্রকোপ বাড়ছে। ঘরেঘরে সর্দি-কাশি ও জ¦রের রোগী। সরকারী হাসপাতালগুলোতে ইতোমধ্যে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগী ভর্তির সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
ফলে কৃষি ও জনস্বাস্থ্য সহ পরিবেশের স্বাভাবিক ধারা ব্যহত হচ্ছে। আবহাওয়ার এ বৈপরিত্যকে ‘জলবায়ুর কোন বিরূপ প্রভাব’ বলে মানতে চাননা নাম প্রকাশে অনিচ্ছুক আবহাওয়া বিশেষজ্ঞগন। কেউ কেউ একই মৌসুমে ঘন ঘন আবহাওয়া পরিবর্তনকে ‘জলবায়ুর ভারসাম্যহীনতা’ বলে মনে করছেন। তবে প্রকৃতির এ অস্বাভাবিক আচরনকে ‘জলবায়ুর ধারবাহিকতার সাময়িক দৃশ্যমান বিচ্যুতি’ বলেও মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক আবহাওয়া পর্যবেক্ষকগন।
আবহাওয়া বিভাগের মতে জানুয়ারী মাসে বরিশালে স্বাভাবিক সর্বনিম্ন ১১.৯ ডিগ্রী থাকার কথা থাকলেও সোমবার তা ছিল যথাক্রমে ১২ ডিগ্রী সেলসিয়াস। এমনকি চলতি মাসে দিনে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৫.৬-এর স্থলে সোমবার দুপুরে তা প্রায় ২৭ ডিগ্রীর কছে ছিল।
এবার এখনো ‘মাঘের শীত বাঘের গায়’ লাগার সে প্রবাদের বাস্তব প্রতিফলন দৃশ্যমান নয় বরিশাল সহ সন্নিহিত অঞ্চলে। ফলে বিভিন্ন কৃষি পণ্যে উৎপাদন নিয়ে যেমনি সংশয় সৃষ্টি হয়েছে, তেমনি ঘুন কুয়াশায় বোরো বীজতলা সহ বিভিন্ন শাক সবজির গুনগত মানও বিনষ্ট হচ্ছে। সাথে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে থাকায় গমের উৎপাদন নিয়ে ইতোমধ্যে শংকা বাড়ছে। চলতি রবি মৌসুমে বরিশাল অঞ্চলের প্রায় ৫৯ হাজার হেক্টর জমিতে প্রায় ২ লাখ টন গম উৎপাদানের লক্ষে কৃষিযোদ্ধাগন দিনভর পরিশ্রম করছেন। গত বছর এ অঞ্চলে পায় ৫৮ হাজার হেক্টরে গমের উৎপাদন ছিল ১ লাখ ৯৪ হাজার টনের মত। চলতি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আশাবাদী মাঠ পর্যায়ের কৃষিবীদ সহ কৃষি মন্ত্রনালয়ের দায়িত্বশীল সূত্র।
এমনকি চলতি রবি মৌসুমে দেশে গত বছরের চেয়ে প্রায় ৪ হাজার হেক্টর বেশী, ৩ লাখ ১৬ হাজার হেক্টর জমিতে ১২ লাখ ১৪ হাজার টন গম উৎপাদনের লক্ষ নির্ধারন করেছে কৃষি মন্ত্রনালয়। এমনকি হেক্টর প্রতি গড় উৎপাদনও গত বছরের ৩.৭৬ টন থেকে ৩.৮৫ টনে উন্নীত করার লক্ষে উন্নত বীজ সহ আবাদ প্রযুক্তি কৃষক পর্যায়ে হস্তান্তরের কথা জানিয়েছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর-ডিএই।
কিন্তু শীত প্রধান দেশের এ দানাদার খাদ্য ফসলের উৎপাদন নিয়ে সংশয় আছে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে থাকায়। আবহাওয়া বিভাগ থেকে উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ দেশের পশ্চিামাংশ পর্যন্ত বিস্তৃত থাকার কথা জানিয়ে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানের কথা বলা হয়েছে। যার বর্ধিতাংশ বরিশাল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থানের কথা বলা হয়েছে। এমনকি আগামী দুদিনের পূর্বাভাসের মধ্যে মঙ্গেলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির কথা জানিয়ে বুধবারেও তা অপরবির্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল।
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিকলীতে যুবলীগ নেতা গ্রেফতার
শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলো
৫০ হাজারে ঋণ, ৬ লাখ পরিশোধেও মুক্তি মেলেনি শিমুলের