ঝুঁকিপূর্ণ রেলপথে ওয়াগন নির্ভর পরিবহনে সিলেটে জ্বালানী তেলের সংকট, বাস্তবভিত্তিক পদক্ষেপের দাবী

Daily Inqilab ফয়সাল আমীন

৩১ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম

জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে সিলেটের পেট্রোল পাম্পগুলোতে। চাহিদার অর্ধেক তেল পাচ্ছেন না পাম্প মালিকগুলো। ফলে সিলেটের পাম্পগুলোতে  দেয়া দিয়েছে গ্রাহক দুর্ভোগ। সিলেটে দৈনিক ১০ লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা থাকলেও সপ্তাহে মিলছে ৮ লাখ লিটারেরও কম। বোরো মওসুমে জ্বালানি তেলের সংকটে মৌসুমী কৃষকরাও। চলমান ও সংকট নিরসনে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়, সে দিকে মুখিয়ে রয়েছে ভূক্তভোগীরা। রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানী যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের পরিচালক (স্বাধীন) সালেহ আহমদ খসরু বলেন, সিলেটের পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ সংকটের সত্যতা আমি পেয়েছি। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় কোম্পানীর ১ম বোর্ড মিটিং সেই বিষয়টি উখাপন করেছি আমি।

 

তিনি বলেন, তেল সংকট নয়, মুলত পরিবহন ব্যবস্থার কারনে তেল সরবরাহে সংকট দেখা দিয়েছে।  চট্রগ্রাম থেকে সিলেটে তেল পরিবহন ওয়াগন ওয়াগন নির্ভর।  তেল সরবরাহে নিয়োজিত  ছিল ২৪টি ওয়াগন। কিন্তু আখউড়া থেকে সিলেটের রেলপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন মাত্র ১৬টি ওয়াগন তেল পরিবহন করছে তাও অনিরাপদ জেনে। এছাড়া সিলেটে স্থায়ী ডিপো নেই। ডিপো স্থাপনে কোন ব্যবস্থা নেয়নি জনস্বার্থে পতিত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার। তিনি বলেন, বর্ষা মৌসুমে নদী পথে কার্গো যােগে তেল পরিবহন সম্ভব হওয়ায় এসময় তেল সরবরাহ পর্যাপ্ত থাকে, সংকটও হয়না। কিন্তু শুষ্ক মৌসুমে নদীপথ শুকিয়ে যাওয়ায় ওয়াগনের বিকল্প কোন পথ খোলা না থাকায় তেল পরিবহনে দেখা দেয় স্থবিরতা। তিনি বলেন, সংকট মোকাবেলা জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেয়ার পাশাপাশি তেল সরবরাহ স্বাভাবিকে স্থায়ী সমাধানে কাজ শুরু করেছি আমরা।

 


সংশ্লিষ্ট সূত্র মতে,  সিলেটে জ্বালানি তেল আসে চট্টগ্রাম থেকে। ট্রেনে ওয়াগনে করে সিলেটে নিয়ে আসা হয় জ্বালানি। এরপর ডিপো থেকে সংগ্রহ করে পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের ব্যবসায়ীরা বাজারে বিক্রি করেন। কিন্তু যেখানে প্রতিদিন সিলেটে ১০ লাখ লিটার জ্বালানির দরকার, সেখানে দুইদিন পরপর দুই থেকে আড়াই লাখ লিটার তেল পান ব্যবসায়ীরা। ৪ বছর থেকে সিলেট ফিল্ডের কৈলাশটিলা থেকে তেল সরবরাহ বন্ধ। এই অবস্থায় সংকট কাটাতে সিলেটের ভৈরব ও আশুগঞ্জ থেকে তেল নিয়ে আসেন। এতে লাভ হচ্ছে না, উল্টো ভর্তুকি দিতে হচ্ছে।



সিলেট বিভাগ পেট্রল পাম্প অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, সিলেট বিভাগের ৪ জেলায় ১১৪টি পেট্রল পাম্প রয়েছে। এর মধ্যে সিলেট জেলা ও নগরীতে পাম্প আছে ৬০টি। এসব পাম্পে প্রতিদিন পেট্রল, অকটেন ও ডিজেলের চাহিদা ১০ লাখ লিটারেরও বেশি।



