এবার বরিশালে প্রায় ৩ লাখটন গোলআলু উৎপাদন হলেও দরপতনে হতাশ কৃষিযোদ্ধাগন
১৩ এপ্রিল ২০২৫, ১০:৫৬ এএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৫৬ এএম

বরিশাল কৃষি অঞ্চলে এবারো আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রায় ১২ হাজার হেক্টরে গোল আলুর অবাদ হলেও পুরো রবি মৌসুম জুড়ে বৃষ্টির অভাবে গড় ফলন কিছুটা হ্রাস পাবার সাথে দরপতনে মারাত্মক ক্ষতির কবলে কৃষিযোদ্ধাগন। ফলে লোকশানের কবলে পরে হতাশ কৃষক। লাগাতর বৃষ্টির অভাবে ফলন হ্রাস পেলেও গত বছরের চেয়ে কিছুটা বেশী উৎপাদনের পরেও কৃষকের ভাগ্য বিপর্যয় ঘটছে দর পতনে। এবার মাঠ পর্যায়ে মৌসুম জুড়েই ৭-১০ টাকার বেশী গোলআলু বিক্রি করতে পারছেন না কৃষকগন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই’র দায়িত্বশীল সূত্রের মতে এবার বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ১২ হাজার হেক্টরে গোলআলুর আবাদ হলেও গড় ফলন গত বছরের ২৪.৭৮ টনের স্থলে ২৪.৭৬ টনে হ্রাস পেয়েছে। ফলে গতবছর ১১ হাজার ২৭৭ হেক্টরের স্থলে প্রায় ১২ হাজার হেক্টরে গোলআলুর আবাদ হলেও উৎপাদন ২ লাখ ৭৯ হাজার ৫শ টন থেকে ২ লাখ ৮১ হাজার ১৫৭.৫৬টনেই সীমাবদ্ধ থাকছে।
গত বছরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের পরে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’এ ভর করে অকাল অতি বর্ষণের ক্ষতি কাটিয়ে ফলন ছিল ২৪.৭৮ টন। কিন্তু এবার পুরো রবি মৌসুম জুড়েই বরিশাল অঞ্চলে কোন বৃষ্টির দেখেও মেলেনি। গত অক্টোবরে ঘূর্ণিঝড় ‘রিমাল’এর ভর করে অকাল বর্ষণের পরে গত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ প্রতিমাসেই ৮০-৯০% পর্যন্ত কম। ফলে পুরো রবি মৌসুমের কোন ফসলই বৃষ্টির দেখা না পাওয়ায় ফলন ঘাটতি দেখা দেয়।
অপেক্ষাকৃত নিচু এলাকা বিধায় দক্ষিণাঞ্চলে কিছুটা বিলম্বেই রবি মৌসুম শুরু হওয়ায় আবাদ ও উৎপাদন বিলম্বিত হয়ে থাকে। তার পরেও সমাপ্তপ্রায় রবি মৌসুমে বরিশালে প্রায় ১৭ লাখ টন শীতকালীন সবজি উৎপাদন হয়েছে। সবজির বন্যায় এবার সাধারণ মানুষ অনেক সস্তায়ই সব ধরনের সবজী কিনতে পেরে স্বস্তিতে আছেন।
তবে ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারি’ উদ্ভাবিত উন্নত ও উচ্চ ফলনশীল আলুবীজ ও এর আবাদ প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছানোর পাশাপাশি ন্যায্যমূল্য নিশ্চিত করলে দক্ষিণাঞ্চলেই গোলআলুর আবাদ ও উৎপাদন অন্তত দেড়গুণ বৃদ্ধি সম্ভব বলে মনে করছেন কৃষিবীদগন। ‘বারি’ ইতোমধ্যে ‘বারি আলু-১ (হিরা), বারি আলু-৪ (আইলসা), বারি আলু-৭ (ডায়মন্ট), বারি আলু-৮ (কার্ডিনাল), বারি আলু-১১ (চমক), বারি আলু-১২ (ধীরা), বারি আলু-১৩ (গ্রানোলা), বারি আলু-১৫ (বিনেলা), বারি টিপিএস-১ ও বারি টিপিএস-২’ নামের একাধীক উন্নত জাতের উচ্চ ফলনশীল আলুবীজ উদ্ভাবন করেছে।
আমাদের কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত এসব উন্নতমানের বীজ থেকে হেক্টর প্রতি ৩০টন পর্যন্ত গোলআলু উৎপাদন সম্ভব। কৃষি বিজ্ঞানীদের মতে, গোলআলুর ভাল ফলন পেতে উন্নতমানের উচ্চফলনশীল বীজের সাথে সার ও বালাই ব্যবস্থাপনাও নিশ্চিত করার বিকল্প নেই।
ডিএই’র মতে ২০১০-১১ কৃষিবর্ষে বরিশাল কৃষি অঞ্চলে ১০ হাজার ৯৫২ হেক্টর জমিতে গোলআলু আবাদের লক্ষমাত্রার বিপরিতে বাস্তব আবাদ ছিল ১০ হাজার ৬০৫ হেক্টরে। যা ঐ বছরের লক্ষমাত্রা এবং আগের বছরের প্রকৃত আবাদের চেয়েও কম ছিল। তবে ২০১১-১২ কৃষিবর্ষে বরিশালে ১.৯১ লাখ টন উৎপাদন লক্ষমাত্রার বিপরিতে এঅঞ্চলের চাষীদের নিরলশ পরিশ্রমে ২.৩৬ লাখ টন গোলআলু উৎপাদন সম্ভব হয়েছিল। পরবর্তি বছরগুলোতে তা প্রায় একই পর্যায়ে থেকে চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে ১১ হাজার ৩৫৭ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরিতে প্রায় ১২ হাজার হেক্টরে আবাদ করে গোল আলুর উৎপাদনও প্রায় ৩ লাখ লাখ টনে উন্নীত হবার বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের দায়িত্বশীল মহল।
তবে বরিশাল অঞ্চলে অনেক সম্ভবনার গোলআলুর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী বছরগুলোতে উচ্চফলশীল উন্নত আলুবীজ সরবারহ সহ মাঠ পর্যায়ে কৃষিযোদ্ধাদের কাছে আবাদ প্রযুক্তি পৌছে দেয়ারও তাগিদ দিয়েছেন কৃষিবীদগন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

সেনবাগে প্রতারণা করে ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ হাসপাতাল মালিকের বিরুদ্ধে

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, সাঁড়াশি অভিযানে জেলেদের স্বস্তি

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন ও মূর্তি উড়িয়ে দেয়ার ঘটনায় কেন প্রতিক্রিয়া নেই আ.লীগ ও দিল্লির!

কানাইঘাটে রাস্তা ও খালে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা : বন্দোবস্ত বাতিলের আবেদন

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিকের শিক্ষার্থীদের অবরোধ

আখাউড়ায় পৌর টোলকে 'না', সড়ক অবরোধ

বাউফল খাল পূনঃখনন উদ্বোধন

সুদানে যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জি৭-ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

তদন্তের কমিটির কাজ চলমান অবস্থায় ডা: শামীমকে ওএসডি