মতলবের মেঘনায় মরা মাছ ভেসে ওঠার ঘটনায় তদন্ত কমিটি গঠন। উচ্চ পর্যায়ের তদন্ত টিমের পরিদর্শন
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বিশ কিলোমিটার এলাকা অক্সিজেন সংকটের কারণে মরছে দেশীয় প্রজাতির বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী। মরা মাছ ভেসে ওঠার ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সড়জমিনে আসলেন পরিবেশ অধিদপ্তর ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত টিম। বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দুপুরে তদন্ত কমিটি মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত পরিদর্শন করেন।
২৭জানুয়ারি এ বিষয়ে বিভিন্ন মিডিয়া সংবাদ প্রকাশের পর ৮সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটির গঠন করা হয়।
তদন্ত কমিটিতে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো. সোহরাব আলী কে প্রধান করে এবং মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আলমগীর কবিরসহ ৮ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দুপুরে তদন্ত কমিটি মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত পরিদর্শন করেন। এসময় তারা ষাটনল, ষাটনল বাবু বাজার, মোহনপুর ও এখলাছপুর এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষার পর চূড়ান্ত পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবরেটরিতে নিয়ে যান।
এ সময় তদন্ত কমিটির প্রধান পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ সোহরাব আলীর সঙ্গে কথা হলে তিনি জানান, পুরো এলাকাটা আমরা ঘুরে দেখলাম। মেঘনা নদীর তীরবর্তী চারটি স্পট থেকে পানির নমুনাও সংগ্রহ করেছি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। ল্যাবরেটরিতে পরীক্ষার পর রিপোর্ট পেতে পাঁচ দিন সময় লাগবে। তারপর আমরা মেঘনার এ অঞ্চলের মাছ মরে যাওয়ার প্রকৃত কারণ নিশ্চিত করতে পারব।
গত কয়েক বছর যাবতই এ অঞ্চলে এভাবে মাছ মরে যাওয়ার কারণ কি হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানকার নদীর পানির অক্সিজেনের প্রকৃত অবস্থা, কাছাকাছি অঞ্চলে শিল্প কারখানার বর্জ্য সহ বিভিন্ন বিষয়েই আমাদের মাথায় আছে। তবে পরীক্ষার রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত আমরা কিছু বলতে চাচ্ছি না।
এদিকে মেঘনা পাড়ের ষটনল মালোপাড়া, বাবু বাজার, ছটাকী, দশীনী, মোহনপুর, হাশিমপুর, এখলাছপুর ও জহিরাবাদ এলাকার নদীর পাড়ের বেশ কয়েকজন জেলের সঙ্গে কথা হলে তারা জানায়, গত ২৪/২৫ দিন ধরেই ভাটার সময় মেঘনা নদীর পাড়ে চেউয়া, পুঁটি, চিংড়ি, পাঙাশ, আইর, কাচকি, বেলেসহ বিভিন্ন জাতের মরা মাছ। মাছ ছাড়া সেলেং, ব্যাঙ, কুঁচিয়া, সাপসহ নানা জলজ প্রাণীও মরে ভেসে উঠছে।
সম্প্রতি মাছ ও জলজ প্রাণী মারা যাওয়ার খবর পেয়ে নদীর পানির মান পরীক্ষা করছে মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। ফলাফলে দেখা গেছে, মেঘনার পানিতে পিএইচ–এর পরিমাণ কমে এখন ৬ থেকে সাড়ে ৬ পিপিএম–এ দাঁড়িয়েছে। এর স্বাভাবিক পরিমাণ বা নরমাল ভ্যালু সাড়ে ৭ থেকে ৯ পিপিএম। পানিতে অ্যামোনিয়ার স্বাভাবিক পরিমাণ থাকে শূন্য দশমিক ১ পিপিএম। মেঘনার পানিতে সেটি বেড়ে এখন শূন্য দশমিক ২ পিপিএম বা ততোধিক। পানিতে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ থাকে ৫ থেকে সাড়ে ৫ পিপিএম। অতিরিক্ত দূষণের ফলে মেঘনার পানিতে অক্সিজেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১ থেকে দেড় পিপিএম–এ। এ কারণে ব্যাপক হারে মাছ মরে যাচ্ছে।
মেঘনা অঞ্চলের জেলে মহাবীর বর্মণ বলেন, গত২৪/২৫দিন ধইরা নদীর পাড়ে মাছ মরার কারণে আমরা মাছ ধরতে যাইতে পারিনা। ২/৪জন জাল লইয়া নদীতে মাছ ধরতে গেলেও কোন মাছ জালে অহেনা।
মেঘনাঞ্চলের জেলে প্রতিনিধি ইমাম হোসেন জানান গত ২২/২৩দিন ধরে জেলেরা নদীতে মাছ ধরতে যায় না।যারা যায় মাছ পায়না। জেলে খুব কস্টে দিন কাটছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার বলেন, নদীর পানিতে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় এবং পিএইচ ও অক্সিজেনের হার কমে যাওয়ায় ব্যাপক হারে মাছ মরছে বলে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার কারখানার বিষাক্ত বর্জ্য মিশে মেঘনার মিঠাপানিও দূষিত হয়ে উঠেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

উখিয়ায় হাটবাজারের ইজারা মূল্য দশবছরে বেড়েছে দু’হাজার গুনের বেশি-যেন তা সাধারণ মানুষের কাঁটা গায়ে নুনের ছিটা

ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

লেভারকুসেনকে থামিয়ে শেষ আটের পথে বায়ার্ন

কার বাহুডোরে মাথা রাখলেন পরীমণি?

মহেশপুর সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহিন যুবক নিহত

ইবি প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই পদের রদবদল

ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা 'এমভি মা বাবার দোয়া' এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

যুক্তরাষ্ট্র যা চায় তা যদি যুদ্ধ হয়, প্রস্তুত চীন

বগুড়ায় বাড়ির ছাদে মোবাইলে কথা বলতে গিয়ে অসাবধানতার খেসারত

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শহীদ, সাধারণ সম্পাদক রতন

পিএসজির ২৭ প্রচেষ্টা ব্যর্থ করে ২ শটেই লিভারপুলের বাজিমাত

দাউদকান্দিতে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

বেনফিকার মাঠে ১০ জনের বার্সার দুর্দান্ত জয়

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

ঈদে প্রেক্ষাগৃহে আসছে 'ব্যাচেলর ইন ট্রিপ'

হামাসকে কঠোর বার্তা দিলেন ইসরায়েলের নতুন সামরিকপ্রধান

অর্থপাচার মামলায় আপিলে খালাস পেলেন তারেক ও মামুন

সালথায় পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা, স্বপ্ন বুনছে কৃষক

ছয়টি ট্রলারসহ ৫৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

গাবতলীতে আগুনে পুড়লো বস্তির দেড়শো ঘর, দুটি বাস