পাকুন্দিয়ায় হিমাগারগুলোতে জায়গা সংকট,আলু নিয়ে চরম বিপাকে চাষিরা
১৭ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৫, ১২:৪৯ পিএম

লক্ষ্যমাত্রার তুলনায় জমিতে আলুর উৎপাদন বেশি হওয়ায় এবার হিমাগারে সেই আলু সংরক্ষণ নিয়ে নানা বিড়ম্বনায় পড়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আলু চাষি ও ব্যবসায়ীরা।
তাঁদের অভিযোগ, হিমাগারগুলোতে আলু রাখার মতো পর্যাপ্ত জায়গা না থাকার অজুহাত দেখিয়ে আলু নেওয়া বন্ধ করে দিয়েছে হিমাগার কর্তৃপক্ষ। ফলে হিমাগারগুলোর গেইটের সামনে ট্রাক ভর্তি আলু নিয়ে তাঁদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। আবার অনেক কৃষক আলু সংরক্ষণের জন্য ¯ স্লিপ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। অথচ রাতের বেলায় ব্যবসায়ীদের ট্রাক ট্রাক আলু ঢুকানো হচ্ছে হিমাগারগুলোতে।
তবে হিমাগার কর্তৃপক্ষের দাবি, ধারণ ক্ষমতা শেষ হয়ে যাওয়ায় তাঁরা হিমাগারে আলু নেওয়া বন্ধ করে দিয়েছে। এরপরও ভিড় করছেন কৃষক ও ব্যবসায়ীরা। বাজারে আলুর দাম কম থাকায় এবার কৃষকরা বীজ আলুর পাশাপাশি ব্যবহারযোগ্য আলু সংরক্ষণে ঝুঁকে পড়েছেন। ফলে আলু সংরক্ষণে হিমাগারে চাপ বেড়েছে। যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাকুন্দিয়ার হিমাগারগুলো ঘুরে দেখা গেছে, হিমাগারগুলোর প্রধান ফটক বন্ধ। প্রধান ফটকের সামনের পাকা সড়কের ওপর শতাধিক ট্রাক, ট্রলি ও ভ্যানগাড়িতে আলু নিয়ে অপেক্ষা করছেন কৃষক ও ব্যবসায়ীরা। চৈত্রের খরতাপে বস্তা ভর্তি আলু নষ্ট হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন কৃষক ও ব্যবসায়ীরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, এ উপজেলায় পূর্বাচল কোল্ড স্টোরেজ ও এগারসিন্দুর কোল্ড স্টোরেজ নামে দুটি হিমাগার রয়েছে। এ দুটি হিমাগারে আলু সংরক্ষণ ক্ষমতা ১৩ হাজার ৯০০ মেট্রিক টন। অপরদিকে গত বছরের চেয়ে এ বছর উপজেলায় অতিরিক্ত ৪০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আলু উৎপাদন হয়েছে ৩৫ হাজার মেট্রিক টন। ফলে বাড়তি এ আলুর কারনে হিমাগারে চাপ পড়েছে।
পাকুন্দিয়া পৌর সদরের কৃষক মো. তওহিদুল ইসলাম, মোছলেহ উদ্দীন, দেলোয়ার হোসেনসহ কয়েকজন বলেন, হিমাগারে আলু রাখার জন্য আমরা তিন-চারদিন ধরে ঘুরছি। কিন্তু হিমাগারগুলোতে আলু রাখা সম্ভব হয়নি। হিমাগারের গেইটের সামনে ট্রাক, ট্রলি ও ভ্যানগাড়িতে করে শত শত বস্তা আলু নিয়ে আমাদের মতো কৃষক ও ব্যবসায়ীরা অপেক্ষা করছেন। কিন্তু গেইট খোলা হচ্ছে না। কখন নেওয়া হবে তাও জানিনা। ম্যানেজারের মোবাইল ফোনও বন্ধ। তবে এটাও শুনেছি রাতের বেলায় ব্যবসায়ীদের আলু ঢুকানো হচ্ছে।
পূর্বাচল কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. জিল্লুর রহমান এ বিষয়ে বলেন, হিমাগারের ধারন ক্ষমতা অনুযায়ী ৩০% ব্যবসায়ীর জন্য রেখে বাকী ৭০% আলু চাষিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যারা আগে এসে ¯ স্লিপ নিয়েছেন তারাই কেবল আলু সংরক্ষণের সুযোগ পেয়েছেন। এখন যেসব আলু চাষি ¯ স্লিপ সংগ্রহ না করে অভিযোগ করছেন তা সঠিক নয়। আমাদের ধারন ক্ষমতার চেয়ে বেশি নেওয়া তো আর সম্ভব নয়।
এগারসিন্দুর কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. আলতাফ হোসেন বলেন, প্রত্যেক আলু চাষির জন্য ২০ থেকে ৩০ বস্তা করে ¯ স্লিপ বুকিং দিয়েছি। আমরা আগাম ¯ স্লিপ দেইনি। যে আগে আসবে, সে-ই আলু সংরক্ষণের সুযোগ পাবে। এই নিয়মে আমরা ¯ স্লিপ বিতরণ করছি। এখন আমাদের ধারণ ক্ষমতা অনুযায়ী ¯ স্লিপ বিতরণ শেষ হয়ে গেছে। এবার আলু উৎপাদন বেশি হওয়ায়, কৃষকের চাপ বেশি। যা সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম বলেন, গত বছরের চেয়ে এ বছর উপজেলায় প্রায় দেড়গুন আলু উৎপাদন বেশি হয়েছে। ফলে হিমাগারগুলোতে চাপ বেড়েছে। তারপরও সব কৃষক যাতে করে কমপক্ষে বীজ হিসেবে আলু সংরক্ষণ করতে পারেন সে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

