রাজবাড়ীতে বাজারে খাস আদায়ের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আহত ২
২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার সীমান্তবর্তী সোনাপুর বাজার। বাজারটি বালিয়াকান্দি উপজেলা প্রশাসন সরকারি ভাবে ইজারা দিতে গেলে একটি সিন্ডিকেটের কারণে তা খাস আদায় করা হচ্ছে। স্থানীয় তহসিলদারের মাধ্যমে সরকারি ইজারার অর্থ আদায়ের বিধান থাকলেও, তা উপেক্ষা করে একটি মহল প্রভাব বিস্তার করে প্রশাসনকে ম্যানেজ করে নিজেদের আয় করছে। এতে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটছে সংঘর্ষ।
বালিয়াকান্দি উপজেলার বেশ কয়েকটি হাটে এ ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে তরমুজ বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর বাজারের খাস আদায়কে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। রবিবার সকালে রাজবাড়ী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের খবির মণ্ডলের ছেলে আরজুল মণ্ডল, কদমসহ ১০-১২ জনের একটি দল রামদা, হাসুয়া, চাইনিজ কুড়াল, কাঠের বাটাম, চাপাটি ও লোহার পাইপ নিয়ে অতর্কিতে বেতবাড়ীয়া গ্রামের মৃত আইনউদ্দিন মোল্লার ছেলে শিমুল মোল্লা ও বাবুল মোল্লার ওপর হামলা চালায়। হামলায় শিমুল মোল্লার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয় এবং বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত অবস্থায় শিমুল মোল্লা ও বাবুল মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে। শিমুল মোল্লাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বাবুল মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শিমুল মোল্লা বলেন, হাটটি মূলত খাস। শনিবার রাতে সাইদুল ইসলাম শাহীন নিলামে বিক্রির ঘোষণা দিয়ে তা বিক্রি করতে থাকেন। আমরা প্রতিবাদ করলে ৪টি সেকশন বাদ রেখে বাকি সব সেকশন বিক্রি করে দেওয়া হয়। রবিবার হাটে অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে কয়েকজন সাধারণ ব্যবসায়ী আমার কাছে অভিযোগ করলে আমি প্রতিবাদ করি। তখনই চরকুলটিয়া গ্রামের আরজুল মণ্ডল, কদমসহ ১০-১২ জন এসে অতর্কিতে হামলা চালায়। আমার ভাই বাবুল ঠেকাতে এলে তাকেও মারধর করা হয়। তারা আমার ব্যবহৃত স্মার্টফোন, পকেটে থাকা নগদ টাকা, স্বর্ণের চেইন ও আংটিও ছিনিয়ে নেয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করব।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ছয় গোলের রোমাঞ্চ শেষে বার্সা-ইন্টার

চেন্নাইয়কে বিদায় করে শীর্ষ দুইয়ে পাঞ্জাব

সেমিফাইনালে হেরে আল নাসেরের বিদায়

দুদকের মামলা : আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর দন্ডাদেশ বাতিল

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সঙ্কটে পড়েছে : রিজভী

বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ

কলকাতায় হোটেলে আগুন নিহত ১৪

ইউক্রেন খুব শিগগিরই ‘ধ্বংস’ হবে: ট্রাম্প

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ

প্রশ্ন : ঈদের বাজারে জীনদের বাজার করা প্রসঙ্গে।

ভ্যান চালক হত্যাচেষ্টা: অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ডে

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোর দেয়া থেকে বিরত থাকুন

প্রোটন বাজারে আনল দেশীয় অ্যাসেম্বল এক্স৭০ এসইউভি গাড়ি

হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রবির রোমিং প্যাকেজ

উত্তরপ্রদেশে মুসলিম ছাত্রের উপর অমানবিক অত্যাচার

দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চায় বিএনপি: কাজী শিপন

ফেনীতে প্রধান উপদেষ্টার আবাসন পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার

বিএনপির তৃণমূলের কর্মীদের কাছে পরীক্ষা দেওয়া ছাড়া কেউ নেতা হওয়ার সুযোগ নাই: আবুল কালাম

বিরামপুর হাসপাতালে দুদকের অভিযান, পেয়েছে নানা অনিয়ম

মাছ রক্ত,স্মৃতি ও দৃষ্টিশক্তি বাড়ায়