৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট সেবার ঘোষণা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২০ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ১২:০১ এএম

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বাংলাদেশের মানুষ ইন্টারনেট ক্রয়ক্ষমতায় পিছিয়ে রয়েছে উল্লেখ করে বলেছেন, এই খাতের ব্যবসায়ীদের ইন্টারনেটের দাম কমিয়ে গুনগত মান বাড়াতে হবে। এটি করা গেলে ব্যবসাও খারাপ হয় না। তিনি বলেন, লাইসেন্সিং ক্যাটাগরি কমিয়ে তিনটিতে নিয়ে আসা হবে। এতে সামনে আরো সুযোগ তৈরি হবে। আগামী জুনের মধ্যেই টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো প্রস্তুত করা হবে। ডিজিটাল সেবাকে প্রাধান্য দেওয়া দিয়ে নেটওয়ার্ক টপোলজিকে পরিবর্তন আনা হবে, সেই সাথে টেলিযোগাযোগ খাতে রাজনৈতিক প্রভাব ছেঁটে ফেলা হবে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ-টিআরএনবি আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথিরি বক্তব্যে তিনি একথা বলেন। টিআরএনবি সভাপতি সমীর কুমার দে সভাপতিত্বে গোলটেবিল বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন টিআরএনবি’র সাধারণ সম্পাদক মাসদুজ্জামান রবিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক আল-আমীন দেওয়ান।

অনুষ্ঠানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) গ্রাহক পর্যায়ে ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট পরিসেবার ঘোষণা দেন সংগঠনটির সভাপতি ইমদাদুল হক। তিনি বলেন, এখন থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে গ্রাহকরা ১০ এমবিপিএস গতির সেবা পাবেন, যা আগে ৫ এমবিপিএস ছিল। এই সিদ্ধান্ত শনিবার থেকেই কার্যকর। ইমদাদুল হক আরো বলেন, আইএসপি অ্যাসোসিয়েশন ব্রডব্যান্ড সেবার সর্বনি¤œ গতি ২০ এমবিপিএস করতে চায় এবং এজন্য লাইসেন্স আপগ্রেডেশনের প্রয়োজন। পাশাপাশি, বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ ১০ বছর নির্ধারণের দাবি জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। তারা সহজ শর্তে ঋণ প্রাপ্তিরও দাবি জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব আইএসপিএবি’র ৫০০ টাকা দামে ৫ এমবিপিএসের জায়গায় ১০ এমপিপিএস স্পিড সেবা দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, এই দামে সবাই ইন্টারনেট দিচ্ছে কিনা তা আপনাদেরই মনিটর করতে হবে।

তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করার কলাকানুন বন্ধ করে দেওয়া হবে। এজন্য টেলিযোগাযোগন আইন ২০০১ আইনে পরিবর্তন আনা হবে, যাতে করে ইন্টারনেট সেবা বন্ধের সুযোগ চিরতরে বন্ধ দেওয়া যায়। ইন্টারনেট বন্ধে ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিনিয়োগে সমস্যা দেখা দিয়েছে। আমাদের বিশ্বকে দেখানোর দরকার আছে যে ইন্টারনেট আর বন্ধ হবে না- এটা বিনিয়োগকারীদের দেখানোর বাধ্যবাধকতা আছে, সেটা আমাদের দেখাতে হবে।

এদিকে পরে ফেসবুকে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, আইএসপি অ্যাসোসিয়েশনগুলোর প্রতিশ্রুতি মতে এখন থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে ১০ এমবিপিএস গতির সেবা পাবেন গ্রাহকরা। এর মাধ্যমে ৫ এমবিপিএসের নি¤œ গতিকে ব্রডব্যান্ডের স্বীকৃতি বাতিলের পথ সুগম হলো।

তিনি লিখেছেন, আমরা চাই অতি দ্রুতই সর্বনি¤œ গতি হিসেবে ২০ এমবিপিএসের নিশ্চয়তা দেওয়া হবে। এজন্য ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডারদের অ্যাকটিভ শেয়ারিংসহ প্রয়োজনীয় পলিসি সাপোর্ট দিতে পলিসিগত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, যারা যারা ফিক্সড ব্রডব্যান্ড সেবা দেবে তারা ওয়্যারলেস দিতে পারবে না, আর যারা ওয়্যারলেস সেবা দেয় তারা ফিক্সড ব্রডব্যান্ড সেবা দিতে পারবে না। তবে বিজনেস টু বিজনেস যদি কোনো কথা হয় তা হতে পারে।

তিনি বলেন, এক দেশ এক রেট নিয়ে আমরা আবার কাজ করবো। আইএসপি লাইসেন্সিংয়ে শুধু একটি ক্যাটাগরি থাকবে। তাই লাইসেন্স আপগ্রেডেশনের প্রশ্ন আর উঠবে না। এনটিটিএন লাইসেন্সকে একটি লাইসেন্স ক্যাটাগরিতে নিয়ে আসতে চাই।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, ধানমন্ডিতে পপ স্থাপন করা হয়েছে। সেখানে ছয় হাজার গ্রাহক সেবা নিচ্ছেন। এর মাধ্যমে চাইলে কোনো গ্রাহক ৫ মিনিটের মধ্যে অপারেটর পরিবর্তন করতে পারবেন। এর ফলে প্রত্যেক ব্যবহারকারী হ্যাপি এবং অপারেটররাও হ্যাপি। বিদ্যুৎ, জনবল সাশ্রয় হচ্ছে। সব দিক থেকে সাশ্রয় হলে আমরা ভালো সেবাটা দিতে পারবো।