জানা গেছে, সবকটি পেট্রল পাম্পে চট্টগ্রাম থেকে জ্বালানি তেল সংগ্রহ করা হয়। সিলেটের তেল সরবরাহ ওয়াগন নির্ভর। তাই ওয়াগন সংকটের কারণে প্রায়ই এমন পরিস্থিতির মুখে পড়তে হয় পাম্পগুলোকে। সর্বোপরি সিলেটের গ্যাস ফিল্ডসমূহের খনি থেকে উত্তোলিত কনডেনসেট থেকে জ্বালানি তেল উৎপাদন ৪ বছর থেকে বন্ধ থাকায় এ সংকট হচ্ছে দিন দিন তীব্রতর। এদিকে, তেলের মান ভালো নয় জানিয়ে, গত ২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে সিলেটের গ্যাস ফিল্ডসমূহের খনি থেকে উত্তোলিত কনডেনসেট থেকে জ্বালানী তেল উৎপাদন বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে সিলেটের গ্যাসফিল্ড থেকে উৎপাদিত পেট্রোল, ডিজেল ও কেরোসিন ক্রয় বন্ধ করে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। সিলেট গ্যাস ফিল্ড থেকে গ্যাসের সাথে উত্তোলিত কনডেনসেট বিপিসি ক্রয় না করায় এসব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। বন্ধ হয়ে যায় গোলাপগঞ্জের আরপিজিসিএল ও এলপিজি প্লান্ট। এছাড়া, তেল উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় গোলাপগঞ্জ কৈলাশটিলা গ্যাস ফিল্ড থেকে উত্তোলিত অতি উচ্চ মানের এনজিএল (ন্যাচারাল গ্যাস লিকুইড) পুড়িয়ে ধ্বংস করা হয়।



জানা গেছে, দেশের বিভিন্ন গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন প্রায় ১০ হাজার ব্যারেল (১৫ লক্ষ ৯০ হাজার লিটার) কনডেনসেট উত্তোলিত হয়। এর মধ্যে শুধু সিলেট বিভাগের গ্যাস ফিল্ড গুলোতে থেকে উত্তোলিত হতো প্রায় সাড়ে ৯ হাজার ব্যারেল এবং বাকি ৫শ’ ব্যারেল উৎপাদিত হয় দেশের অন্য গ্যাস ক্ষেত্র গুলোতে। সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে ৭ হাজার ৭শ ৬১ ব্যারেল, সিলেটের জালালাবাদ গ্যাস ফিল্ড থেকে ১ হাজার ব্যারেল এবং সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন হরিপুর এবং কৈলাশটিলা গ্যাস ফিল্ড গোলাপগঞ্জ থেকে উৎপাদিত হয় ৭৩০ ব্যারেল কনডেনসেট।



জানা গেছে, সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাস ফিল্ডে প্রতিদিন ৩শ’ ব্যারেল কনডেনসেট থেকে জ্বালানী তেল উৎপাদন ক্ষমতার ফ্রাকশনেশন প্ল্যান্ট আছে। এছাড়া রশিদপুর গ্যাস ফিল্ডে ৩ হাজার ৮শ’ ব্যারেলের ফ্রাকশনেশন প্লান্টসহ প্রতিটি গ্যাস ফিন্ডে ছোট আকারের ফ্রাকশনেশন প্ল্যান্ট রয়েছে। অবশিষ্ট কনডেনসেট দেয়া হতো দেশের অন্যান্য স্থানের সরকারি ও বেসরকারি ফ্রাকশনেশন প্লান্টগুলোকে। ২০২১ সালে ৬ মাসেরও অধিক সময় থেকে বিপিসি তেল না নেয়ায় সিলেটসহ দেশের ১২টি ফ্রাকশনেশন প্ল্যান্টের উৎপাদন বন্ধ হয়ে যায় এবং সব কনডেনসেট দেয়া হয় বেসরকারি প্রতিষ্ঠানকে।



ব্যবসায়ীরা জানিয়েছেন, সিলেটে বিগত ৪ বছর ধরে জ্বালানি তেল সংকটের বিষয়টি তীব্র হচ্ছে। তারা জানিয়েছেন, আগে নিয়মিত তেল সরবাহ ছিল। ফলে সংকট হতো না। কিন্তু এখন নিয়মিত তেল আসে না। এ কারণে সংকট হচ্ছে।পেট্রোল পাম্প ব্যবসায়ীরা জানিয়েছেন, শীত মৌসুমে বোরো চাষের জন্য সেচের ব্যবস্থা রয়েছে। এতে বিপুল পরিমাণ ডিজেলের প্রয়োজন হয়। কিন্তু এই মৌসুমে সংকট দেখা দেয়ায় সেচে ব্যবহৃত জ্বালানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরাদের উদ্যোগে সিলেটের বাইরে আশুগঞ্জ ও শ্রীমঙ্গল থেকে তেল আনা হচ্ছে। এতে দাম বেশি পড়ছে। তবু সংকট কাটানো সম্ভব হচ্ছে না।



