সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতা গ্রেফতার
০৩ এপ্রিল ২০২৫, ১২:১৯ পিএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ১২:১৯ পিএম

এক দিনে, প্রায় একই সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৪ নেতার বাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে সিলেটে। বিজ্ঞজনেরা বলছেন, সম্প্রতির রাজনীতি সিলেটের অতীত ঐতিহ্য , কিন্তু ঐতিহ্যে পেরেক ঢুকিয়ে দেয়া হয় জুলাই আগস্ট আন্দোলনে। সিলেট আওয়ামীলীগের নিয়ন্ত্রকরাই অত্যাধুনিক অস্ত্র নিয়ে প্রকাশ্য হামলা চালায় নিরীহ ছাত্র-জনতার উপর।
সেই সাথে তাদের কলকাটিতে বেপরোয়া হয়ে উঠে দায়িত্বরত পুলিশও। পুলিশের গুলিতে প্রাণ হারাতে হয় সাংবাদিক তুরাবকে। রাজনীতির এমন নির্মমতা অতীত ইতিহাসে সিলেটে ঘটেনি। এরপর থেকে সিলেটের রাজনীতি অন্য গ্লামারে চলে গেছে, ক্ষোভের অনল বইছে আ'লীগের সেই কর্তৃত্ববাদী জালিম নেতাদের ঘিরে।
সেই নেতাদের অন্যতম ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও শেখ রেহানার একান্তভাজন আনোয়ারুজ্জামান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের আরেক নেতা হাবিবুর রহমান হাবিব। এই তিন নেতাই সমসাময়িক ও পরস্পর বন্ধু।
তারা নিজ দলেও গড়ে কর্তৃত্ববাদ।
তাদের ৩ জনের যৌথ প্রযোজনায় সিলেট আওয়ামীলীগে আধিপত্য গড়ে তুলায় দলের প্রবীন ও ত্যাগী নেতারা হয়ে পড়েন কোনঠাসা। এমনকি ২০২৩ সালের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে যুক্তরাজ্য থেকে উড়ে এসে দলের বাঘা বাঘা সম্ভাব্য প্রার্থীদের ঠেলে নিজেই সিসিকে মেয়র প্রার্থী হন আনোরুজ্জামান চৌধুরী। তাকে কোনভাবে আটকাতে পারেনি দলের তৃণমুল ও নিবেদিত নেতাকর্মীরা। ওই সময় আনোয়ারুজ্জামানের সাথে আষ্টেপৃষ্টে সক্রিয় ছিলেন তার দুই বন্ধু নাদেল ও হাবিব। একতরফা নির্বাচনে মেয়র পদে প্রশাসনিক ক্যারিশমায় বিজয়ী হন আনোয়ারুজ্জামান চৌধুরী। এর পর ওই তিন বন্ধুর কবজায় চলে যায় সিলেট তথা বিভাগের আওয়ামীলীগ। পরবর্তীতে জাতীয় নিবার্চনে আনোয়ারুজ্জামানের ছকে এমপি পদে টিকেট নিশ্চিত করেন নাদেল ও হাবিব। ডামি নির্বাচনে ওই দুই জনের মতো আরও কয়েক প্রার্থীকে টিকিট বাগিয়ে দেন আনোয়ার। নির্বাচনে দলের শক্তিশালী ডামী প্রার্থীদের কারচুপি ও প্রশাসনিক প্রভাবে দমিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী তার দুই বন্ধু সহ নিজের মাই ম্যানদের এমপি হিসেবে সংসদে পাঠান তিনি। এরপর থেকেই একচ্ছত্র অধিপতি হয়ে যান আনোয়ারুজ্জামানের নেতৃত্ব তার এমপি বন্ধুরা। কারন ওই নির্বাচনে শেখ হাসিনা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ঘোষনা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার আহ্বান জানান।
সেই বিশ্বাসে দলের ডামি প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়ে চরমভাবে বেইজ্জতির শিকার হন। শেখ হাসিনার সেই আশ্বাস, প্রতিশ্রুতি আনোয়ারুজ্জামানের কাছে ছিল নস্যি। এরপর থেকে আনোয়ারুজ্জামানের ;দৌড়ে চোখ রাখার সাহস করতে পারেনি নিজ দলের স্থানীয় নেতারা। বিরোধী দলের হিসেব তো বহুদুর। অবশেষে জুলাই আগষ্ট বিপ্লবে রাজনীতিক মারপ্যাচের বদলে অস্ত্র শক্তিতে বিরোধী রাজনীতিকদের উপর লেলিয়ে দেন তার অনুসারীদের। সেই দৃশ্য এখনও ভূলেনি জুলাই বিপ্লবীরা। আনোয়ারুজ্জামানের নাম শুনলেও গায়ে আগুণ লেগে যায় তাদের। তারপরও ধের্য ধরে, পথ চলছিল তারা। কিন্তু বুধবার (২ মার্চ) নগরীর ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা। ১৫/২০ জনের একটি দল সিলেট মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে। ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তাঁর নামে স্লোগান দিতেও শোনা যায়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে। এর আগে গত ২৪ মার্চ ভোর বেলা নগরীর নাইরপুলে মিছিল করে ছাত্রলীগ। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়।
অপরদিকে, উসকানীমুলক মিছিলের ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা করেছে ক্ষুব্ধ জনতা। হামলাকারীরা তাদের বাসার বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেছেন বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, নগরীর হাউজিং এস্টেট এলাকাস্থ শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে এসে ঢুকে পড়ে। এসময় বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাংচুর করে তারা।
এদিকে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা বাসার আসবাবপত্র ভাংচুর করে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরীর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা চালিয়েছে।
তাছাড়া, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলরের বাসায় হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় ৭ ও ৩২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাসায় এই হামলার ঘটনা ঘটে। নগরীর মেজরটিলা এলাকায় অবস্থিত ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের বাসায় বাসায় হামলা চালানো হয়। সন্ধ্যা সাতটার দিকে রুহেলের বাসায় হামলার সময় তাঁর মা ও বোন বাসায় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে, একই সময়ে ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায়ও হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলার খবর পেয়েছি। তবে কে বা কারা হামলা করেছে তা এখনো জানা যায়নি। শাহপরান থানার অফিসার ইনচার্জ ওসি, তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, সাবেক কাউন্সিলর রুহেল আহমদের বাসায় হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

মেসির গোলেও জয়হীন মায়ামি

ইসরায়েলে আঘাত হেনেছে গাজা থেকে ছোড়া একাধিক রকেট

৫ বছর পর গোলহীন ম্যানচেস্টার ডার্বি

মার্কিন শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব ভিয়েতনামের : ট্রাম্পের জন্য কি তা যথেষ্ট হবে?

প্রতারণার দায়ে ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

‘শূন্য শুল্ক পরিস্থিতি’ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের ‘মুক্ত বাণিজ্য অঞ্চলের’ পক্ষে ইলন মাস্ক

মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল :স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ : বেশ ক’জন গ্রেফতার

মিয়ানমারের ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৪৫৫ ইউএসএআইডির তিন কর্মী বরখাস্ত

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে আসিফ নজরুলের উদ্বেগ

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে : সিইসি

আওয়ামী লীগপন্থী ৭২ আইনজীবী কারাগারে, ১১ জনের জামিন

বাঁশখালীতে বিষ দিয়ে বোনের ধান ক্ষেত জ্বালিয়ে দিলো ভাই

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায় -কাদের গণি

কুষ্টিয়ায় ধর্ষণের শিকার সেই শিশুর ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি -প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

আসামিদের ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও

টাকার লোভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে কিছু রাজনৈতিক দল -নজরুল ইসলাম খান

গফরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল