মুক্তিযুদ্ধের সময় লুট ও অগ্নিসংযোগকারী এখন মুক্তিযোদ্ধা : মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযোগ
২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পিএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পিএম

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকলীন সময়ে বিভিন্ন স্থানে লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগকারী হাবিবুর রহমান নান্না শিকদার এখন মুক্তিযোদ্ধা বলে অভিযোগ পাওয়া গেছে। হাবিবুর রহমান নান্না শিকদার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামের আজাহার আলী শিকদারের পুত্র। একই এলাকার মিরাজ শিকদার নামের এক ব্যাক্তি এ বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে একটি অভিযোগ দায়ের করেছেন।
বর্তমানে হাবিবুর রহমান নান্না শিকদার মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়ে সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। হাবিবুর রহমান নান্না শিকদার কে রাজাকার দাবি করে মুক্তিযুদ্ধের ৯ নং সাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদ একটি প্রত্যয়ন প্রদান করেন। যেখানে জিয়া উদ্দিন আহমেদ স্পষ্টভাবে তাকে রাজাকার দাবি করেন। ২০১৭ সালের ১০ জানুয়ারি ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ৮৪ জন রাজাকারের তালিকা তৈরি করেন যে তালিকায় অভিযুক্ত নান্না শিকদারের পিতা আজাহার আলী রয়েছেন। এছাড়া নান্না শিকদার পৈত্রিক সূত্রে ১৩ কাঠা জমির মালিক হওয়ার কথা থাকলেও এলাকায় তার রয়েছে ৮০০ কাঠা জমি। অভিযোগ আছে এসব জমি তিনি মুক্তিযুদ্ধের সময় লুট করা টাকা, স্বর্ণালংকার থেকে তৈরি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মিরাজ শিকদার মুক্তিযোদ্ধা কাউন্সিলে দায়ের করা অভিযোগে অভিযুক্ত হাবিবুর রহমান নান্না শিকদার মুক্তিযোদ্ধা না হওয়ার স্বপক্ষে তথ্য প্রমাণসহ ৫ টি যুক্তি উপস্থাপন করেন। যেখানে তিনি দাবি করেন হাবিবুর রহমান নান্না শিকদার, মুক্তিযোদ্ধা সনদ নং-০৬০৫০৫০৬৪, সে মুক্তিযোদ্ধা নয়। প্রকৃতপক্ষে রাজাকার এবং এ বিষয়ে সাব-সেক্টর কমান্ডার (সেক্টর-৯) মেজর জিয়া উদ্দিন আহম্মেদ ২০০২ সালের ২ আগস্ট একটি প্রত্যয়নপত্র প্রদান করেন, হাবিবুর রহমান নান্না শিকদার ১৯৭১ সনে রাজবিহারী ডাক্তার বাড়ী থেকে ৬৫,০০০/=টাকা ও ৪০ ভরি স্বর্ণ লুট করে। এ বিষয়ে বাবুল হালদার ২০১৬ সালের ১৩ এপ্রিল আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে একটি দরখাস্ত করেন। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ২০১৭ সালের ১০ জানুযারি তারিখে ৮৪ জন রাজাকার এর তালিকা করে জেলা প্রশাসকের কাছে প্রেরণ করেন। উক্ত তালিকায় ৬০নং নামটি নান্না, পিতা-আজহার আলী, ১৯৭১ সনে মহান স্বাধীনতা যুদ্ধে রাজবিহারী ডাক্তার বাড়ীতে ০৭ জনকে হত্যা করে রাজাকারা এবং ১৯৭২ সালের ২ এপ্রিল ভান্ডারিয়া থানায় মামলা হয়, মামলা নং-১, ধারা-১৪৭/৪৪৮/৩৮০/৩৭৯/৪৩৬/৩০২/
অভিযোগকারী মিরাজ শিকদার বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন লুট, ভাঙচুর, অগ্নিসংযোগ করেও নান্না শিকদার মুক্তিযোদ্ধা হয়েছে। তিনি দিব্যি মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। তিনি যে মুক্তিযোদ্ধা নন তার যথেষ্ট প্রমাণ থাকায় আমি তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কাউন্সিলে একটি অভিযোগ দায়ের করেছি। আমি এর সুষ্ঠু তদন্ত শেষে নান্না শিকদারের মুক্তিযোদ্ধা সনদ বাতিল চাইছি।
মিরাজ শিকদার আরো বলেন, মুক্তিযুদ্ধ কাউন্সিলে অভিযোগের পর আমাকে দুইবার মুক্তিযুদ্ধ কাউন্সিলে ডাকা হয় আমার কাছে টাকাও চাওয়া হয় তখন। আমি টাকা দিতে অস্বীকার করলে পিরোজপুরে তৎকালীন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাক্ষীদের পূর্ণ সাক্ষ্য না নিয়ে মনগড়া সাক্ষ্য লিখে তদন্ত প্রতিবেদন পেশ করে। এ সময় আমাকেও স্থানীয় প্রভাবশালী নেতারা বিভিন্নভাবে হুমকি দিয়ে অভিযোগ পত্র তুলে নেওয়ার জন্য বলেন।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত হাবিবুর রহমান নান্না শিকদারকে বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি একাধিক বার মোবাইললে ফোন করেও তাকে পাওয়া যায় নাই।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ইবিতে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা দিলো সহ-সমন্বয়করা

মানিকগঞ্জে আ.লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর উজ্জ্বল হোসেনে গ্রেফতার

পেকুয়ায় একদিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০

ছয় গোলের রোমাঞ্চ শেষে বার্সা-ইন্টার

চেন্নাইয়কে বিদায় করে শীর্ষ দুইয়ে পাঞ্জাব

সেমিফাইনালে হেরে আল নাসেরের বিদায়

দুদকের মামলা : আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর দন্ডাদেশ বাতিল

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সঙ্কটে পড়েছে : রিজভী

বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ

কলকাতায় হোটেলে আগুন নিহত ১৪

ইউক্রেন খুব শিগগিরই ‘ধ্বংস’ হবে: ট্রাম্প

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ

প্রশ্ন : ঈদের বাজারে জীনদের বাজার করা প্রসঙ্গে।

ভ্যান চালক হত্যাচেষ্টা: অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ডে

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোর দেয়া থেকে বিরত থাকুন

প্রোটন বাজারে আনল দেশীয় অ্যাসেম্বল এক্স৭০ এসইউভি গাড়ি

হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রবির রোমিং প্যাকেজ

উত্তরপ্রদেশে মুসলিম ছাত্রের উপর অমানবিক অত্যাচার

দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চায় বিএনপি: কাজী শিপন

ফেনীতে প্রধান উপদেষ্টার আবাসন পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার