শেরপুরে ট্রাকভর্তি সরকারি বই উদ্ধারের ঘটনায় শিক্ষা অফিসের নাইটগার্ড আটক
২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম
শেরপুরে মাধ্যমিকের বিনামূল্যের নয় হাজার পাঠ্যবই আটকের ঘটনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নাইটগার্ড জামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। জামাল উদ্দিনকে ২৩ জানুয়ারী বিকেলে আটক করে রৌমারী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন রৌমারী উপজেলা শিক্ষা অফিসে অতিরিক্ত দায়িত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল হাসান। এদিকে বরাদ্দকৃত কত সংখ্যাক বই খোয়া গেছে তা নিরুপন করার জন্য উপজেলা পর্যায়ে কাজ চলছে বলে জানান তিনি।
জানা যায়, গত ২২ জানুয়ারি রাত নয়টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া থেকে বই ও ট্রাক উদ্ধার করা হয়। বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ৯ হাজার বই ছিলো ওই ট্রাকে। এসময় মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।
২৩ জানুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম।
এদিকে রৌমারী খোঁজ নিয়ে জানা যায়, রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস রৌমারী সরকারি সিজি জামান উচ্চ বিদ্যালয়ের দুটি রুমে উপজেলার বরাদ্দকৃত বই রাখে এবং তা শিক্ষা অফিসই হেফাজতে করে। সেখান থেকেই বইগুলো ঢাকার কোন এক কিন্ডারগার্টেন স্কুলে বিক্রির নিয়ে যাওয়া হচ্ছিল।
বইভর্তি ট্রাকের ড্রাইভার মোঃ সজল জানান, ২১ জানুয়ারি রাতে রৌমারি থেকে কাগজ আনার জন্য ট্রাকটি ভাড়া নেয়। পরে রাতে সেখানের সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে বইগুলা ট্রাকে তুলে। পরে আমরা চালানের কপি চাই। কিন্তু স্কুলের মালিকরা চালান দেয় নাই। পরে আমি মালিককে জানাই। মালিক বলে তুমি ট্রাকটা শেরপুর নিয়ে আসো তোমার বাসায় দিকে রাখো। পরে গতকাল মালিক নিজে গিয়ে বইগুলার ব্যাপারে স্থানীয়দের জানাই।
বইভর্তি ট্রাকের মালিক জাকির হোসেন বলেন, আমি জানার পর স্থানীয়দের সহায়তা নিয়ে ট্রাকটাকে আটকে দেই। পরে রাতের দিকে থানায় যোগাযোগ করি। পরে পুলিশে এসে বই ও ট্রাক থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, ২২ জানুয়ারি রাতে এক ট্রাক বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির বই আটক করে থানায় আনি। ট্রাকটি রৌমারির সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে গাড়িতে আনে। পরে সেখান কোন চালান না ছাড়াই শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়ায় আনে গাড়ির ড্রাইভার। পরে সেখান থেকে স্থানীয় ও ট্রাকের মালিকের সহায়তায় সদর থানার পুলিশের কাছে বিষয়টি জানে। পুলিশ গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য মইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়।
পরে গননা করে ওই ট্রাকে নয় হাজার বই পাওয়া যায়।
রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মুঠোফোনে জানান, এ বিষয়ে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ কিছু জানেনা। কারণ এর সাথে বিদ্যালয়ের কোন সংশ্লিষ্টতা নেই।
রৌমারী উপজেলা শিক্ষা অফিসে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল হাসান বলেন, আমরা সব হিসাব নিকাশ করে পরে ওই নাইট গার্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা নিশ্চিত হয়েছি বইগুলো রৌমারী থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্ত চলছে, এর সাথে কে কে জড়িত সবাইকেই দ্রুত আইনের আওতায় আনা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি