নিকলীর হাওরে দুলছে কৃষকের স্বপ্ন উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯৭ হাজার ৬০০ মেট্রিক টন
০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পিএম | আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৯ পিএম

কিশোরগঞ্জের নিকলীর রূপসী হাওরের মাঠে প্রান্তরে অবারিত সবুজ ফসলের মাঠ। যেদিকেই চোখ যায় সেদিকেই বিস্তীর্ণ সবুজের সমারোহ। বাতাসের সাথে আপন মনে দুলছে লাখো কৃষকের স্বপ্ন । উপজেলার সাতটি ইউনিয়ন কারপাশা , দামপাড়া, সিংপুর , নিকলী সদর , ছাতিরচর , গুরুই , ও জারুইতলার উঁচু - নিচু হাওরের বোর ধানের আবাদি জমিতে এখন সকল প্রকার ধান গাছ লালচে ( কলা পাকা ) রঙ ধরতে শুরু করেছে শীষ গুলো। এবার বৃষ্টি পাত না,থাকায় ধান ফলাতে কৃষকের খরচ পড়েছে দ্বিগুণ। ভালো ফলনের আশায় কৃষককে বার বার জমিতে সেচ দিতে দৌড়াতে হচ্ছে ডিজেলের দোকানে। জমিতে চাষ, চারা রোপন, নিড়ানি, সেচে দেওয়ার পর উৎপাদন হয়ে জমিনে ধান । হাওরের বাঁকে বাঁকে ৩৭ হাজার একর জমিতে সোনালি ধান কদিনের মধ্যে শুরু হবে ধান কাটার মহা উৎসব । মাঠে পরিশ্রমে ফলানো ফসল গোলায় তোলার স্বপ্ন কৃষাণ কৃষাণীদের চোখে মুখে । এখন শ্রমিক ও হারবেষ্টার মেশিন নিয়ে মাঠে নামবে কৃষকেরা ।
বৃষ্টি না থাকায় আশানুরূপ ফসল পাবে না চাষিরা।এখন চলছে ধান কাটার প্রস্তুতি । বাজারে কামারের দোকান গুলোতে কাস্তে, বিন্দা, কেনার ধুম। এছাড়াও বাঁশের তৈরি ( আঞ্চলিক ভাষায় ) পায়ছা, পাঊডি , প্লাস্টিকের বস্তা, থীর্পাল ক্রয় করছে কৃষকেরা, নির্মাণ করছে লেপেপুচে ধানের খলা। কদিন পর গড়াবে বৈশাখ। এ মাস আসলেই কৃষকদের মাঝে বয়ে বেড়ায় এক ধরনে আশংকা।
প্রাকৃতিক দুর্যোগ ঝড় আর শিলা বৃষ্টি ইত্যাদি নিয়ে দুশ্চিন্তায় কৃষক পরিবারগুলোকে তাড়িয়ে বেড়ায় । বৈশাখী ফসলকে বলা হয় রিক্সি ফসল ।বছরে একবার হাওরে ফলায় ধান আর ছয় মাস জমি গুল থাকে পানির নিচে । এ ফসলের উপর নির্ভর করে কৃষক পরিবারের সারা বছরের সন্তানের পড়া লেখা সহ যাবতীয় খরচ । যার দরুন এ ফসলের প্রতি কৃষকের অনেক মায়া কান্না থাকে । স্বপ্নের আশার থলি নিয়ে প্রতিদিন হাওরে জমি দেখতে যায় কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের কৃষক মালেক মিয়া (৭০) ।
ধান জমির খোঁজ খবর নিতে মাঠে যাওয়া আর কয় দিন পর লাগবে পাকবে বোর ধান , তা নিজ চোখে দেখে আসেন। সরেজমিনে বড়ার হাওরে গেলে দেখা হয় মালেক চাচার সাথে, বোর ধানের জমি নিয়ে তাঁর সাথে কথা হলে তিনি জানান আমার এতো বয়সে কখনো এমন কড়া দেখিনি সকালে জমিনে পানি দেওয়ার পর বিকালে গিয়ে দেখি পানি নেই। হাওরের সেলু মেশিনে অনেক জায়গায় ভূমি গর্ভ থেকে কয়েক দিন যাবত পানি উঠছে না। এমন কি বাড়িতে খাবার পানির সংকট দেখা দিয়েছে টিউবওয়েলে পানি উঠে না। বড় কষ্টে এবার জমিতে ধান আবাদ করেছি । প্রাকৃতিক দুর্যোগে ফসল হানি আর মহাজনের টাকা পরিশোধ করতে গিয়ে আমার নিজের ৬ একর জমি বিক্রি করে দিয়েছি এখন আমি অন্যের জমি লিজ নিয়ে আবাদ করে থাকি ।
সমাজে এমন অনেক মানুষ আছে যারা চাষাবাদ করতে গিয়ে নিজের জমি হারিয়ে এখন ভূমি হীন হয়ে পড়েছে । কথা হয় নিকলী সদর ইউনিয়নের কৃষক সাবেক মেম্বার জসীমের সাথে তিনি জানান বুরোলিয়ার হাওরে আমি হাইব্রিড ধান চাষ করেছি আমার জমি ভালো তবে ২৯ ব্রিধানের অবস্থা ভালো নেই। কামালপুর গ্রামের কৃষক কামরুল ইসলাম জানান আমি বুরোলিয়ার হাওরে ২৯ একর জমিতে ধান চাষ করেছি আমার জমিতে ধানের আগা মরা রোগ ছাড়া অন্যকোন সমস্যা নেই আশা করি প্রতি একরে ৭০ মণ ধান হতে পারে যদি কোন প্রাকৃতিক দুর্যোগ নেমে না, আসে।
এবারের বোর ফসলের ফলন নিয়ে কথা হয় , উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, এ বছর ৩৬ হাজার ৮৬৩ একর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৭ হাজার ৬০০ মেট্রিক টন। এখন বিচ্ছিন্নভাবে কিছু হাওরে ধান কাটা হচ্ছে। পুরোদমে ধান কাটা শুরু হতে আরো এক সপ্তাহ থেকে ১০ দিন সময় লাগবে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, আমরা হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় বাঁধের কাজ করেছি। নিকলীর হাওরে ধান পাকতে শুরু করেছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষক এবার হাসিমুখেই তাদের ধান গোলায় তুলতে পারবেন। আমরা কৃষকদের সেই হাসির ঝিলিক দেখতে চাই।
সাধারণ কৃষকদের দাবি গত আওয়ামী সরকারের আমলে উপজেলার সব জায়গায় নয়চয় করে উপজেলার নদী ও খাল খনন করা হয়েছে। সেগুলোকে ভালোভাবে পূর্ণ খনন করা হলে কৃষি উৎপাদন খরচ কমে আসবে এতে বাঁচবে কৃষি ও কৃষক । অভিযোগ উঠেছে নিকলীর বোরলিয়া খালের মুখের অংশ খনন না , করে খাল খনন করার ফলে খালে ভেতরে নৌকা দিয়ে ধান এমনকি সার নিয়ে যাওয়া আসা করতে পারে না কৃষকেরা ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

