আগামী ১৮এপ্রিল লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর যৌথ আয়োজন করা হয়েছে কর্মী সম্মেলন।সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় লাকসাম শহরের একটি কনফারেন্স রুমে কর্মী সম্মেলনের সামগ্রিক বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় কথা বলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী,লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মু.জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম,কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন,লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মু.শহিদ উল্যাহ,লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জোবায়ের ফয়সাল,কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি আবদুর রব ফারুকী প্রমুখ।
এসময় অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী জানান -আগামী ১৮এপ্রিল লাকসাম সরকারি পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলন হবে লাকসামের ইতিহাসে একটি সুশৃঙ্খল সম্মেলন। আমাদের সম্মেলনে সর্বমোট ২৫হাজার কর্মী অংশ গ্রহণ করবেন।শৃঙ্খলা বিভাগে দায়িত্ব পালন করবে ৪শতাধিক স্বেচ্ছাসেবক। নির্ধারিত ৫টি স্পটে গাড়ি পার্কিং করতে হবে।
তিনি বলেন- আমাদের (জামায়াতের) কর্মী সম্মেলন ইনশাআল্লাহ,১৮ এপ্রিল সকাল ৮টায় অনুষ্ঠিত হবে এবং সাড়ে ১১টার মধ্যেই সমাপ্ত হবে।পরে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে কর্মী সম্মেলনটি সুশৃঙ্খল ও সফল করতে লাকসামে সর্বস্থরের মানুষের সহযোগিতা এবং প্রচার ও প্রসারের ক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কর্মী সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জামায়াত নেতৃবৃন্দ জানান -
বাংলাদেশ জামায়াতে ইসলামী খোদাভীরু, সৎ এবং দেশ প্রেমিক নাগরিক গঠনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি কুরআন ও সুন্নাহর আলোকে একটি কল্যাণকর রাস্ট্র গঠনে কার কি ভূমিকা /দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হবে।
কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব,কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট মো.
শাহজাহান, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মুহাম্মদ ইয়াসিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডা: আবদুল মমিন, মুহাম্মদ মাহফুজুর রহমান,লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. শহিদ উল্যাহ এবং লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মু.জোবায়ের ফয়সালের যৌথ সঞ্চালনায় উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা, লাকসাম উপজেলা ও লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।