লাইসেন্সের মেয়াদ ১০ বছর করার দাবি জানিয়ে তিনি বলেন, আইআইজিদের প্রাইজ ১২০ টাকা হওয়া উচিত। ব্রডব্যান্ডে আইআইজি থেকে দাম কমানোর সুবিধা পাওয়া যাচ্ছে না। আর সে কারণে জনগণের দোরগড়ায় সেবা পৌঁছাতে পারছি না। এনটিটিএনদের ট্রান্সমিশন খরচ ৫ টাকায় নিয়ে আসা সম্ভব।

ফাইবার এট হোমের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী বলেন, ইন্টারনেট এখন লাইফ লাইন। ইন্টারনেটের পেনেট্রেশন বাড়াতে হবে। রেভিনিউ এখন বড় প্রেসার। রেগুলেটরকে রেভিনিউ কালেক্টর হিসেবে ফেলা হচ্ছে। আমরা চাই রেভিনিউ বাড়ুক। এমন কোনো নীতিমালা তৈরি হোক যাতে পেনেট্রেশন বাড়ে। 

টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মোস্তফা মামুন হোসেন বলেন, মোবাইল অপারেটরেরা লাভ করছে। বিদেশের তুলনায় বাংলাদেশের মোবাইল অপারেটরদের লাভের শতাংশ অনেক বেশি।

ইন্টারনেট ও তথ্যপযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, আমাদের লক্ষ্য ঠিক করা উচিত যে আগামী ৩ বছর বা ৫ বছরে ইন্টারনেট কোথায় নিয়ে যেতে চাই। এত কাজ যে আমরা সারাদিন বসে কাজ শেষ করতে পারবো না। ইন্টারনেট সরকার বন্ধ না করলেও যখন বন্ধ হয়ে যায় যেমন- যুদ্ধ, ভূমিকম্প। ভবিষ্যতে এমন পদ্ধতি চালু রাখতে হবে যাতে ইন্টারনেট বন্ধ না হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) এর মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, রবির কোম্পানি সেক্রেটারি ও চীফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, বাংলালিংকের চীফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার তাইমুর রহমান, টেলিটকের এজিএম সাইফুর রহমান খান প্রমুখ। 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

নানা কর্মসূচীর মধ্যদিয়ে হিলি স্থলবন্দরে পালিত হচ্ছে মহান মে দিবস
ইবিতে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা দিলো সহ-সমন্বয়করা
মানিকগঞ্জে আ.লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর উজ্জ্বল হোসেনে গ্রেফতার
পেকুয়ায় একদিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০
দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চায় বিএনপি: কাজী শিপন
আরও
X

আরও পড়ুন

ফেঁসে যাচ্ছে আওয়ামী দালাল ১৭ অভিনয়শিল্পী

ফেঁসে যাচ্ছে আওয়ামী দালাল ১৭ অভিনয়শিল্পী

দুদকের রেকর্ড সাফল্য: ৮ মাসে ১৩ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

দুদকের রেকর্ড সাফল্য: ৮ মাসে ১৩ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

পল্টনে শ্রমিক সমাবেশ শুরু, দলে দলে আসছেন নেতাকর্মীরা

পল্টনে শ্রমিক সমাবেশ শুরু, দলে দলে আসছেন নেতাকর্মীরা

অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ চুক্তি সই

অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ চুক্তি সই

নির্ধারিত সময়ের ২ মাস পূর্বে সকল দেনা পরিশোধ করল পেট্রোবাংলা

নির্ধারিত সময়ের ২ মাস পূর্বে সকল দেনা পরিশোধ করল পেট্রোবাংলা

নানা কর্মসূচীর মধ্যদিয়ে হিলি স্থলবন্দরে পালিত হচ্ছে মহান মে দিবস

নানা কর্মসূচীর মধ্যদিয়ে হিলি স্থলবন্দরে পালিত হচ্ছে মহান মে দিবস

এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

মহান মে দিবস : রাজধানীতে বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা

মহান মে দিবস : রাজধানীতে বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা

আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস

সেমিফাইনালে হেরে মেসির মায়ামির বিদায়

সেমিফাইনালে হেরে মেসির মায়ামির বিদায়

ইবিতে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা দিলো সহ-সমন্বয়করা

ইবিতে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা দিলো সহ-সমন্বয়করা

মানিকগঞ্জে আ.লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর উজ্জ্বল হোসেনে গ্রেফতার

মানিকগঞ্জে আ.লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর উজ্জ্বল হোসেনে গ্রেফতার

পেকুয়ায় একদিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০

পেকুয়ায় একদিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০

ছয় গোলের রোমাঞ্চ শেষে বার্সা-ইন্টার

ছয় গোলের রোমাঞ্চ শেষে বার্সা-ইন্টার

চেন্নাইয়কে বিদায় করে শীর্ষ দুইয়ে পাঞ্জাব

চেন্নাইয়কে বিদায় করে শীর্ষ দুইয়ে পাঞ্জাব

সেমিফাইনালে হেরে আল নাসেরের বিদায়

সেমিফাইনালে হেরে আল নাসেরের বিদায়

দুদকের মামলা :  আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর দন্ডাদেশ বাতিল

দুদকের মামলা :  আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর দন্ডাদেশ বাতিল

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সঙ্কটে পড়েছে : রিজভী

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সঙ্কটে পড়েছে : রিজভী

বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ

বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ

কলকাতায় হোটেলে আগুন নিহত ১৪

কলকাতায় হোটেলে আগুন নিহত ১৪