তাড়াইলে ৫০ শতাংশ জমির করলা-চিচিঙ্গা গাছ উপড়ে দিল দুর্বৃত্তরা
০৭ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:২৪ পিএম

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ৫০ শতাংশ জমির করলা ও চিচিঙ্গার গাছ রাতের আঁধারে উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার নয়নসুখ গ্রামের ডুবাইল বিল এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষক আঞ্জু মিয়া (২৫)।
আঞ্জু মিয়া তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের নয়নসুখ গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, প্রায় দেড় মাস আগে তিনি এককালীন জমা দিয়ে ৫০ শতাংশ জমি বন্ধক নিয়েছিলেন। সেখানে করলা ও চিচিঙ্গার চাষ শুরু করেন। গাছগুলো ভালোভাবেই বেড়ে উঠছিল। কিন্তু সোমবার ভোরে জমিতে গিয়ে দেখেন, প্রায় হাজারখানেক গাছ উপড়ে ফেলা হয়েছে।
আঞ্জু মিয়া বলেন, এত বড় ক্ষতির শিকার হব ভাবতেও পারিনি। কারো সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি মানুষের কাছ থেকে জমি নিয়ে চাষ করে সংসার চালাই। এই জমির উপরেই আমার পরিবার নির্ভরশীল। জমিতে প্রায় ৩ লাখ টাকার মতো খরচ হয়েছে। আর সপ্তাহ দুই পরেই বিক্রি শুরু হতো প্রায় ৬ লাখ টাকা আয় হতে পারত। এই ঘটনায় আমি ও আমার পরিবার সর্বস্বান্ত হয়ে গেলাম।
আঞ্জুর মা হেনা আক্তার বলেন, আমাদের কোনো জমিজমা নেই। এই জমিটাই ছিল আমাদের ভরসা। আমার ছেলেদের এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষকরা বলছেন, উদ্দেশ্যমূলকভাবে একজন গরিব কৃষকের স্বপ্ন ও পরিশ্রমকে ধ্বংস করা হয়েছে।
নয়নসুখ গ্রামের বাসিন্দা আবু হানিফ বলেন, আঞ্জু মিয়া একজন গরিব মানুষ। তার নিজের কোনো জমি নেই মানুষের কাছ থেকে জমি নিয়ে চাষ করে চলে। তারা কোনো ঝামেলার মধ্যে নেই। কয়েকদিন আগে এলাকায় একটা গণ্ডগোল হয়েছিল, সম্ভবত সেই ঘটনার প্রতিপক্ষ এভাবে প্রতিশোধ নিতে এমন কাজ করেছে।
স্থানীয় কৃষক হাসেম মিয়া বলেন, দুলাল ভাইয়ের ছেলেরা জমি বন্ধক নিয়ে চাষ করে সংসার চালায়। এইভাবে গাছগুলো উপড়ে ফেলায় ওদের এখন না খেয়ে মরতে হবে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।
ঘটনার পরপরই বিষয়টি থানায় জানানো হয়েছে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। যদি লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন

সড়কের মৃত্যুদূত মোটরসাইকেল

দায়ের করলেন ‘গোপন অভিযোগ’ দুদকে হঠাৎ হাসনাত-সারজিস

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের সঙ্গে একমত নয় বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান ইউজিসির