হরিরামপুরে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, এলাকাবাসীর ওপর হামলার অভিযোগ, আহত ৩
১৯ এপ্রিল ২০২৫, ০১:১৯ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৯ পিএম

মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর সীমানায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও আনলোডে বাঁধা দেয়ার জেরে স্থানীয় নারী পুরুষের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী পুরুষসহ তিন জন আহত হয়েছে। আহতেরা হলেন কুশিয়ারচর গ্রামের আলমগীরের স্ত্রী মমতা বেগম (৩৫), একই গ্রামের বারেক গায়ানের ছেলে রবিউল গায়ান ও গোবিন্দ দাসের ছেলে গোকুল দাস। তবে হামলার ঘটনায় বালু ব্যবসায়ীর সহযোগীদের বিরুদ্ধে আহত মমতা বেগমের ওপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়া হয় বলে স্থানীয়রা জানান।
শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় থানা পুলিশকে অবহিত করলে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরেই কুশিয়ারচর কালিতলা এলাকায় নদীর তীরবর্তী স্থান থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল। সেই বালু কুশিয়ারচর গ্রামে পদ্মাপাড়ে আনলোডার মেশিন দিয়ে আনলোড করার কারনে ভাঙনরোধে ফেলা জিও ব্যাগগুলো নষ্ট হচ্ছে। এতে করে নদী ভাঙ্গনের আতংকে দিনপার করছেন ওই গ্রামের পদ্মাপাড়ের শতশত পরিবার । অবৈধ ড্রেজার বন্ধে দুই-তিন মাস আগে মানিকগঞ্জ সেনা ক্যাম্পে বিষয়টি স্থানীয়রা জানালে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বন্ধ করে দিয়ে যায়। এ ঘটনায় কয়েকদিন বন্ধ থাকার পরে পুনরায় বালু উত্তোলন ও আনলোড শুরু হয়।
এলাকাবাসী দাবি করেন, সম্প্রতি ছোট ড্রেজার (সেলো মেশিনের বাংলা ড্রেজার) দিয়ে নদী পাড়ের ১০০ মিটারের মধ্যে বালু কেটে আনলোড শুরু করা হয়। এলাকাবাসীর অভিযোগ উপজেলা যুবদল কর্মী সোহেল শিকদার ও তার লোকজন রাতে বালু উত্তোলন করে পাশেই তার গদিতে ফেলছে। অবৈধভাবে বালু উত্তোলন ও বালু আনলোডের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে বৃহস্পতিবার সকালে আনলোড মেশিনে আগুন ধরিয়ে দেয় এবং পাইপ ভাংচুর করে। এ ঘটনার জেরে ওই বালুর গদির মালিক সোহেল শিকদারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত স্থানীয় ফোকন গায়ানের ছেলে সাইদুর গায়ানসহ সোহেলের লোকজন মোটরসাইকেল নিয়ে এসে স্থানীয়দের ওপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় আলমগীরের স্ত্রী মমতার ওপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দেয় বালুর গদি মালিকের লোকজন।
স্থানীয়রা আরও জানায়, এলাকায় তিনটি গদিই সাইদুরের আত্মীয় স্বজনদের। সাইদুরের কারণেই এই অবৈধ বালু উত্তোলন বেড়েছে। আজও সাইদুর স্থানীয়দের গালমন্দ করেছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সাইদুর গায়ানকে মারধর করে। পাশাপাশি বালু ব্যবসায়ীর গদি ঘর ভালচুরসহ গদিতে থাকা এক্সাভেটর ভাংচুর করে।
বালু ব্যবসায়ীর সহযোগীদের হামলায় আহত রবিউল গায়ান জানান, আমাদের গ্রামের খোকন গায়ানের ছেলে সাইদুর গায়ানের সহায়তায় ঝিটকা বাজারের ব্যবসায়ী সোহেল শিকদার বালুর গদি করেছেন। তারা রাতে অবৈধভাবে পদ্মার পাড় থেকে বালু কেটে আনলোড করে গদিতে ফেলে। এ ঘটনায় এলাকার নারী পুরুষ সম্মিলিতভাবে বৃহস্পতিবার তাদের আনলোড পুড়িয়ে দেয়। এর জের ধরেই শুক্রবার দুপুরে ২০টি মোটরসাইকেলে সোহেল শিকদারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের গ্রামে আসে এবং যাকে যেখানে যেভাবে পাইছে তার ওপর হামলা করছে। ওই হামলায় আমিও আহত হই। আমাকে কোপ দিলে আমার হাতে হালকা কোপ লাগে। হাতে তিনটি সেলাই লেগেছে। এসময় হামলাকারীরা আলমগীরের স্ত্রী মমতাকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে সড়কের পাশের খাদে ফেলে দেয়। পরে স্থানীয়রা রুখে দাঁড়ালে হামলাকারীরা সটকে পড়ে।
হামলায় আহত নারী মমতা জানান, আমরা নদীর পাড় থেকে বালু কাটতে বার বার না করেছি। কিন্তু তারা শোনে নাই।আমাদের ভিটে মাটি রক্ষায় বৃহস্পতিবার এলাকার সবাই মিলে আনলোডের পাইপ ভাংচুর করা হয়। তার জের ধরেই আজ আমাদের ওপর হামলা চালায়।
কুশিয়ারচর গ্রামের আইয়ুব খান জানান, দীর্ঘদিন ধরে আমাদের এখানে বালু কাটতেছে। আগে নদীর মাঝে কাটলেও কিছুদিন আগে নদীর কিনার থেকে কাটা শুরু করে। আমরা না করলেও ফিরে নাই। এখানে জিও ব্যাগের ওপর দিয়ে আনলোড বসিয়েছে। মেশিনের শব্দে আমরা ঘুমাতে পারি না। অবশেষে এলাকাবাসী মিলে আনলোড মেশিন পুড়িয়ে ফেলে তারই জেরে গতকাল আমাদের এলাকায় হামলা চালায়।
এ বিষয়ে বালু ব্যবসায়ী যুবদল নেতা সোহেল শিকদার জানান, বালু উত্তোলনে আমার কোনো ড্রেজার নাই। আমি বালু মহালের ইজারাদারের কাছ থেকে বালু কিনে আনলোড করি। একটি চক্র আমার কাছে চাঁদার দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে ৩০ লাখ টাকার পাইপ ভাংচুর করেছে। আমার আনলোডে আগুন দিয়েছে। আমার আনলোডের মালিকের কাছ থেকে ৬৭ হাজার টাকা নিয়ে গেছেন। এ বিষয়ে পুলিশকে জানালে পুলিশ তদন্তে যাবে বলে আমি ওখানে গিয়েছিলাম। আমি কোনো লোকজন পাঠাইনি। কারা হামলা করেছে এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমার কোনো লোকজন কোনো নারীর ওপর মোটরসাইকেল তুলে দেয়নি। আমি পূর্বে কালিতলার হুমায়ুন মামুন ওদের কাছ থেকে অনেক বালু ক্রয় করেছি। তখন কোনো সমালোচনা হয় নাই অথচ কিছুদিন পূর্বে বৈধ ইজারাদারের কাছে একটু কম দামি বালু ক্রয় করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কালিতলাবাসীর আরও তিনটা বালুরগোদি আছে।
হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত শাহিন ( মোল্লা শাহিন) বলেন, যুবদলের কেউ যদি অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ মেনে নেয়া হবে না। অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ফৌজদারি অপরাধে কেউ অভিযোগ দিলে আাইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, পহেলা বৈশাখ থেকে সরকারের কোনো বালু মহাল ইজারা দেয়া নেই। যদি এখন অবৈধভাবে কেউ বালু উত্তোলন করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

