সীতাকুণ্ডে মাজারের আধিপত্য নিয়ে দুই গ্রুপের দ্বন্দ, সংঘর্ষের আশঙ্কা
২১ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম

সীতাকুণ্ডে কালুশাহ মাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ চরমে পৌঁছেছে। আশঙ্কা করা হচ্ছে যে কোন মূহুর্তে এ দ্বন্দ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে। মাজারের বর্তমান কার্যকরী কমিটিকে অবৈধ দাবি করে খন্দকার শওকত আলী ও খন্দকার মোহাম্মদ আলী নিজেদেরকে বৈধ মোতয়াল্লী দাবি করায় এ দ্বন্দের সূত্রপাত। এ নিয়ে মাজার কমপ্লেক্স দখল ও পাল্টা দখলের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করেছে উভয় পক্ষ।
বতমান কার্যকরী কমিটির সেক্রেটারী সিরাজউদ্দৌলা এক লিখিত বক্তব্যে দাবি করেন, ১৯৯৪ সাল থেকে ওয়াকফ প্রশাসনের অনুমোদনক্রমে কার্যকরী কমিটির মাধ্যমে কালুশাহ মাজার কমপ্লেক্স পরিচালিত হয়ে আসছে। সর্বশেষ ২০২১ সালে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ৩৯ সদস্যের কমিটি অনুমোদন দেয় ওয়াকফ প্রশাসন। সে আলোকে বর্তমানে কালুশাহ মাজার কমপ্লেক্স পরিচালিত হয়ে আসছে।
তিনি বলেন, বর্তমানে এ কমপ্লেক্সের অধীনে ৮টি প্রতিষ্ঠান পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে জামে মসজিদ, সুন্নিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং-এতিমখানা, হেফজখানা, দাতব্য চিকিৎসালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, ফোরকানিয়া মাদ্রাসা ও নুরানী প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু একটি চক্র মাজারের নজরানার লোভে ‘কালুশাহ’ নামকে ‘কালু ফকির’ নামে বিকৃত করে তার ওয়ারিশ পরিচয়ে ভুয়া ওয়াকফ এস্টেট কমিটি গঠন করে । খন্দকার শওকত আলী ও খন্দকার মোহাম্মদ আলী সেই এস্টেটের মোতয়াল্লী সেজে কালুশাহ মাজার কমপ্লেক্স দখলের পায়তারা করছে। তারা উভয়ে গত ৭ এপ্রিল খন্দকার মোহাম্মদ আলীর ছেলে মিনহাজ উদ্দিন সহ চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নিয়ে দেশীয় অস্তশস্ত্র সজ্জিত হয়ে মাজার কমপ্লেক্সে হামলা এবং দানবাক্স লুট করে। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এদিকে মাজার কমপ্লেক্সের বর্তমান পরিচালনা কমিটিকে আওয়ামী লীগের দোসর ও দখলদার হিসেবে চিহ্নিত করছেন মাজারের মোতয়াল্লী দাবিদার খন্দকার শওকত আলী ও খন্দকার মোহাম্মদ আলী। খন্দকার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের দাবি আমার বাবা-চাচাই মাজারের বৈধ মোতয়াল্লী। এর স্বপক্ষে আমাদের কাছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় রয়েছে। কিন্তু আওয়ামী সরকারের এমপি আবুল কাশেম মাস্টার নিজ ক্ষমতাবলে ওয়াকফ প্রশাসন দিয়ে দুই বছরের জন্য একটি পরিচালনা কমিটি করিয়ে নেন। ফ্যাসিস্ট সরকারের প্রভাব খাটিয়ে দেয়া ওই কমিটির মেয়াদ বৃদ্ধি করে চলছে বর্তমান পরিচলানা কমিটি।
তিনি বলেন, গত ৭ এপ্রিল আমরা কোন সন্ত্রাসী নিয়ে মাজার কমপ্লেক্স দখল করতে যাইনি। বরং আমার বাবা-চাচা মাজারের মোতয়াল্লী শওকত আলী ও মোহাম্মদ আলী মাজার কমপ্লেক্সে গেলে দখলদার পরিচালনা কমিটি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ১২ এপ্রিল অবৈধ দখলদার সে কমিটির সেক্রেটারী সিরাজউদ্দৌলার ভাড়াটে সন্ত্রাসী আমাকে জিম্মি করে মাজার কমপ্লেক্সের চাবি নিয়ে যায়। এরপর বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে আমরা ১৯ এপ্রিল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি।
মাজারের দানবাক্স লুটের বিষয়ে মিনহাজ উদ্দিন বলেন, দানবাক্স লুটপাটের কোন ঘটনা ঘটেনি। বরং ৭ এপ্রিল আমরা কমপ্লেক্সের দায়িত্ব নেয়ার পর মাজারের দানবাক্স খুলে সাত হাজার টাকা পাই। যা দিয়ে সেদিন এতিমখানার বাজার করা হয়েছে।
এদিকে ২০ এপ্রিল কালুশাহ মাজার কমপ্লেক্স এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় হামলা পাল্টা হামলার আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি শান্ত রাখতে রোববার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে বর্তমান সেক্রেটারী সিরাজউদ্দৌলা এবং মোতয়াল্লী দাবিদার খন্দকার শওকত আলী ও খন্দকার মোহাম্মদ আলী বরাবরে একটি লিখিত নোটিশ পাঠানো হয়। যাতে বিবাদমান উভয় পক্ষকে ওয়াকফ এস্টেটে জোর পূর্বক প্রবেশ করে দখল-বেদখল থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়। নোটিশের সত্যতা স্বীকার করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সেমিফাইনালে হেরে আল নাসেরের বিদায়

দুদকের মামলা : আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর দন্ডাদেশ বাতিল

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সঙ্কটে পড়েছে : রিজভী

বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ

কলকাতায় হোটেলে আগুন নিহত ১৪

ইউক্রেন খুব শিগগিরই ‘ধ্বংস’ হবে: ট্রাম্প

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ

প্রশ্ন : ঈদের বাজারে জীনদের বাজার করা প্রসঙ্গে।

ভ্যান চালক হত্যাচেষ্টা: অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ডে

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোর দেয়া থেকে বিরত থাকুন

প্রোটন বাজারে আনল দেশীয় অ্যাসেম্বল এক্স৭০ এসইউভি গাড়ি

হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রবির রোমিং প্যাকেজ

উত্তরপ্রদেশে মুসলিম ছাত্রের উপর অমানবিক অত্যাচার

দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চায় বিএনপি: কাজী শিপন

ফেনীতে প্রধান উপদেষ্টার আবাসন পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার

বিএনপির তৃণমূলের কর্মীদের কাছে পরীক্ষা দেওয়া ছাড়া কেউ নেতা হওয়ার সুযোগ নাই: আবুল কালাম

বিরামপুর হাসপাতালে দুদকের অভিযান, পেয়েছে নানা অনিয়ম

মাছ রক্ত,স্মৃতি ও দৃষ্টিশক্তি বাড়ায়

এই গরমে ত্বকের রোগ

ম্যালেরিয়া নিয়ন্ত্রণে চাই সচেতনতা