ভাঙ্গা থেকে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
২০ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পিএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাংক একাউন্ট থেকে অনলাইনে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ ৪ জন প্রতারককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দুলকুন্ড (দোলকুন্ডি) গ্রামের মান্নান বেপারীর ছেলে মো. পান্নু বেপারী (২৯), উতলি (পাতরাইল দিঘিরপাড়) এলাকার কালা মিয়া মাতব্বরের ছেলে মো. রাজু মাতব্বর (৩২), মো. সাজু মাতব্বর (২৮) এবং মো. কুদ্দুস তালুকদারের ছেলে মো. মাসুদ তালুকদার (৩৫)।
এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি স্মার্টফোন, ২টি বাটন ফোন এবং বিভিন্ন অপারেটরের ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।শনিবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা ইউনিয়নের দুলকুন্ড (দোলকুন্ডি) গ্রামে অভিযানে নেতৃত্ব দিয়ে পান্নু বেপারীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, গত ১৬ এপ্রিল দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার বহরপুর দাসপাড়া গ্রামের প্রতিভা রানী দাসকে ০১৬০৭-৩১৫৩৯৪ নম্বর থেকে (যা আসামি সাজুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে) একাধিকবার কল করা হয়।
কল রিসিভ করলে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে সোনালী ব্যাংকের হেড অফিস, ঢাকার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে কথা বলে কল কেটে দেয়। ওই দিনই বিকেল ৩টা ১০ মিনিটে আরেক ব্যক্তি +৮৮০৯৬৩৮৮৮৯৫২০ নম্বর থেকে একাধিকবার ফোন করে সোনালী ব্যাংকের একাউন্টে নমিনি সংক্রান্ত কিছু তথ্য জানতে চায়। এরপর তার জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি চায় এবং জানায় যে তার ফোনে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে।
ভিকটিম সরল বিশ্বাসে ওটিপিগুলো জানিয়ে দেন। পরে বিকেল ৩টা ৪৮ মিনিট থেকে ৪টা ২৩ মিনিটের মধ্যে প্রতারণার মাধ্যমে তার ব্যাংক একাউন্ট থেকে ৮ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়।
এই ঘটনায় গত ১৮ এপ্রিল বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) মো. শরীফ আল রাজীব, পিপিএম-সেবা, এবং সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকারের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু হয়।
তদন্তে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিনের সার্বিক সহযোগিতায় পুলিশের চৌকস দল—এসআই হিমাদ্রি হালদার, এসআই আশিকুর রহমান, এএসআই রুবেল এবং রাজবাড়ী ডিবি টিম অংশ নেয়।
তাদের ব্যবহৃত ০১৬০৭-৩১৫৩৯৪ নম্বরটি ছগির মিয়ার নামে নিবন্ধিত এবং ০৯৬৩৮৮৮৯৫২০ নম্বরটি ‘ব্রিলিয়ান্ট নাম্বার’ নামে পরিচিত, যার মূল নম্বর ০১৯৫৯-৩৯২৩৭৯ এবং তা বুলবুলি দাসের নামে নিবন্ধিত হলেও ব্যবহারকারীরা ছিল পাতরাইল দিঘিরপাড় এলাকার প্রতারকরা।
অভিযানে পান্নু বেপারী, রাজু মাতব্বর, তার ভাই সাজু মাতব্বর এবং মাসুদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ০১৬০৭-৩১৫৩৯৪, ০১৯৫৯-৩৯২৩৭৯ নম্বরের সিম, ৪টি স্মার্টফোন, ২টি বাটন ফোন এবং ১৬টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তারা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নিজেদের ব্যাংক কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের কাছ থেকে ওটিপি সংগ্রহ করে টাকা আত্মসাৎ করে থাকে।
রবিবার আসামিদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। আত্মসাৎকৃত টাকা উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ইবিতে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা দিলো সহ-সমন্বয়করা

মানিকগঞ্জে আ.লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর উজ্জ্বল হোসেনে গ্রেফতার

পেকুয়ায় একদিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০

ছয় গোলের রোমাঞ্চ শেষে বার্সা-ইন্টার

চেন্নাইয়কে বিদায় করে শীর্ষ দুইয়ে পাঞ্জাব

সেমিফাইনালে হেরে আল নাসেরের বিদায়

দুদকের মামলা : আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর দন্ডাদেশ বাতিল

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সঙ্কটে পড়েছে : রিজভী

বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ

কলকাতায় হোটেলে আগুন নিহত ১৪

ইউক্রেন খুব শিগগিরই ‘ধ্বংস’ হবে: ট্রাম্প

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ

প্রশ্ন : ঈদের বাজারে জীনদের বাজার করা প্রসঙ্গে।

ভ্যান চালক হত্যাচেষ্টা: অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ডে

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোর দেয়া থেকে বিরত থাকুন

প্রোটন বাজারে আনল দেশীয় অ্যাসেম্বল এক্স৭০ এসইউভি গাড়ি

হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রবির রোমিং প্যাকেজ

উত্তরপ্রদেশে মুসলিম ছাত্রের উপর অমানবিক অত্যাচার

দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চায় বিএনপি: কাজী শিপন

ফেনীতে প্রধান উপদেষ্টার আবাসন পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার