অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে হাসিনা জাদুঘরে পাঠিয়েছিল: রিজভী
১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২২ পিএম

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল পতিত শেখ হাসিনা। নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। আর এই নির্বচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্যই সংস্কার করা প্রয়োজন। কিন্তু সংস্কার আর কত?’ শনিবার নাটোরের আলাইপুরের জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটরিয়ামে সকাল ১০টায় নাটোর জিয়া পরিষদ আয়োজিত স্বাধীনতা-সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেন।
এছাড়া সেমিনারে নাটোর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন-এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এ্যাড. এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ আরোও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস ডিসেম্বরের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেয়ার কথা বলেছেন। সেই বিশ্বাসটা ড. ইউনুস সাহেবের কাছে রেখেছেন জনগন। তিনি এই কাজটি করবেন। কারন তিনি আন্তর্জাতিক সম্মানপ্রাপ্ত মানুষ। কিন্তু ডিসেম্বর আসতে আর ৭-৮ মাস বাকি। সংস্কার সংস্কার করে ডিসেম্বর থেকে মার্চ, মার্চ থেকে জুন নিয়ে গেলে রাজনৈতিক দলগুলো আবার আন্দোলনে রাজপথে নামবে। সংস্কারের কথা তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই বলছেন। উনি ৩১ দফা জাতির সামনে তুলে ধরেছেন। সরকারের কেউ কেউ বলছেন যে সংস্কারের পর যে বিএনপি ক্ষমতায় আসলে তারা যদি বাস্তবায়ন না করে। এটা ঠিক না। কারন সংস্কার একটি চলমান প্রক্রিয়া আর একটি রাজনৈতিক দলের অঙ্গীকার। যে দল অঙ্গীকার করবে সে তার কথা রাখতে বাধ্য।’
বিএনপি নেতা রিজভী আহমেদ আরোও বলেন বহুদলীয় গণতন্ত্রের পথিকৃত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনিই গণতন্ত্র রক্ষার জন্য ১৯ দফা দিয়েছিলেন। এই ১৯ দফা বাস্তবায়ন করলেই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। অথচ শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় এসেই আবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিলেন। তিনি বলেন শেখ হাসিনা ভারতের সুবিধা দেয়ার জন্যে সবকিছু করেছেন। হাসিনা বলেছিল আমি ভারতকে যা দিয়েছি তা তারা সারাজীবন মনে রাখবে। আর এজন্যই ভারত পতিত হাসিনাকে আশ্রয় দিয়েছে। হাসিনা দেশের ভিতরে এতো খুন, গুম, হত্যা আর বিরোধীদের নির্যাতন নিপীড়ন করেও ভারতের মদদে রাষ্ট্র ক্ষমতায় ছিল। আর শুধু তাই নয় ভারতের মিডিয়া এখনও ২৪ ঘন্টা বাংলাদেশ নিয়ে বিষোদগার করে। মিথ্যাচার করে। আর সীমান্তে হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত গুম, খুন নির্যাতনের ব্যাপারে কোন ভ্রুক্ষেপ ভারত সরকার করেনি। বরং তাদের সুবিধা দিয়েছে।
সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘যারা এই নির্বাচনকে দেরি করানোর জন্য এই একটা চক্রান্ত করছে আমি তাদের বলতে চাই। বাংলাদেশের জনগনকে যদি বোকা ভেবে থাকেন তাহলে তারা বোকার স্বর্গে আছেন। বাংলাদেশের জনগন একটি স্বচ্ছ নির্বাচন চান। অনেকদিন থেকে ভোট দিতে পারেননি। আই আপনারা অতি সত্তর নির্বাচনের তারিখ ঘোষনা করেন। কারন তারেক রহমান এর ৩১ দফার মধ্যেই সকল সংস্কার রয়েছে।’
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন। আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিল্পবসহ পরিষদের নেতারা। এর আগে একটি বর্নাঢ্য র্যালি বের করেন নেতা কর্মিরা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

টানা সাত রাত ধরে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

কেইপিজেডে পাহাড়ধসে নিহত ২, আহত ২

জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে সাগরে ফের মাছ ধরা শুরু

ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল

ইনকিলাব পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

লালপুরে মহান মে দিবস পলিত

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আজ শ্রমিক সমাবেশ করবে বিএনপি, বক্তব্য দেবেন তারেক রহমান

জয়শঙ্কর-শেহবাজ শরিফকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী বার্তা দিলেন?

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

দেশকে নতুন করে গড়ে তুলতে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি : প্রধান উপদেষ্টা

ফেঁসে যাচ্ছে আওয়ামী দালাল ১৭ অভিনয়শিল্পী

দুদকের রেকর্ড সাফল্য: ৮ মাসে ১৩ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

পল্টনে শ্রমিক সমাবেশ শুরু, দলে দলে আসছেন নেতাকর্মীরা

অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ চুক্তি সই

নির্ধারিত সময়ের ২ মাস পূর্বে সকল দেনা পরিশোধ করল পেট্রোবাংলা

নানা কর্মসূচীর মধ্যদিয়ে হিলি স্থলবন্দরে পালিত হচ্ছে মহান মে দিবস

এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত