সাগর কন্যা কুয়াকাটায় পর্যটকের ঢল
০৪ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পিএম

কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে, কেউবা এসেছে বন্ধু-বান্ধবদের নিয়ে। ঈদের ছুটি উদযাপনকে কেন্দ্র করে ঈদের পঞ্চম দিনে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় সমাগম ঘটেছে বছরের রেকর্ড পরিমাণ লাখো পর্যটকের ঢল। আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে হইহুল্লোরে মেতেছেন। অনেকে সমুদ্রের নোনা জলে সাতার কেটে, অনেকে সমুদ্রের বালিয়াড়িতে ফুলবল নিয়ে, অনেকে আবার মেতেছেন জলকেলিতে। শিশু পর্যটকরা মেতেছেন বালু খেলায়। এছাড়া অনেকে আবার স্প্রিড বোড, ওয়াটারবাইক, ঘোড়া এবং মোটরসাইকেলে ঘুরে দেখছেন সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের উতাল পাতাল ঢেউ সহ প্রাকৃতিক সৌন্দর্য। আগতদের ভীড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার আড়াই শতাধিক হোটেল মোটেল। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা।
ঢাকা থেকে আসা পর্যটক দম্পত্তি মোঃ লাবলু ও সুমি বলেন, আমরা পরিবারবর্গ সহ কুয়াকাটায় আরো এসেছি তবে এবার এসে হোটেলে রুম পেতে অনেক কষ্ট হয়েছে তারপরও ভালোই লাগল।এখানকার পরিবেশ খুব ভালো, পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত। পদ্মা সেতুর সুফল উপভোগকরছি আমরা ও পর্যটন ব্যবসায়ীরা তবে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত এই মহাসড়কটি ফোরলেন হলে আরো অনেক পর্যটক বাড়বে।
সি-বাইক ও ট্রলার ব্যবসায়ী মো: জাকারিয়া বলেন, ঈদের লম্বা ছুটিকে কেন্দ্র করে ঈদের পর থেকে প্রতিদিনই পর্যটক বেড়েছে, তবে আজকে কুয়াকাটায় পর্যটকের ঢল নেমেছে। সকল ব্যবসায়ীর মুখে হাসি ফুটেছে।
সাউদ-বিস হোটেলের সত্বাধিকারী মো: সোহেল মিয়া জানান, রাজনৈতিক অস্থিরতার কারনে এ বছর পর্যটন মৌসুমে এখানে তেমন পর্যটক আসেনি।পর্যটনের সকল ব্যবসায়ী লচে ছিল। আজকে শুক্রবার প্রচুর পর্যটক আসছে, আজকে সব হোটেল বুকিং রয়েছে এবং সৈকতে পর্যটকের ঢল।
কুয়াকাটা হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি মো: মোতাবেক শরীফ বলেন, আজকে শুক্রবার কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকে মুখরিত,পর্যটকের ঢল। আমাদের ছোট-বড় মিলে আড়াই শতাধিক আবাসিক হোটেল রয়েছে, তার মধ্যে ৮০ ভাগ হোটেলে ১০০% রুম বুকিং রয়েছে। পর্যটকে নিরাপত্বায় উপজেলা প্রশাসন সহ আমরা সার্বক্ষণিক প্রস্তুত। পর্যটকের আগমনে পর্যটনের সকল ব্যবসায়ীদের মুখে হাসি দেখা যাচ্ছে। আমার মনেহয় ঈদের পঞ্চম দিনেই দশ লক্ষাধীক পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়।
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের, ইনচার্জ শাখাওয়াত হোসেন তপু জানান, পর্যটকদের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। তাদেরকে মাইকিং করে দিক নির্দেশনা দেয়া হচ্ছে। বিভিন্ন পর্যটন স্পট গুলোতে ছড়িয়ে-ছিটিয়ে আছে ট্যুরিস্ট পুলিশের বেশ কয়েকটি টিম। পাশাপাশি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে।
কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো: ইয়ামিন সাদেক বলেন, এ বছর লম্বা ছুটির কারনে ব্যাপক পর্যটকের আগমন ঘটবে এটা আমরা আগেবুজতে পেরে পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি। আজকে এ বছরের শ্রেষ্ট পর্যটকের আগমন ঘটেছে। যেভাবে পর্যটক আসছে তাতে আমি মনেকরি আজকে কোন হোটেলেই রুম পাওয়া যাবেনা। মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ, কলাপাড়া উপজেলা ে্ রশাসন ও কুয়াকাটা পৌর সভার পক্ষ থেকে পর্যটকদের সেবায় সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে। আজকে পর্যটকের ঢল নেমেছে, আরো আসতেছে।সরকারি লম্বা ছুটির কারনে এবছর কুয়াকাটায় পর্যটকের মিলনমেলায় পরিনত হয়েছে বলে মনে করেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

প্রধান উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সিইও’র সাক্ষাৎ

ড. ইউনূসের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প

চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন

সড়কের মৃত্যুদূত মোটরসাইকেল