কুমিল্লার বুড়িচং উপজেলার সরকারি আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয় উদ্যোগে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী বাংলাদেশ সরকারের কর্ম কমিশন মন্ত্রনালয়ের সচিব ড. সানোয়ার জাহান ভুঁইয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড এর যুগ্ম সচিব মো. আব্দুল জলিলের সাথে শিক্ষক শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা ৩০ জানুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়েরম প্রধান শিক্ষকের একে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক।
বাংলাদেশ সরকারের কর্ম কমিশন মন্ত্রনালয়ের সচিব সংবর্ধিত অতিথি ড. সারোয়ার জাহান ভুঁইয়া তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন - পড়াশোনার মধ্যে আনন্দ বের করতে পারলে তোমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। তোমরা সফল হবেই হবে। বড় হওয়ার জন্য তোমাকে শিখতে হবে, পড়ত হবে, জানতে হবে।
সংবর্ধিত অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন-কারো উপর অন্যায় ও ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আমার পরিচয়ে কেউ যদি কোন অপকর্ম করতে চায় তা আমাকে জানাবেন। পুরো দেশবাসীকে সেবা করাই আমাদের সকলের দায়িত্ব। বিধিসম্মত যে কান কাজ আমরা এমনিতেই করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবু তাহের,বুড়িচং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, বুড়িচং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লা মোল্লা ও মোঃ কামাল হোসেন, খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, পাইলটিয়ান মো.সাখাওয়াত হোসেন ইস্রাফিল আলম, শম্ভু রঞ্জন চৌধুরী, বুড়িচং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক অহিদুর রহমান, এড. অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, ইঞ্জি. আব্দুল জলিল।
আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবদুল কাদেরের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মো. রওশন আলী খাঁন, বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাকির হোসেন চৌধুরী, মোঃ মোখলেছুর রহমান, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন,মো. মোহামদ ইসমাইল হোসেন, মো. আলীম উল্লাহ, অনিদীপা চৌধুরী, একেএম আলমগীর কবির,মোঃ নুরুল ইসলাম, মো. এনামুল হক, মোঃ মহিউদ্দিন মোঃ ইব্রাহিম খলিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জামিলুর রহমান তানিম, তারিকুল ইসলাম পিয়াস, রিফাত হোসেন, আদনান সানি, সাব্বির আহমদ, শাকিল, সুমন আহমেদ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ। পরে এলাকার সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সরকারি আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী বর্তমান বাংলাদেশ সরকারের কর্ম কমিশন মন্ত্রনালয়ের সচিব ড. সানোয়ার জাহান ভুঁইয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড এর যুগ্ম সচিব মো. আব্দুল জলিলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়া বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ( ইংরেজি) শিক্ষক বাবু নেপাল চন্দ্র রায়ের মৃত্যুতে এক শোক সভা ও গতকাল অনুষ্ঠিত হয়। এতে উল্লেখিত সকল নেতৃবৃন্দের উপস্থিত থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।