গাজীপুরে সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার চালকের মৃত্যু
০২ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১২:২১ পিএম

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় রেজাউল ইসলাম নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। বুধবার(২ এপ্রিল) সকালের দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এরআগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের মক্কা মদিনা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম (৩০) ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলায় ঘোষগাঁও গ্রামের মৃত ঈমান আলীর ছেলে। তিনি বর্তমানে শ্রীপুরের ২নং সিএনবি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে প্রাইভেটকার চালাতেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় রেজাউল করিম বলেন,'আনুমানিক ১ বছর ধরে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারির প্রাইভেটকার চালাতেন রেজাউল করিম। গত রাতে বেপারির পরিবারের সদস্যদের ঢাকা থেকে বাড়িতে পৌঁছে দিয়ে প্রাইভেটকার পার্কিং করে নিজ বাড়িতে রওয়ানা দেন রেজাউল। হেঁটে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের মক্কা মদিনা নামক স্থানে পৌঁছাতেই দ্রুত গতির অটোরিকশা ধাক্কা দেয় তাকে। এসময় সড়কে ছিটকে পড়ে আহত হন রেজাউল।
পরে অটোরিকশা চালক তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে বুধবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রেজাউল করিম। পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি বলেন,' অত্যন্ত ভদ্র ও শান্তশিষ্ট ছিলেন রেজাউল করিম। সে শুধু আমার গাড়ি চালকই নয় আমার পরিবারের সদস্য হিসেবেই থাকতেন। গতকালও হাসিখুশি হয়ে আমার পরিবারের কাছ থেকে ঈদের ছালামি নিয়েছেন। পরে রাতে সড়ক দুর্ঘটনায় আহত হলেও ভোরে আমরা জানতে পারি। জানার সঙ্গে সঙ্গেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নেওয়ার চেষ্টা করি। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। আমার পরিবার শোকাভিভূত।' উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: বিজন মালাকারের সুত্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন,'রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতনামা একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি সন্দেহ জনক অজানা বিষক্রিয়ায় আক্রান্ত ছিলেন। তাঁর শরীরে কোনো আঘাত ছিলো না।
তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছিল। ভোর রাতে ফেসবুকের কল্যানে পরিচয় জানার পর তাঁর পরিবারের লোকজন হাসপাতালে আসে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি রাতেই থানায় অবগত করা হয়।' শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল যায়যায়দিনকে বলেন,' অটোরিকশা চাপায় মারা যাওয়ার বিষয়টি কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো। এছাড়াও নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

ইহুদিবিরোধী পোস্ট দিলেই যুক্তরাষ্ট্রের ভিসা, গ্রিনকার্ড আবেদন বাতিল

সদরপুরে জাটকা রক্ষার অভিযানে ৪০০ মিটার অবৈধ বাঁশের বাঁধ উচ্ছেদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

প্রধান উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সিইও’র সাক্ষাৎ

ড. ইউনূসের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প

চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড