রাবি অধ্যাপক ড. হীরা সোবাহানের ৩০০’×২’ স্ক্রলচিত্র : গ্রাম-বাংলার লোকজ স্মৃতি ও শিকড়ের সন্ধান
১৮ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পিএম | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পিএম

ভোরের আলো ফোটার আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলার আঙিনায় যেন বাজতে শুরু করেছে এক নীরব বাউলের একতারা। আর সেই অদৃশ্য সুরে সাড়া দিয়ে বাংলার হারিয়ে যাওয়া জীবনের গল্পেরা একে একে ধরা দিয়েছে রঙে, রেখায়, প্রাণে–তিনশো ফুট লম্বা এক মহাকাব্যের মতো স্ক্রলচিত্রে।
১৪ এপ্রিল, রবিবার—নববর্ষের রৌদ্রছায়া মেশানো সকালে—প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। আর শুরু হলো একদিনব্যাপী এক অন্যরকম যাত্রা। দর্শনার্থীরা হাঁটলেন দীর্ঘ তিনশো ফুটের ক্যানভাসের পাশে পাশে, আর আবিষ্কার করলেন নিজেদের হারানো শৈশব, গ্রামীণ শেকড়, লোকগানের সুর আর মাটির ঘ্রাণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের অধ্যাপক ড. আবদুস সোবাহান, যিনি শিল্পীজগতে হীরা সোবাহান নামে পরিচিত, সেই বিস্ময়কর শিল্পকর্মের নির্মাতা। দুই মাস ধরে রঙ, ক্যানভাস আর হৃদয়ের গভীরতম অনুভব দিয়ে গড়ে তুলেছেন এই অনন্য সৃষ্টি। প্রস্থ মাত্র ২ ফুট, অথচ দৈর্ঘ্যে তিনশো ফুট! ভাবতেই শিহরণ জাগে।
প্রস্থে মাত্র ২ ফুট হলেও, এই স্ক্রলচিত্র যেন হয়ে উঠেছিল বাংলার বিস্তৃত আত্মচিত্র। এই স্ক্রলচিত্র যেন বাংলার লোকজ সংস্কৃতির এক বিশাল নদী—যেখানে ভেসে বেড়ায় নবান্ন উৎসবের ধানগন্ধা, পৌষ সংক্রান্তির উড়ন্ত রঙিন ঘুড়ি, গাঁয়ের মেলার বাঁশি, গরুর গাড়ির চাকার শব্দ, শৈশবের খেলাধুলা, পুকুরঘাটে মাছ ধরার দৃশ্য, মাটির হাঁড়ির কারুকাজ, বউচি খেলা, পুতুল নাচ, লোকমেলা, মায়ের কাঁথা—যা আজ হারিয়ে যাচ্ছে শহরের কোলাহলে কিংবা সান্ধ্য গানের আসরে হারিয়ে যাওয়া বাউল কণ্ঠ।
শিল্পী অধ্যাপক আবদুস সোবাহান (হীরা সোবাহান) জানান, “এই স্ক্রলচিত্র আমার হৃদয়ের মাটি, আমার শেকড়কে ছুঁয়ে দেখার প্রয়াস। আমি শুধু ছবি আঁকিনি—আমি আমার বাংলা খুঁজে ফিরেছি।” “আমার জানামতে, বাংলাদেশের ইতিহাসে এত বড় (৩০০ ফুট × ২ ফুট) স্ক্রলচিত্র এর আগে কখনো প্রদর্শিত হয়নি,” বলছিলেন তিনি, এক চিলতে গর্ব আর অপার ভালোবাসা নিয়ে।
প্রদর্শনীটি শুধু চিত্রশিল্প নয়, ছিল আবেগ, ছিল স্মৃতিচারণ, ছিল দর্শকের চোখে জল এনে দেওয়া মুহূর্ত। দর্শনার্থীদের অনেকেই বলছিলেন, “এই ছবিগুলো যেন কথা বলছে!”—কেউ ছেলেবেলার স্মৃতি খুঁজে পেয়েছেন, কেউবা মাটির গন্ধ।
এই স্ক্রলচিত্র ছিল কেবল এক শিল্প প্রদর্শনী নয়—এ ছিল বাংলার আত্মার এক দীর্ঘচিত্র। তিনশো ফুটে লেখা হয়েছিল, আমাদের শেকড়ের কবিতা। প্রতিটি ফুটে লুকিয়ে আছে একেকটি জীবন্ত গল্প—যা বাংলার শেকড় থেকে উঠে এসে বলে, “আমরা ছিলাম, আছি, এবং থাকব—তোমার রক্তে, তোমার স্মৃতিতে, তোমার সংস্কৃতিতে।”
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

মৌলভীবাজার সীমান্তে আরো ৩০ জনকে পুশইন করেছে বিএসএফ

চল চল যমুনা যাই এ রাজনীতি আর হতে দেবো না -মাহফুজ আলম

সাম্য হত্যাকারীদের শাস্তির দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারকে আহ্বান চরমোনাই পীরের

স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বিভিন্ন ইসলামী দলে তীব্র প্রতিবাদ

ব্যতিক্রমী আরিফ, দেশে ফিরে যে বার্তা দিলেন বিএনপি নেতা কর্মীদের

এই সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় : মির্জা আব্বাস

কম্বল আত্মসাতের মামলায় সাবেক মহিলা এমপি কাজী হেলেন ও তার দুই ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আটঘরিয়ায় কলেজ নির্বাচনী ফরম তোলাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক ফরিদ আহমদ সোবহানী

বৃত্তির টাকায় প্রতারকদের চোখ, কঠোর নির্দেশনা মাউশির

গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না: তথ্য উপদেষ্টা

জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না : ১২ দলীয় জোট

মেহেরপুরে মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত

কিশোরগঞ্জ স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক সন্তানের জননী পারুল

অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম, দাবি প্রেস সচিবের

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের নেতার উপরে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের নেতার উপরে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছাগলনাইয়া পৌর শহরে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান