ইসলাম প্রচারের জন্য শক্তিশালী রাজা-বাদশাহদের বিরুদ্ধে লড়াই করেছেন আউলিয়ায়ে কেরামগণ - মাওলানা রেদওয়ান চৌধুরী
১৬ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পিএম

জাতীয় মাসিক পরওয়ানা'র সম্পাদক ও তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, মুসলমানদের বিশ্বময় এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে। গত শতাব্দী পর্যন্ত মুসলমানরা ওসমানী খিলাফাহ দ্বারা পরিবেষ্টিত ছিলো। কিন্তু খিলাফাহ'র অবসানের পরপরই দ্বীনের উপর সর্বোচ্চ আঘাত আসে তুরস্ক রাষ্ট্রের উপর। কিন্তু আউলিয়ায়ে কিরামের উত্তরাধিকারগণ দ্বীনকে নবদ্যোমে জাগরিত করার আপ্রাণ চেষ্টা সেখানে চালিয়ে যাচ্ছেন।
ফিলিস্তিনের মুসলমানরা অত্যন্ত অপ্রতুল সাজসজ্জা নিয়েও শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। ভারতীয় উপমহাদেশেও ইসলাম এত সহজে আসেনি, বরং আউলিয়ায়ে কেরামগণ ইসলাম প্রচারের জন্য শক্তিশালী রাজা-বাদশাহদের বিরুদ্ধে লড়াই করেছেন। এভাবে বহু ত্যাগ-তিতীক্ষার পথ পেরিয়ে ইসলাম আল্লাহর যমীনে প্রতিষ্ঠিত হয়েছে। এ সংগ্রাম চলমান থাকবে। এ পথের যারা পথিক, ইসলামি আন্দোলনের সে সকল কর্মীদের জন্য এ পথ কখনো মসৃণ নয়, বরং অত্যন্ত কণ্টকাকীর্ণ।
তিনি আরও বলেন, বাংলাদেশে দ্বীন প্রচার ও রক্ষার সংগ্রামে আউলিয়ায়ে কিরামগণ তাঁদের ঘাম ও রক্ত ঝরিয়েছেন। এক্ষেত্রে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর নাম সবিশেষ উল্লেখযোগ্য। তিনি কখনোই কোন বাতিল মতবাদের সাথে আপোষ করেন নি। তিনি বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামেও মানবতা ও মজলুমের পক্ষে লড়াই চালিয়ে গেছেন। তাঁর জীবন থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে।
১৫ এপ্রিল, ২০২৫, মঙ্গলবার, বাদ আছর, সিলেটের নিউ লাংথুরাই চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা আয়োজিত পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন।
সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, হাবিবুর রহমান, সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান।
শাখা প্রচার সম্পাদক নাজমুল হোসেন রাজন এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- সিলেট পশ্চিম জেলা সহ-সভাপতি মাহবুব খাঁন, সহ-সাধারণ সম্পাদক শেখ বিলাল আহমদ, নাজমুল ইসলাম শিহাব, সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, সিলেট পূর্ব জেলা প্রচার সম্পাদক আমিনুল ইহসান জাবির, সিলেট পশ্চিম জেলা সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, অফিস সম্পাদক শামসুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আলমগীর হোসাইন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মারুফ আলম তালুকদার, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী, শুয়াইবুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল করিম, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল আমিন সুমন, আব্দুল তোয়াহিদ তুহিন,মিজানুর রহমা, আবু সালেহ হোসাইন,মিজানুর রহমান সদস্য মুদ্দাচ্ছির আলী আল আমিন, আব্দুল মজিদ নোমান, সাইফুর রহমান তালুকদার, সিলেট সদর (পূর্ব) উপজেলা সভাপতি আব্দুস সামাদ, বিমানবন্দর থানা সভাপতি লাহিন আহমদ, মোগলাবাজার থানা সভাপতি আব্দুল মুহিত জানু, বালাগঞ্জ সরকারি কলেজ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, দক্ষিণ সুরমা থানা সহ-সভাপতি শামসুল ইসলাম, মোগলাবাজার থানা সাধারণ সম্পাদক জামিল আহমদ, সিলেট সদর (পশ্চিম) উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,সিলেট সদর (পূর্ব) উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসা সাধারণ সম্পাদক আবু তাহের আহমেদ তানভীর, বিশ্বনাথ উত্তর উপজেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

‘দেশের প্রচলিত আইনে শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়েছে’

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মজুরি কমিশন গঠনের দাবি জাগ্রত পার্টির

শেরপুরে ভারতীয় চিনি, মদ ও গাজাসহ গ্রেপ্তার ৫

জিয়াউর রহমান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু: নুরুজ্জামান লিটন

মুরাদনগর নোমান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন শরীফুল ইসলাম

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

চাকরি হারানো তিন সাংবাদিককে ধুয়ে দিলেন ব্যারিস্টার ফুয়াদ

শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে থাকবে বিএনপি : ওয়াহাব আকন্দ

গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের স্মরণ ও আ‘লীগ নিষিদ্ধের দাবি করলো সিলেটে এনসিপি

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন টেকনোলজির মাধ্যমে- ড. মো. মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ পুলিশ সার্ভিসের নতুন কমিটি সভাপতি নাজমুল সম্পাদক আনিসুজ্জামান

মুজিবনগরে কৃষকের ৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

“বিক্ষোভে নতি, রুয়া নির্বাচনে ফেরার আভাস: কালই গঠিত হচ্ছে নতুন অ্যাডহক কমিটি”

সিলেটে লাল পতাকা মিছিল করলো সমাজতান্ত্রিক ফ্রন্ট

সীমান্তে আরাকান আর্মির কার্যক্রমে অসন্তুষ্ট মানুষ

নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন ট্রাম্প

জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমীর খসরু