প্রাচীন স্থাপত্য নিদর্শন ঐতিহাসিক বংশীপুর শাহী মসজিদ
১৬ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম

সাতক্ষীরা জেলার উপকূলবর্তী জনপদ শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন বংশীপুর শাহী মসজিদ কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এই মসজিদ কেবল ইবাদতের জায়গা নয়, বরং ইসলামী স্থাপত্য, ইতিহাস ও সংস্কৃতির অপূর্ব স্মারক।
শ্যামনগর উপজেলা সদর থেকে দক্ষিণে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বংশীপুর বাজারের উত্তর পাশে মসজিদটির অবস্থান। স্থানীয়ভাবে এটি ‘টেঙ্গা মসজিদ’ নামেও পরিচিত। মসজিদের প্রাচীনতা, গঠনশৈলী ও ইতিহাস বহুদিন ধরেই ইতিহাস-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
ইতিহাসবিদদের মতে, ষোড়শ শতাব্দীর শেষভাগে বা সপ্তদশ শতাব্দীর শুরুতে মসজিদটি নির্মিত হয়। অনেকে বিশ্বাস করেন, মুসলিম সেনাদের নামাজের ব্যবস্থা করার লক্ষ্যে রাজা প্রতাপাদিত্যের বিশ্বস্ত সেনাপতি খাজা কামাল মসজিদটির পত্তন করেন। অনেকে এটিকে মুঘল সম্রাট আকবরের আমলে নির্মিত বলে ধারণা করেন।
‘টেঙ্গা’ শব্দটি ফারসি, যার অর্থ অস্থায়ী ছাউনি। প্রথমে এটি একটি অস্থায়ী কাঠামো ছিল, যা কালের বিবর্তনে পাকা স্থাপনায় রূপ নেয় এবং কালক্রমে পরিচিতি পায় শাহী মসজিদ নামে।
১৩৩ ফুট ৯ ইঞ্চি দীর্ঘ ও ৩২.৫ ফুট প্রস্থবিশিষ্ট মসজিদটির নির্মাণশৈলীতে স্পষ্টভাবে মুঘল স্থাপত্যের ছাপ পরিলক্ষিত হয়। পাঁচটি গম্বুজ, অলংকৃত মিহরাব, খাঁজকাটা দরজা ও কারুকার্যযুক্ত দেয়াল মসজিদের স্থাপত্য-ঐতিহ্য বহন করে চলেছে। নির্মাণে ব্যবহৃত ইটগুলোর গঠন ও গাঁথুনি যশোরেশ্বরী মন্দির ও ধুমঘাট রাজপ্রাসাদের নির্মাণশৈলীর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়, যা মসজিদটির সম্ভাব্য নির্মাণকাল ও ঐতিহাসিক পটভূমিকে সমর্থন করে।
মসজিদটি দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়ে ছিল। বিশ শতকের গোড়ায় স্থানীয় মুসল্লিরা এটি আবিষ্কার করেন। পরবর্তী সময়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও পরিকল্পনাহীন সংস্কারের ফলে মসজিদের প্রাচীন ও মৌলিক অনেক বৈশিষ্ট্য হারিয়ে যায়। কারুকাজখচিত ইটের গাঁথুনি ঢেকে যায় সিমেন্ট-বালির প্লাস্টারে, গম্বুজের নিচের অলংকরণ লোপ পায়, বসানো হয় টাইলস ও এসি।
এই সংস্কার মসজিদকে ব্যবহারোপযোগী করে তুললেও ঐতিহাসিক মূল্য কিছুটা ক্ষুণ্ন হয়। তবে আজও মসজিদের মূল কাঠামো ইতিহাসের গৌরব বহন করছে।
মসজিদের প্রাঙ্গণে রয়েছে কয়েকটি প্রাচীন কবর, যেগুলো স্থানীয়ভাবে ‘বার ওমরাহ’ নামে পরিচিত। লোককথা মতে, এই কবরগুলো মুঘল সেনাপতিদের সমাধি। যদিও এর ঐতিহাসিক প্রমাণ এখনও প্রতিষ্ঠিত নয়, তবে স্থানীয়দের বিশ্বাস এ কথাকেই সমর্থন করে।
বর্তমানে মসজিদটি দৈনন্দিন ইবাদতের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ এবং প্রতি শুক্রবার জুমার জামাতে মুসল্লিদের ঢল নামে। দেশের নানা প্রান্ত থেকে পর্যটক ও ইতিহাস-অনুরাগীরা মসজিদটি দেখতে আসেন।
মসজিদের পাশে অবস্থিত আশরাফিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসা এলাকায় ইসলামি শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে। ২০২৩ সালে এই প্রতিষ্ঠানের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মাহফিল ও পুনর্মিলনীতে হাজারো আলেম-উলামা ও ছাত্রদের মিলনমেলা বসে।
বংশীপুর শাহী মসজিদ আজও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত কোনো পুরাকীর্তি নয়। অথচ এটি ইতিহাস, স্থাপত্য ও ইসলামী ঐতিহ্যের একটি সমৃদ্ধ নিদর্শন। স্থানীয়রা মনে করেন, সরকারিভাবে এটি সংরক্ষণের আওতায় আনা হলে ভবিষ্যৎ প্রজন্মও ইসলামি ইতিহাসের এই মহামূল্যবান অংশের সঙ্গে পরিচিত হতে পারবে।
বংশীপুর শাহী মসজিদ কেবল একটি প্রাচীন স্থাপনা নয়; এটি আমাদের ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির ধারক। সময়ের ঘূর্ণিপাকে ক্ষতিগ্রস্ত হলেও এখনো এই মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাতক্ষীরার প্রান্তিক জনগোষ্ঠীর ইতিহাসের গর্ব হিসেবে। এর যথাযথ সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি এখন সময়ের দাবি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

‘দেশের প্রচলিত আইনে শ্রমিকেরা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়েছে’

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মজুরি কমিশন গঠনের দাবি জাগ্রত পার্টির

শেরপুরে ভারতীয় চিনি, মদ ও গাজাসহ গ্রেপ্তার ৫

জিয়াউর রহমান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু: নুরুজ্জামান লিটন

মুরাদনগর নোমান কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন শরীফুল ইসলাম

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে জেলা শ্রমিক দলের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

চাকরি হারানো তিন সাংবাদিককে ধুয়ে দিলেন ব্যারিস্টার ফুয়াদ

শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে থাকবে বিএনপি : ওয়াহাব আকন্দ

গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের স্মরণ ও আ‘লীগ নিষিদ্ধের দাবি করলো সিলেটে এনসিপি

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন টেকনোলজির মাধ্যমে- ড. মো. মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ পুলিশ সার্ভিসের নতুন কমিটি সভাপতি নাজমুল সম্পাদক আনিসুজ্জামান

মুজিবনগরে কৃষকের ৩০০ ড্রাগন গাছ কেটে দিল দুর্বৃত্তরা

“বিক্ষোভে নতি, রুয়া নির্বাচনে ফেরার আভাস: কালই গঠিত হচ্ছে নতুন অ্যাডহক কমিটি”

সিলেটে লাল পতাকা মিছিল করলো সমাজতান্ত্রিক ফ্রন্ট

সীমান্তে আরাকান আর্মির কার্যক্রমে অসন্তুষ্ট মানুষ

নেত্রকোনার মোহনগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন ট্রাম্প

জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমীর খসরু