বিজিবির প্রতিবাদে পিছু হটলো বিএসএফ

শাহরাস্তিতে প্রবাসীর বাড়ির ছাদে যুবককে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা

কোর্টের আদেশ অমান্য করে ট্রাম্পের চরম মানবাধিকার লঙ্ঘন!

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের বক্তব্যের কোনো ভিত্তি নেই : প্রেস উইং

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১৩১ জনের বেশি

জবি শিক্ষার্থীকে যৌন হয়রানি, ১০ বাস আটক

জুলাই আন্দোলনে হামলার ঘটনায় জাবির ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার

লামায় জাল সনদ দিয়ে চাকুরী করছে প্রাথমিকের ৫ শিক্ষক, সরকারি টাকা আত্মসাৎ

সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুরটি কামড়ালো বৃদ্ধ, শিশুসহ ছয়জনকে

তাহাজ্জুদ নামাজের পর বেতের পড়তে গিয়ে তাহাজ্জুদ বেতের দু’টোই মিস হয়ে যাওয়া প্রসঙ্গে।

গুলিস্তানে মার্কেট দখল করতে গিয়ে গ্রেফতার

জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে আসছে রাশিয়ার কুর্স্ক আক্রমণে ভরাডুবি কিয়েভের

ঢাকায় মার্কিন সিনেটর চার্লস পিটার্স

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের স্থায়িত্ব নির্ভর করে বিচার বিভাগের ওপর

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ আজ?

ড. ইউনূস এর মতো সরকার প্রধান পাওয়া ভাগ্যের ব্যাপার :জামায়াত নেতা ড. ইকবাল

ময়মনসিংহ প্রেসক্লাবের কমিটি কেনো অবৈধ ঘোষণা করা হবে না

কৃষি জমির মাটি কেটে নেওয়ার অপরাধে দুই ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৫০ টাকা জরিমানা

প্রেষনে বিমান বাহিনী থেকে লোকবল নিয়োগ বাতিল সহ ৪ দফা দাবীতে সিলেটে বেবিচক কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