দাওয়াতে ইসলামীর জামিয়াতুল মদীনার দাওরাতুল হাদীস উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে দস্তারবন্দী প্রদান

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএডিসি আলু চাষীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গণমানুষের অধিকার, দুর্নীতি উন্মোচন ও রাষ্ট্রীয় স্বচ্ছতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়

প্রশংসনীয় কর্মের স্বীকৃতিতে 'আইজি ব্যাজ' অর্জন করলেন এসএমপি কমিশনার রেজাউল

দৌলতপুরে বিদ্যুতের সাব-স্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে চোরের মৃত্যু

গোয়ালন্দে আ.লীগের তিন নেতা গ্রেফতার

ভারতের বিরুদ্ধে বেলুচিস্তানের রাস্তায় বিক্ষোভ করেছে পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীরা

কেরানীগঞ্জে যথাযথ মর্যদায় মহান মে দিবস পালিত

লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ না লেখার আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

নাফ নদ থেকে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

রাজস্থানে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ

চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে ছাই হলো স্বপ্ন- নিঃস্ব সাবেক দফাদার জহুর লাল শীল

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

ঠাকুরগাঁওয়ে রাতের আকাশে রহস্যময় আলো

কসবায় উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

কেন কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ?

বগুড়ায় মব সৃষ্টি করে সন্ত্রাসী হামলা ,আহত সাংবাদিক হাসপাতালে

শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি -ড. সরওয়ার ছিদ্দিকী

রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের এবাদত খানায় কার্পেট ও সাউন্ড সিস্টেম প্রদান

আমেরিকায় মহাকাশ বিষয়ক প্রতিযোগিতায় বিশ্বসেরা ঝিনাইদহ ক্যাডেট কলেজ