শুরুতেই কেইপিজেড পরিদর্শনে বিদেশী ৬০ বিনিয়োগকারী
০৭ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম

দেশে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর চার দিন ব্যাপী শুরু হওয়া বিনিয়োগ সম্মেলনের ২০২৫ অংশ হিসেবে প্রথম দিনেই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) পরিদর্শন করে ৪০টি দেশের প্রতিনিধি ৬০ বিদেশি বিনিয়োগকারী।
সোমবার (০৭ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১২ পর্যন্ত তারা কেইপিজেডের বিল্ডিং ১ গার্মেন্টস কোরিয়ান, কেপিপি ২, কেপিপি ১, বিল্ডিং ২১ কেএসআই গার্মেন্টস, গার্মেন্টস ২, আর্ট গ্যালারি, টেক্সটাইল ইউনিভার্সিটি, মেডিকেলসহ বিভিন্ন কারখানা পরিদর্শন করেন।
জানা যায়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর প্রথম দিনে এই কর্মসূচি নেয়। এদিন চীন, কোরিয়া, জাপানসহ ৬০ জনের একটি প্রতিনিধি দল এ সফরে অংশগ্রহণ করেন। মূলত বাংলাদেশের কারখানার বাস্তব চিত্র পরিদর্শনের মাধ্যমে বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করায় এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
এসময় পরিদর্শনে আসা বিনিয়োগকারী চীনা এভিপি কোম্পানির ম্যানেজিং পার্টনার কেভিন মুউ বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি ভালো জায়গা। এখানকার শ্রমিকদের মজুরি কম, এছাড়াও নানান সুবিধা রয়েছে। চীন আর এখানকার কারখানার মধ্যে অন্যতম পার্থক্য হলো চীনে মেশিনের মাধ্যমে সব কাজ করা হয় কিন্তু বাংলাদেশের কারখানাতে বেশিরভাগ কাজ শ্রমিকরা নিজেদের হাতেই করে থাকে। এসময় তিনি আশা ব্যক্ত করে বলেন, যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকে তাহলে অনেক চাইনিজ বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করবেন বলেও জানান তিনি।
বেজার প্রধান পরামর্শক মো. আবদুল কাদের খান বলেন, বিনিয়োগকারীদের এখানকার কারখানার বিভিন্ন এক্টিভিটিস এবং সম্ভাবনাময় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হচ্ছে, দেখানো হচ্ছে আশা করছি তারা ভালো কিছু দেখছেন। এখানে পরিদর্শনে আসার প্রধান উদ্দেশ্য হলো বিনোয়োগকারীরা যাতে রিয়েল বাস্তবতাটা দেখে এবং বিনিয়োগে উদ্বুদ্ধ হয়।
এসময় পরিদর্শনে আসা বেজার পিডি আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক বলেন, আজ বিডা'র উদ্যোগে ২টা কারখানা পরিদর্শন করা হবে। একটি কেইপিজেড এবং অন্যটি মিরসরাই। কেইপিজেডকে বেজার সাথে একিভূত করার যে মিশন সে লক্ষ্যে বিনিয়োগ বাড়াতে এই সম্মেলনের আয়োজন করা হয়। বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই শুনে। সে শুনার বাস্তবিকভবে সরাসরি পরিদর্শন করতে তারা এখানে এসেছেন। আশা করি তারা সবাই পজিটিভ মাইন্ড থেকেই এটা পরিদর্শন করছেন।
কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান বলেন, বিনোয়োগকারীরা আজ প্রথমদিনে কেইপিজেডে এসেছেন, তারপর মিরসরাই এবং পরবর্তীতে ঢাকায় যাবেন।
তাদেরকে এখানে আনা হয়েছে একটি প্রাইভেট কারখানা দেখার জন্য। আমরা তাদের স্বাগত জানিয়েছি। তারা দেখুক বাংলাদেশের ইপিজেড গুলোর অবস্থা কেমন, বিনিয়োগের কি অবস্থা, বাংলাদেশে অবস্থিত কেইপিজেড গুলো কোনটা কি অবস্থায় আছে, সেটা সরাসরি দেখুক এবং বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করুক। এসময় তিনি বলেন যাচাই বাছাই এবং বিবেচনা করে কেইপিজেড সব ধরনের বিনিয়োগ নিতে প্রস্তুত।
পরিদর্শন শেষে বিনিয়োগকারীদের সাথে এক মতবিনিময় সভায় ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং সিইও কিহাক সাং বলেন, এটি প্রথমবারের মতো যেখানে আমরা বিদেশি বিনোয়োগকারীদের অফিসিয়ালি এখানে আমন্ত্রণ জানিয়েছি, নতুন অন্তর্র্ভতীকালীন সরকার দেশে বিনিয়োগকারী টানতে কাজ করছেন। আগের আর এই সরকারের মধ্যে পার্থক্য হলো এই সরকার বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছেন, এবং বিনিয়োগ বাড়াতে কাজ করছেন। এসময় তিনি আরও বলেন ভবিষ্যতে বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আদর্শ জায়গা, এখানকার মানুষ এবং পরিবেশ খুবই উপযোগী তাই প্রত্যেককে এখানে এসে তাদের ভবিষৎ বিনিয়োগ করার আমন্ত্রণ জানাচ্ছি।
এসময় পরিদর্শনে দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী, বেজা কর্মকর্তা, প্রশাসন ও কেইপিজেডের সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন

সড়কের মৃত্যুদূত মোটরসাইকেল

দায়ের করলেন ‘গোপন অভিযোগ’ দুদকে হঠাৎ হাসনাত-সারজিস

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের সঙ্গে একমত নয় বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসির