বাসা থেকে প্রবেশপত্র এনে পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

Daily Inqilab অনলাইন ডেস্ক

১০ এপ্রিল ২০২৫, ০৬:০৬ পিএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম

সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে ৪১ হাজার ৪০১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তবে পরীক্ষা শুরুর আগে অনেকেই ভুল করে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ছেড়ে আসে। এমনি এক পরীক্ষার্থীকে দ্রুত সময়ের মধ্যে তার বাসা থেকে প্রবেশপত্র এনে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন রংপুর জেলা ট্রাফিক পুলিশের এক সদস্য।

 

বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যেই পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যায়। পরে ঠিক সাড়ে ৯টায় কেন্দ্রের গেট খুলে দেওয়া হলে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা। এর ঠিক ৩০ মিনিট পর পরীক্ষা শুরু হয়। এদিন পরীক্ষা শুরুর পূর্বে রংপুর নগরীর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শ্রী তীর্থ রায় নামে এক পরীক্ষার্থী ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসে। তখন ঘড়ির কাঁটায় পরীক্ষা শুরু হতে ২০ মিনিট বাকি। উপায়ান্তর না পেয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন ওই পরীক্ষার্থী।

 

বিষয়টি জানার পর রংপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নূর আলম সিদ্দিকের তৎপরতায় এটিএসআই মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিক মোটরসাইকেল যোগে পরীক্ষার্থী শ্রী তীর্থ রায়ের বাসা থেকে প্রবেশপত্র আনতে সহযোগিতা করেন। ওই পরীক্ষার্থীর বাসা রংপুর নগরীর মুলাটোল এলাকায় এবং সে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

 

এদিকে দ্রুত সময়ের মধ্যে প্রবেশপত্রসহ ওই পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেওয়ায় উপস্থিত অভিভাবক ও দায়িত্বরত শিক্ষকরা এটিএসআই মোস্তাফিজসহ জেলা ট্রাফিক পুলিশের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

পরীক্ষার্থী শ্রী তীর্থ রায় বলে, তড়িঘড়ি করে বের হতে গিয়ে ভুল করে বাসায় প্রবেশপত্র ছেড়ে আসি। কেন্দ্রে প্রবেশ করে দেখি আমার কাছে প্রবেশপত্র নেই। তখন হাতে সময়ও কম ছিল। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানাই। তারা আমার কথা শোনার পরপরই আমাকে সঙ্গে নিয়ে বাসা থেকে প্রবেশপত্র এনে দিয়ে সহযোগিতা করেন। আমি ওই পুলিশ সদস্যসহ বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞ।

 

রংপুর জেলা ট্রাফিক পুলিশে কর্মরত এটিএসআই মোস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা শুরুর পূর্বে এক পরীক্ষার্থী তার প্রবেশপত্র বাসায় ছেড়ে এসেছে বলে জানায়। সঙ্গে সঙ্গে আমাদের টিআই (অ্যাডমিন) গুরুত্ব সহকারে বিষয়টি দেখার কথা বলেন। আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত ওই পরীক্ষার্থীর বাসা থেকে প্রবেশপত্রসহ কেন্দ্রে পৌঁছে দেই। আসলে এটি সেই সময়ে আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করেছি।

 

এদিকে রংপুরে (এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৫৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দিতে আসাসহ বিভিন্ন অপরাধের কারণে বহিষ্কার হয়েছে ৫ জন পরীক্ষার্থী।

 

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রমিজ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগের আট জেলায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় এক লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন।

 

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রমিজ আলম বলেন, পরীক্ষার সার্বিক পরিস্থিতি ভালো। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

শেরপুরে অসুস্থ বন্য হাতির চিকিৎসা করলো বন বিভাগ!
শেরপুরে ভারতীয় চিনি, মদ ও গাজাসহ গ্রেপ্তার ৫
জিয়াউর রহমান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু: নুরুজ্জামান লিটন
মুরাদনগর নোমান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন শরীফুল ইসলাম
বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে মহান মে দিবস পালিত
আরও
X

আরও পড়ুন

শেরপুরে অসুস্থ বন্য হাতির চিকিৎসা করলো বন বিভাগ!

শেরপুরে অসুস্থ বন্য হাতির চিকিৎসা করলো বন বিভাগ!

দুঃশাসনের সময়ে সবচেয়ে বেশি নিপীড়িত হয় শ্রমিক শ্রেণি : অধ্যাপক ড. তামিজী

দুঃশাসনের সময়ে সবচেয়ে বেশি নিপীড়িত হয় শ্রমিক শ্রেণি : অধ্যাপক ড. তামিজী

‘দেশের প্রচলিত আইনে শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়েছে’

‘দেশের প্রচলিত আইনে শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়েছে’

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মজুরি কমিশন গঠনের দাবি জাগ্রত পার্টির

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মজুরি কমিশন গঠনের দাবি জাগ্রত পার্টির

শেরপুরে ভারতীয় চিনি, মদ ও গাজাসহ গ্রেপ্তার ৫

শেরপুরে ভারতীয় চিনি, মদ ও গাজাসহ গ্রেপ্তার ৫

জিয়াউর রহমান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু: নুরুজ্জামান লিটন

জিয়াউর রহমান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু: নুরুজ্জামান লিটন

মুরাদনগর নোমান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন শরীফুল ইসলাম

মুরাদনগর নোমান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন শরীফুল ইসলাম

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

পটুয়াখালীতে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

চাকরি হারানো তিন সাংবাদিককে ধুয়ে দিলেন ব্যারিস্টার ফুয়াদ

চাকরি হারানো তিন সাংবাদিককে ধুয়ে দিলেন ব্যারিস্টার ফুয়াদ

শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে থাকবে বিএনপি : ওয়াহাব আকন্দ

শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে থাকবে বিএনপি : ওয়াহাব আকন্দ

গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের স্মরণ ও আ‘লীগ নিষিদ্ধের দাবি করলো সিলেটে এনসিপি

গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের স্মরণ ও আ‘লীগ নিষিদ্ধের দাবি করলো সিলেটে এনসিপি

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন টেকনোলজির মাধ্যমে- ড. মো. মোস্তাফিজুর রহমান

কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন টেকনোলজির মাধ্যমে- ড. মো. মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ পুলিশ সার্ভিসের নতুন কমিটি সভাপতি নাজমুল সম্পাদক আনিসুজ্জামান

বাংলাদেশ পুলিশ সার্ভিসের নতুন কমিটি সভাপতি নাজমুল সম্পাদক আনিসুজ্জামান

মুজিবনগরে কৃষকের ৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুজিবনগরে কৃষকের ৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

“বিক্ষোভে নতি, রুয়া নির্বাচনে ফেরার আভাস: কালই গঠিত হচ্ছে নতুন অ্যাডহক কমিটি”

“বিক্ষোভে নতি, রুয়া নির্বাচনে ফেরার আভাস: কালই গঠিত হচ্ছে নতুন অ্যাডহক কমিটি”

সিলেটে লাল পতাকা মিছিল করলো সমাজতান্ত্রিক ফ্রন্ট

সিলেটে লাল পতাকা মিছিল করলো সমাজতান্ত্রিক ফ্রন্ট

সীমান্তে আরাকান আর্মির কার্যক্রমে অসন্তুষ্ট মানুষ

সীমান্তে আরাকান আর্মির কার্যক্রমে অসন্তুষ্ট মানুষ

নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু