তাঁতে বুননে পাবনার লুঙ্গির খ্যাতি দেশে বিদেশে
০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫১ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৫১ এএম

কোম্পানি আমল থেকেই পাবনার তাঁতে বোনা লুঙ্গির খ্যাতি রয়েছে। অনন্য রঙ সুতা ও টেকসই বুননের কারণে বিদেশেও রপ্তানি হচ্ছে এই লুঙ্গি। মধ্যপ্রাচ্যসহ প্রায় ২৫ টি দেশে রপ্তানি হচ্ছে পাবনার লুঙ্গি।পাবনা সদরের দোগাছি, সাদুল্লাপুর সহ অনেক এলাকায় মেটে তাঁত ব্যবহার করে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী চাচকিয়া লুঙ্গি ।চাচকিয়া লুঙ্গি ব্যাপকভাবে বিখ্যাত হয়ে উঠেছে।দিন-রাত পরিশ্রম করে এই লুঙ্গি তৈরি করেন তাঁতিরা।পাবনা তাঁত বোর্ডের পরিসংখ্যান অনুসারে, জেলায় ৬৪ হাজার তাঁত রয়েছে। এর মধ্যে বিদ্যুৎচালিত ও আধুনিক প্রযুক্তির তাঁতও রয়েছে। এই শিল্পের সঙ্গে প্রায় ৩ লাখ মানুষের জীবিকা জড়িত। অনেক বাংলাদেশি কাজের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন প্রবাসে। তাদের চাহিদা প‚রণ করতেই মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, ওমান, বাহারাইন, দুবাই, ইরাক, কুয়েত, লিবিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, ইংল্যান্ড,ভারত যুক্তরাষ্ট্রসহ প্রায় ২৫ দেশেই রফতানি হয় পাবনার লুঙ্গি।
এসব দেশে বসবাসকারী বাংলাদেশীরাই ম‚লত এ লুঙ্গির ক্রেতা। তাঁতিরা জানান, একসময় নামে বেনামে বিক্রি হওয়া লুঙ্গি এখন পরিচিতি পাচ্ছে নিজস্ব ব্র্যান্ডে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাবনার লুঙ্গির বিজ্ঞাপন দিয়ে ব্যবসায়ীরা আকৃষ্ট করছেন দেশি বিদেশী ক্রেতাদের ।ব্যবসায়ীরা বলছেন,লুঙ্গির বাড়তি মাড় ও কেমিকেল ব্যবহার না করার কারণে এসব লুঙ্গি কাপড়ের মান অক্ষুন্ন, সাইজে বড়, আরামদায়ক, ধোয়ার পর সাইজে কমে যায় না। লুঙ্গির রঙ অনেক বেশী অভিজাত হয়, লুঙ্গির সুতাগুলো ভালোভাবে পেটানো হয়।পাবনা শহরে বেশিরভাগ লুঙ্গির দোকান বড়বাজার এলাকার। এখানে ২০টির বেশী বড় দোকান রয়েছে।৫ শত থেকে ৬ শত টাকা দামের চাচকিয়ার লুঙ্গি বিক্রি হয় এসব দোকানগুলোতে।উত্তরাঞ্চলের বৃহত্তম পাইকারি লুঙ্গি বাজার পাবনার আতাইকুলায় ।যেখানে প্রতিটি বাজারের দিনে কয়েক কোটি টাকার লুঙ্গি কেনা বেচা হয়। সরেজমিনে দেখা যায়, পাবনা সদর উপজেলার তাঁত গ্রামে কারখানায় পুরুষদের পাশাপাশি নারীরাও পোশাক বুননে ব্যস্ত।
লোহা, কাঠ, পাট ও মাটির গর্তের সংমিশ্রণে তৈরি ম‚ল তাঁতটি আঞ্চলিক ভাষায় মাটির তাঁত বা মেটে তাঁত নামে পরিচিত।এসব এলাকায় হস্তচালিত কারখানা গড়ে উঠেছে এবং সেখানে উৎপাদিত সব লুঙ্গি চাচকিয়া লুঙ্গি নামে বিক্রি হয়। চাচকিয়ার একজন দক্ষ কারিগর জয়নাল আবেদীন বলেন, সারাদিনে মিহি সুতা দিয়ে ২-৩টি উচ্চমানের লুঙ্গি তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। এ ধরনের লুঙ্গির দাম ২ হাজার টাকা পর্যন্ত। কারখানার মালিক সাগর হোসেন বলেন, লুঙ্গির জগতে চাচকিয়া এখন একটি ব্র্যান্ড, সারাদেশে এমনকি বিদেশেও এই লুঙ্গির অনেক চাহিদা রয়েছে। আমরা সবসময় বিশেষ লুঙ্গির অর্ডার পাই। তবে তিনি হতাশা নিয়ে বলেন, রঙ ও সুতার দাম এতটাই বেড়েছে যে, তাঁতশিল্প টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। সুতার এক বান্ডিলের দাম এখন ৪ হাজার ৬০০ টাকা থেকে ৪ হাজার ৭০০ টাকা। যারা এই বিখ্যাত লুঙ্গি তৈরি করেন, তাদের অবস্থা বেশীভালো নয়। জেলা তাঁতি সমবায় সমিতির সভাপতি কামরুল আনান রিপন বলেন, পাবনার তাঁতশিল্পের ঐতিহ্য ধরে রাখার জন্য সরকারি সহায়তা ও সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরকার তাঁতিদের কম সুদে ঋণ প্রদান করলে বন্ধ তাঁতগুলো আবার চালু করা সম্ভব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

প্রধান উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সিইও’র সাক্ষাৎ

ড. ইউনূসের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প

চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন

সড়কের মৃত্যুদূত মোটরসাইকেল