কালিয়াকৈরে-চন্দ্রা মহাসড়কে যানবাহনের চলাচল ধীরগতি
২৮ মার্চ ২০২৫, ০২:৩৩ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০২:৩৩ পিএম

ইতোমধ্যে শুরু হয়ে গেছে লক্ষাধিক ঘরমুখী মানুষের ঈদযাত্রা। ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। আজ শুক্রবার সকাল থেকে এই মহাসড়কের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। কিছু কিছু পয়েন্টে রয়েছে যানবাহনের ধীরগতি।
ঘুরে দেখা গেছে, মহাসড়কের চন্দ্রা, ভোগড়া বাইপাস মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। যাদের আগে ছুটি হয়েছে, তাঁরা গতকাল বৃহস্পতিবার রাত থেকেই গ্রামের বাড়ির পথে ছুটতে শুরু করেছেন। আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে সেই চাপ আরও বেড়েছে। এতে ঢাকা-গাজীপুরের চন্দ্রা ও নবীনগর-চন্দ্রা সড়কে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে।
যাত্রীদের অভিযোগ,মহাসড়কের আশে পাশে যত্রতত্র মালামাল ফেলে রাখা, যেখানে সেখানে পার্কিং, অব্যবস্থাপনার কারণে যান চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে সহস্রাধিক অটোরিক্সা উল্টো পথে চালানোর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে যেখানে -সেখানে যাত্রী ওঠানামার কারণে সকাল থেকেই যানবাহনের ব্যাপক চাপ ছিল।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, চন্দ্রা ত্রিমোড়ে যাত্রীবাহী বাসগুলো ইচ্ছেমতো থামিয়ে যাত্রী ওঠানোর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে পেছনের গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না।
পরিবহনমালিক ও শিল্পকারখানা সূত্রে জানা গেছে, কিছু কারখানায় এরই মধ্যে ঈদের ছুটি হয়ে গেছে। আগামীকাল থেকে পর্যায়ক্রমে সব শিল্পকারখানায় ছুটি শুরু হবে। ফলে আগামীকাল থেকেই দুই মহাসড়কে যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার পোশাক কারখানার শ্রমিক সালাম বলেন, আমাদের কারখানার ছুটি হবে আরও একদিন পর। তখন বাসে প্রচণ্ড ভিড় হবে। তাই স্ত্রী ও দুই সন্তানকে আগেভাগে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এখনই বাস পেতে সমস্যা হচ্ছে। ভাড়াও আগের চেয়ে বেশি নিচ্ছে।
নাওজোর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন বলেন, যানজট প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ কিছুটা যাত্রীর চাপ বেড়েছে। আগামীকাল বিকেল থেকে যাত্রীর চাপ আরও বাড়বে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বপালন করছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

সুন্দরগঞ্জে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব

নেতাদের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

ঈদের দিনেও রক্তাক্ত পাকিস্তান, একাধিক সংঘর্ষে নিহত ৬

কেমন ছিল অটোমানদের ঈদ উৎসব?

ইবি ক্যাম্পাসে ঈদ-উল-ফিতর উদযাপিত

হাসপাতালে ঈদ কাটানো রোগীদের পাশে বিএনপি নেতৃবৃন্দ

ঈদের ২য় দিনেও চলবে ডিএনসিসির ঈদমেলা

ঈদে ভক্তদের কি বার্তা দিলেন চার খান?

খেলাধূলার কোন বিকল্প নেই : বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা

ঝিনাইদহের শৈলকূপায় ঈদ আনন্দ র্যালি অনুষ্ঠিত

ঈদের জামাতে আসিফ কেন আলাদা কাতারে দাঁড়িয়েছিলেন, জানা গেল কারণ

ঈদুল ফিতরে ড. ইউনূসকে মোদির বার্তা

কিশোর গ্যাংয়ের হামলায় হাফেজ ফারুকের ঈদ পরিণত হল বিষাদে!

শহীদ তামীম ও শহীদ সিফাতের পরিবারের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

জাতীয় সংসদ নির্বাচনই দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে : সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি : আমিনুল হক

১৭ বছর পরে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন সরকারপ্রধান

মিয়ানমারে ভূমিকম্পে নিহতদের স্মরণে ৭ দিনের জাতীয় শোক

এপ্রিলেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

ঈদে বিভিন্ন সেনা ক্যাম্প ও সিএমএইচ পরিদর্শন সেনাপ্রধানের