কুলাউড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু
সহিংসতার শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম পুরুষ

ফরিদপুরে পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি ৫০ টাকা প্রতি মণ প্রায় ২০০০ টাকায় বিক্রি হচ্ছে

বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত আশরাফ উদ্দিন সিকদার

পাসপোর্টে ফিরল এক্সসেপ্ট ইসরায়েল

শি-লুলা বৈঠক, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে আরও ঘনিষ্ঠ হচ্ছে চীন-ব্রাজিল

আধিপত্যবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে :গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

পেশাদারিত্ব, মেধা ও সততা দিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে : ভূমি উপদেষ্টা

ঢাকা বিভাগের জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণ শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করায় বিভাগীয় কমিশনারকে অভিনন্দন

নেশাগ্রস্ত পথ শিশুদের সংশোধনাগারে প্রেরণে সহযোগিতা করায় সম্মাণনা স্মারক পেলেন নয়া দিগন্তের সাংবাদিক শাহানুর ইসলাম

খুলনা নিউজপ্রিন্ট মিল হবে ওষুধের কাঁচামাল তৈরির কারখানা

বাধাহীনভাবে কুয়েটে প্রবেশ করলো শিক্ষার্থীরা

ইয়েমেনের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা যুক্তরাষ্ট্রের

কালিগঞ্জ উপকূলে প্রচণ্ড তাপপ্রবাহে খাওয়ার পানির জন্য হাহাকার

২৯ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ

কুলাউড়ায় ট্রেন থেকে ১১টি বগি বিচ্ছিন্ন, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা

জাটকা সংরক্ষণ সপ্তাহ ও আহরন নিষেধাজ্ঞার মধ্যেই পহেলা বৈশাখের বর্ষ বরণের পান্তা ইলিশের ধাক্কায় বরিশালে বিধি ভঙ্গের প্রতিযোগীতা

মোরেলগঞ্জে সার্ভার জটিলতায় আবেদন করতে পারছে না বয়স্ক-বিধবা ভাতা প্রত্যাশীরা