সিলেটের জ্বালানি তেল ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম থেকে রেলের ওয়াগনের মাধ্যমে সিলেটে তেল আসে। নানা কারণে রেলের ওয়াগন চলাচল অনিয়মিত হয়ে পড়া ও কোনো কোনো দিন বন্ধ থাকায় বর্তমানে সিলেটের অধিকাংশ পাম্প রয়েছে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। তবে সিলেটের গ্যাস ফিল্ডসমূহের খনি থেকে উত্তোলিত কনডেনসেট থেকে জ্বালানি তেল উৎপাদন বন্ধ না হলে এমন পরিস্থিতি কাটিয়ে উঠা যেতো বলে ব্যবসায়ীদের মতামত।  


বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ডিজেল সরবরাহ ওয়াগন নির্ভর হওয়ায় আমাদেরকে প্রায়ই এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। সর্বোপরি সিলেটের গ্যাস ফিল্ডসমূহের খনি থেকে উত্তোলিত কনডেনসেট থেকে জ্বালানি তেল উৎপাদন বন্ধ থাকায় এ সংকট কাটিয়ে উঠা যাচ্ছে না।



তিনি বলেন, রাষ্ট্রীয় ৩টি তেল বিপণন কোম্পানী পদ্মা, মেঘনা ও যমুনা। কোন কোম্পানী চাহিদামতো জ্বালানী তেল সরবরাহ করতে পারছেনা। যাদের চাহিদা বেশী সেসব পাম্প মালিকদেরকে ভৈরব থেকে জ্বালানি সরবরাহ করতে হচ্ছে। অথচ আমরা আগে সিলেটে বসেই চাহিদামতো তেল পেতাম। এখন অনিয়মিত ও চাহিদার তুলনায় সরবরাহ কমিয়ে দেয়ায়  বিপাকে পড়েছি আমরা।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

উত্তরা থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার
মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২
সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা
এস কে সুর পরিবারের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দও ফ্ল্যাট-জমি
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো
আরও
X

আরও পড়ুন

বাঙালি জাতিসত্ত্বার একটি প্রাথমিক স্তম্ভ একুশে : প্রধান বিচারপতি

বাঙালি জাতিসত্ত্বার একটি প্রাথমিক স্তম্ভ একুশে : প্রধান বিচারপতি

জাতীয় নাগরিক কমিটির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স উইং গঠন

জাতীয় নাগরিক কমিটির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স উইং গঠন

ছাত্ররাজনীতি নিয়ে যা বললেন ইশরাক

ছাত্ররাজনীতি নিয়ে যা বললেন ইশরাক

শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা নিবেদন

শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্রদ্ধা নিবেদন

তরুণদের নেতৃত্বে ছাত্র-জনতা গড়বে আগামীর বাংলাদেশ: সারজিস আলম

তরুণদের নেতৃত্বে ছাত্র-জনতা গড়বে আগামীর বাংলাদেশ: সারজিস আলম

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

নিরাপত্তা ইস্যুতে স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট

নিরাপত্তা ইস্যুতে স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট

তিন বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে সতর্কতা

তিন বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে সতর্কতা

গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ২২ লাশ,  নিহতের সংখ্যা বেড়েই চলেছে

গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ২২ লাশ, নিহতের সংখ্যা বেড়েই চলেছে

থাইল্যান্ডে আন্তর্জাতিক বক্সিংয়ে ইভেন্টে বিজয়ের হাসি সুরো-উৎসবের

থাইল্যান্ডে আন্তর্জাতিক বক্সিংয়ে ইভেন্টে বিজয়ের হাসি সুরো-উৎসবের

মানুষ অবিলম্বে ভোট দেবার জনআকাক্সক্ষা প্রতিফলন দেখতে চায় : ড. মঈন খান

মানুষ অবিলম্বে ভোট দেবার জনআকাক্সক্ষা প্রতিফলন দেখতে চায় : ড. মঈন খান

উত্তরা থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

উত্তরা থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা

সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা

এস কে সুর পরিবারের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দও ফ্ল্যাট-জমি

এস কে সুর পরিবারের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দও ফ্ল্যাট-জমি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো

সাবেক এমপি সরওয়ার দম্পতি ও চৌধুরী নাফিজ সরাফতের দুই সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক এমপি সরওয়ার দম্পতি ও চৌধুরী নাফিজ সরাফতের দুই সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চৌধুরী মামুনকে জিজ্ঞাসাবাদ ২৩ ফেব্রুয়ারি

চৌধুরী মামুনকে জিজ্ঞাসাবাদ ২৩ ফেব্রুয়ারি

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি ছানোয়ারসহ ৩ জন

বন্দরে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিকারী আমিত দাস নৌবাহিনীর হেফাজতে

বন্দরে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিকারী আমিত দাস নৌবাহিনীর হেফাজতে