৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় ফ্যাসিবাদমুক্ত করা হয়েছিল সীতাকুণ্ড প্রেস ক্লাবও। অতীতে এ প্রেস ক্লাব থেকে আওয়ামী লীগের পদধারী নেতারা সংগঠনটির দায়িত্ব কুক্ষিগত করে সিন্ডিকেট সাংবাদিকতার দৌরাত্মে সীতাকুণ্ড জুড়ে বিভিন্ন সময় ব্যাপক চাঁদাবাজি ও মাসোয়ারা আদায়ে লিপ্ত ছিল।
কিন্তু এবারই সংগঠনটি নজিরবিহীনভাবে সদস্যদের স্ব-উদ্যোগে বিপুল সংখ্যক লোকের ইফতার আয়োজন করে। সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ইফতার অনুষ্ঠানটি গণ ইফতারে রূপ নেয়। বৈষম্য ভেদাভেদ ভুলে একই কাতারে ধনী-গরীবের এমন মিলনমেলা সীতাকুণ্ডের জনমানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল চারটায় সীতাকুণ্ড পৌরসভাস্থ প্রেস ক্লাবের নিজস্ব মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সাবেক সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি আবু তাহের, উপজেলা জামায়াতের শূরা সদস্য ও যুবাইদিয়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির।
গণ ইফতারের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য প্রফেসর নাজিমুজ্জামান রাশেদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন সোনার বাংলার সাংবাদিক আবুল হোসাইন ও সংবাদ পাঠক নাজমুল হুদা মোহাম্মদ আজম।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিএসসি, শুভেচ্ছা বক্তব্য রাখেন কলামিষ্ট জামশেদ উদ্দিন। প্রেস ক্লাবের সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান ও সদস্য এম কে মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইলিয়াছ হোসেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা চৌধুরী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা কেফায়েত উল্লাহ, আবু সিদ্দিক বাল্লা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক জামশেদ উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাংগঠনিক ওমর ফারুক সোহেল, জামান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাজী নূর জামান, বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল হাসান মিল্কী, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য ফয়েজ উল্লাহ, বাড়বকুণ্ড ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, বাড়বকুণ্ড ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বশির হোসেন, পৌরসভা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, ১ ইউনিয়ন সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার জসিম উদ্দিন, বিএনপি নেতা মফিজুর রহমান ওয়াহিদী, নুর সোলেমান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোবারক আলী জামশেদ।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী রবিউল ইসলাম, মো. শাহাবুদ্দিনসহ পৌরসভার একটি প্রতিনিধি দল অংশ নেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্য হাকিম মোল্লা, দেলোয়ার হোসেন ভূঁইয়্যা, ফারহান সিদ্দিক। এতে আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সদস্য কামরুজ্জামান কামরুল, ইলিয়াছ ভূঁইয়া, শাহাদাত হোসেন, আশরাফ উদ্দিন, আব্দুল মামুন, সেলিম উদ্দিন প্রমুখ।
গণ ইফতার ও দোয়া মাহফিলে শ্রমজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, কবি, সরকারি কর্মকর্তা, চাকুরীজীবি, অসহায়, দু:স্থ পুরুষ, নারী, শিশুসহ সাড়ে চার শতাধিক মানুষ অংশ নেন।