নকিপুর জমিদার বাড়ি গৌরবোজ্জ্বল ইতিহাসের সাক্ষ্য
১৯ এপ্রিল ২০২৫, ১২:১৮ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ১২:১৮ পিএম

দেড়শ বছর আগে নির্মিত রাজকীয় স্থাপনা আজও দাঁড়িয়ে আছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে। ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্যশৈলীর এক অপূর্ব সংমিশ্রণ নকিপুর জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে পরিচিত রায় চৌধুরীর বাড়ি বা জমিদার হরিচরণ রায়ের জমিদার বাড়ি নামে।
১৮৮৮ সালে জমিদার হরিচরণ রায় চৌধুরী তাঁর ঐশ্বর্য আর রুচিবোধের অনন্য নিদর্শন হিসেবে গড়ে তোলেন ইংরেজি ‘এল’ প্যাটার্নে নির্মিত ৪১ কক্ষবিশিষ্ট এই তিনতলা ভবনটি। শ্যামনগর থানার সদর থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত এ জমিদার বাড়ি ছিল একসময় স্থানীয় জনজীবনের কেন্দ্রস্থল। জেলা শহর সাতক্ষীরা থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বাড়ির অবস্থান ভৌগলিকভাবেও তাৎপর্যপূর্ণ।
জমিদার বাড়িটির বিস্তার ছিল প্রায় ১২ বিঘা জমির ওপর। এর মধ্যে মূল প্রাসাদটি নির্মিত হয় সাড়ে তিন বিঘা জমিতে, যা দেড় হাত প্রস্থের শক্ত প্রাচীর দিয়ে ঘেরা ছিল। প্রবেশপথে ছিল এক বিশাল সিংহদ্বার। কিছুটা সামনে ছিলো বিশাল শান বাঁধানো পুকুর।পুকুরটিতে সারাবছর পানিতে পরিপূর্ণ থাকতো এমনকি গ্রীষ্মকালেও পানি শুকাত না। পুকুরঘাটের পাশেই দাঁড়িয়ে ছিল ৩৬ ইঞ্চি সিঁড়ির একটি নহবতখানা, যার আটটি স্তম্ভ আজও ঠাঁই দাঁড়িয়ে অতীতকে স্মরণ করিয়ে।
ভবনের দৈর্ঘ্য ২১০ ফুট এবং প্রস্থ ৩৭ ফুট। নিচতলায় ছিল অফিস কক্ষ, পূজার ঘরসহ ১৭টি কক্ষ এবং উপরতলায় ছিল আরও ৫টি কক্ষ। প্রতিটি কক্ষ ছিল কাঠের শৈল্পিক আসবাব, কার্পেট ও চন্দন কাঠের পালঙ্ক দিয়ে সুসজ্জিত। দরজা-জানালা ছিল শাল, সেগুন কাঠ এবং লোহার তৈরি। ছাদগুলো ছিল ১০ ইঞ্চি পুরু চুন-সুরকির। এই স্থাপনার অলিন্দ, খিলান, কলাম ও পেডিমেন্টে স্পষ্ট ছাপ আছে ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের। প্রতিটি প্রবেশপথ ছিল ২০ ফুট অন্তর, চারটি গেট দিয়ে প্রবেশের সুযোগ থাকায় বাড়িটি ছিল সুবিন্যস্ত ও সুরক্ষিত।
জমিদার হরিচরণ রায় ছিলেন একাধারে জনহিতৈষী ও প্রতাপশালী শাসক। তাঁর আমলে শ্যামনগর তথা সাতক্ষীরার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক বহু কাজ সম্পন্ন হয়। লোককথা অনুযায়ী, তাঁর মা ঘুমে স্বপ্নে গুপ্তধনের অবস্থান পেতেন- এ থেকেই নাকি হরিচরণ বিপুল সম্পদের মালিক হন এবং সূর্যাস্ত আইন প্রয়োগ করে তিনি বহু জমি কিনে স্বতন্ত্র জমিদারিতে পরিণত হন।
জমিদার হরিচরণ ১৯১৫ সালে মৃত্যুবরণ করেন। এরপর তাঁর দুই পুত্র ১৯৩৭ ও ১৯৪৯ সালে মারা যান। ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ১৯৫৪ সালে জমিদার পরিবার স্বজনদের নিয়ে ভারতে পাড়ি জমায়। তারপর থেকেই বাড়িটি অবহেলা আর লুটতরাজের শিকার হতে থাকে। মূল্যবান সব আসবাব ও স্থাপত্য উপকরণ চলে যায় চোর ও লুটেরাদের হাতে।
বর্তমানে জমিদার বাড়ির অধিকাংশ কক্ষ ধ্বংসপ্রাপ্ত। দেয়ালের চুন-সুরকি খসে পড়ছে, ছাদে ফাটল ধরেছে, আর গাছ-লতাপাতা জড়িয়ে ধরেছে পুরো কাঠামোকে। এককালে জমিদার পরিবারের দুর্গাপূজার আয়োজনের জন্য নির্মিত বিশেষ পাকা প্যান্ডেলটিও আজ শুধুই স্মৃতি।
তবে আশার কথা হলো, জমিদার বাড়িটি রক্ষায় সরকার এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে।
যে প্রাসাদ একসময় ছিল রাজকীয়তার প্রতীক, তা আজ দাঁড়িয়ে আছে একরাশ ধুলো আর ভগ্নদশার মাঝে। তবে এটি কেবল অতীতের স্মারক নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনার এক উজ্জ্বল দিগন্তও। প্রয়োজন শুধু যথাযথ সংরক্ষণ ও প্রশাসনিক সদিচ্ছার। তাহলেই হয়তো আবারও প্রাণ ফিরে পাবে সাতক্ষীরার নকিপুর জমিদার বাড়ি, ফিরে পাবে তার হারানো গৌরব।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট

লর্ডসে হবে আসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল

নরসিংদীর শিবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ফেসিষ্ট সরকারের দোসররা শ্রমিকদের ব্যাবহার করে ফায়দা হাসিল করেছে, বিএনপি তা করবেনা : -মাহমুদুল হক রুবেল

মাওলানা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে আনোয়ারা সড়ক অবরোধ করে বিক্ষোভ

‘ইয়ামালের মত খেলোয়াড় ৫০ বছরে একবারই জন্ম নেয়’

কুলাউড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের ৪ গরু পুড়ে ছাই

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবীতে কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

মার্তিনেসকে নিয়ে দুর্ভাবনায় ইন্টার

বার্সা-ইন্টার: শেয়ানে শেয়ানে লড়াই

আখেরী মোনাজাতের মাধ্যমে বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা শরিফ সম্পন্ন

ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি

পাকিস্তানি সেলিব্রেটিদের ইন্স্ট্রাগ্রাম ব্লক করেছে ভারত সরকার

নাঙ্গলকোটে শিশুর রহস্যজনক মৃত্যু, নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

সরাইলে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০

ভারতে বাস থামিয়ে নামাজ আদায় করায় চালকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

শহীদ জিয়া এদেশের শ্রমিকদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: কাজী শিপন

বিএনপির শ্রমিক সমাবেশ জনতার ঢল, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা

সারা বিশ্বে শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেছে: ডিসি মানোয়ার হোসেন

বৈধ অভিবাসীদের জন্যও নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের