লাকসামে ইকরা মহিলা মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ
১৯ এপ্রিল ২০২৫, ০৮:০১ এএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৮:০১ এএম

কুমিল্লার লাকসামে ইকরা মহিলা মাদরাসার নাহবির ক্লাসের আবাসিক শিক্ষার্থী মোসাম্মৎ সামিরা (১৩) নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মাদরাসা অধ্যক্ষ বলছেন বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় সামিরা ৫ তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়।পরে পথচারীরা তাকে দেখে মাদরাসা কর্তৃপক্ষকে অবগত করলে আমরা(মাদরাসা শিক্ষকরা)তাকে হাসপাতালে নিয়ে যাই।তবে পরিবার বলছেন ভিন্ন কথা।
নিহত মোসাম্মৎ সামিরা নাঙ্গলকোট পৌরসভার নাওগোদা এলাকার প্রবাসী নিজাম উদ্দিনের মেয়ে।
মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে-মোসাম্মৎ সামিরা নাঙ্গলকোট পৌরসভার নাওগোদা এলাকার প্রবাসী নিজাম উদ্দিনের মেয়ে।সামিরা লাকসামে ইকরা মহিলা মাদরাসার নাহবির ক্লাসের আবাসিক শিক্ষার্থী।বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই ঘটিকার সময় সামিরাকে মাদরাসার পাশের সড়কে অসুস্থ অবস্থায় পাওয়া যায়।তাকে উদ্ধার করে মাদরাসার শিক্ষকরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার (সামিরাকে) ঢাকায় রেফার করে।মাদরাসা কতৃপক্ষ বিষয়টি সামিরার অভিভাবকদের অবগত করলে ভোর ৫টার দিকে(সামিরার) পরিবারের সদস্যরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তির চেষ্টা করেন। পরে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। বিষয়টি ধানমন্ডি থানা পুলিশ লাকসাম থানা পুলিশকে অবগত করলে তারা(লাকসাম থানা পুলিশ) ঘটনার তদন্তে নামে।
মাদরাসা কতৃপক্ষ যদিও বলছেন অদৃশ্য কারণে সামিরা ৫তলা থেকে জানালা দিয়ে ঝাঁপ দিয়েছে। কিন্তু সামিরার মা শারমিন আক্তার বিষয়টি মেনে নিতে পারছেন না, বরং তিনি বলছেন সামিরার মৃত্যু নিয়ে থাকতে পারে অন্য কোন রহস্য। তিনি (সামিরার মা)আশা করছেন সামিরার সুরুত হালের রিপোর্ট আসলে বের হবে প্রকৃত রহস্য। বিষয়টি নিয়ে চলছে সর্বত্রই মিশ্র প্রতিক্রিয়া।
তবে আমাদের প্রতিবেদকে লাকসাম ইকরা মাদরাসার বেশ কয়েকজন ভুক্তভোগী অভিভাবক জানান মাদরাসাটির শিক্ষকদের বিভিন্ন অপকর্মসহ নানান অভিযোগের কথা।
সামিরার মামা নাছির উদ্দিন ও একই বাড়ির চাচা সৈকত বলেন, পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন করার জন্য পুলিশকে অনুরোধ করেছি। পুলিশ পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন করতে দেয়নি। তাই আমরা থানায় অভিযোগ করবো। মাদ্রাসা কর্তৃপক্ষ জোর করে মেয়েটিকে আবাসিকে রেখেছে। পাঁচ তলা থেকে পড়ে হাঁড়গোড় ভাঙ্গেনি। সে রাস্তার পাশে পড়ে কাঁদছিল, বিষয়টি সন্দেহজনক। মেয়েটির মৃত্যুর সাথে মাদ্রাসা কর্তৃপক্ষ জড়িত।
মাদ্রাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় মাদ্রাসার পাশের লোকজন মেয়েটিকে রাস্তায় পড়ে কাঁদতে দেখে আমাকে ফোন দেয়। খবর পেয়ে তৎক্ষণাৎ তাকে পার্শ্ববর্তী ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার না থাকায় আমেনা মেডিকেলে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার ঢাকায় নেয়ার পরামর্শ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
এবিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি)নাজনীন সুলতানা বলেন -ঢাকার ধানমন্ডি থানা পুলিশ বিষয়টি আমাদেরকে অবগত করলে আমরা (লাকসাম থানা পুলিশ) তদন্ত শুরু করেছি।চেষ্টা করছি প্রকৃত ঘটনা উদঘাটন করার জন্য। শুক্রবার রাতে নিহত সামিরার মা বাদি হয়ে লাকসাম থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেন। সুরুত হালের রিপোর্ট আসলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।।
এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সৌমেন মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানালার মধ্যখানে একটি রড ফাঁকা রয়েছে। ঐ ফাঁক দিয়ে সে ঝাপিয়ে পড়তে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে নিহতের পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষ কেউ বিষয়টি পুলিশকে জানায়নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

কবে ফিরবেন খালেদা জিয়া, জানালেন তার একান্ত সচিব

গাজীপুরে মে দিবস পালিত

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ফিরেছে হাজারো জেলে

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

মতলবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মে দিবস পালিত

রাজশাহীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে: ব্যারিস্টার কামরুজ্জামান

ফুলপুরে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা

আশুলিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আমি কখনও সংস্কারের বিপক্ষে ছিলাম না : মির্জা আব্বাস

সাভারে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে: নজরুল ইসলাম খান

আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে রঙ মিস্ত্রিকে হত্যা, অভিযুক্তকে আটকের সময় আহত ৪

হেফাজতে ইসলামের কর্মসূচিতে ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলার পূর্ণ সমর্থন

পশ্চিম নাইজারে ৫ ভারতীয় নাগরিককে অপহরণ

সিলেটে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে মামাতো ভাইয়ের মৃত্যু

নাহিদ কি আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন: প্রশ্ন রাশেদের

অবিলম্বে মজুরি কমিশন গঠন করে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করুন: সেলিম উদ্দিন

রিয়ালের সাবেক কোচ এবার কাতারের দায়িত্বে