হাতীবান্ধায় ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু, রাতে লাশ হস্তান্তর
১৮ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসিবুল ইসলাম(২৫) নামে এক যুবকের মত্যু হয়েছে। তবে এ বিষয়ে কোন বক্তব্য বা কথা বলতে রাজি হয় নি বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১ টার দিকে বাংলাদেশের বিজিবি ও পুলিশের নিকট লাশ হস্তান্তর করেন ভারতীয় বিএসএফ ও পুলিশ। গভীর রাতেই জানাযা ও দাফন সম্পূর্ণ করা হয়েছে। এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) ভারতীয় বিএসএফের গুলিতে ওই যুবকের মৃত্যু হয়। নিহত হাসিবুল ইসলাম উপজেলার সিংগীমারী এলাকার জাহিদ ইসলামের পুত্র। হাসিবুল ৫ মাস আগে বিয়ে করেছেন। স্বামী-স্ত্রী দুজনই রাজধানী ঢাকার একটি ইট ভাটায় কাজ করেন। গত ৭দিন আগে বাড়িতে বেড়াতে এসেছেন।
জানাগেছে, গত বুধবার সিংগীমারী সীমান্ত এলাকায় ঘাস কাটতে যায় হাসিবুল ইসলাম। এ সময় ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয় হাসিবুল। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে রাইফেলের বাট ও হাতে থাকা লাঠি দিয়ে মেরে টেনেহিঁচড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এরপর গুরতর আহত হাসিবুলকে শীতলকুচি থানার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা অবনতি হলে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু বরণ করেন হাসিবুল।
এনিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার সীমান্ত ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামের খারিজা জোংড়া সীমান্তবর্তী স্থান দিয়ে হাসিবুলের লাশ বাংলাদেশের বিজিবি ও পুলিশের নিকট হস্তান্তর করেন ভারতীয় বিএসএফ ও পুলিশ।
এ সময় ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের কমান্ডার রাজ কুমার, শীতলকুচি থানার ওসি ও বাংলাদেশের ৬১ বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংড়া ক্যাম্পের প্রতিনিধি সুবেদার রেজাউল ইসলাম, পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম এবং নিহত যুবকের বাবা জাহিদুল ইসলাম ও চাচা রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
রাতেই লাশ নিহতের বাবা ও চাচার নিকট হস্তান্তর করে থানা পুলিশ। এরপর হাসিবুলের মরদেহ রাত ১টার দিকে নিজ বাড়িতে পৌছায়। আর রাত ২টায় জানাযা শেষ হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশের পুলিশ এবং বিজিবির নিকট লাশ হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া শেষে রাতেই লাশ নিহতের বাবা এবং চাচাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

শেখপাড়ায় লোডশেডিং

ভারতের পানি আগ্রাসন ও ফারাক্কা লং মার্চ

ফ্রোজেন সোল্ডার কি? কেন হয় এবং প্রতিকার কি?

ফ্যাসিজমের ধারক ও বাহক শিল্পীরা কী জবাব দেবেন

কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত

দাবি আদায়ের নামে ঘেরাও-অবরোধের প্রবণতা অগ্রহণযোগ্য

কবিতা

পর্ণির বিড়াল

সমকালীন রাজনৈতিক বাস্তবতার অসামান্য শিল্পস্মারক

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত

ইউক্যালিপটাস ও আকাশমনি রোপণ-উত্তোলন-বিক্রয়ে নিষেধাজ্ঞা

৩৩ খাল রক্ষণাবেক্ষণ-সবুজায়নে কাজ করবে ডিএনসিসি নির্ধারিত স্বেচ্ছাসেবকরা

দেশে-বিদেশে কনসার্ট নিয়ে ব্যস্ত ন্যানসি

নিষিদ্ধ দলের নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

অ্যাম্বার হার্ডের যমজ সন্তানের বাবা কে?

জিয়া উদ্দিন আলমের নতুন নাটক ‘বন্দি’

শাড়ির মডেল হলেন নাদিয়া

আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে : মির্জা আব্বাস

প্রকাশিত হচ্ছে নেমেসিসের নতুন অ্যালবাম ভিআইপি

ছাগলনাইয়া পৌর শহরে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান