গোদাগাড়ীতে বিপুল পরিমাণ হেরোইন-নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার
২৩ এপ্রিল ২০২৫, ০৯:১০ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:২৩ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ হেরোইন ও নগদ টাকাসহ শীর্ষ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিটের একটি দল যৌথ বাহিনীর সহায়তায় গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান চালিয়ে তারেক (৩৬) নামের ওই মাদককারবারিকে প্রথমে আটক করে।
পরে তিরিঙ্গা এলাকার তার খামারবাড়ি থেকে উদ্ধার করা হয় ৩৩ প্যাকেট হেরোইন, যার পরিমাণ সাড়ে ৬ কেজি। এই পরিমাণ হেরোইনের বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। অভিযানের সময় তার বাড়ি থেকে নগদ ১৩ লাখ টাকাও জব্দ করা হয়। তারেক হোসেন ডিমভাঙ্গা এলাকার রাজমিস্ত্রি রফিকুল ইসলামের ছেলে। গত কয়েক বছরে মাদক চোরাচালান করে তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন। এর আগে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারে কোনো অভিযান পরিচালনা করেনি।
রাজশাহী বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিটের উপ-পরিচালক জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযানের খবর পেয়ে তারেক সিন্ডিকেটের অন্য সদস্যরা গা-ঢাকা দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই সঙ্গে মাদক কারবারি তারেককে থানায় সোপর্দ করা হয়েছে।
এলাকাবাসী ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে মাদক নিয়ন্ত্রণ দপ্তরের গোয়েন্দা ইউনিটের একটি দল যৌথবাহিনীর সহায়তায় গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার বাড়ি থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গোদাগাড়ী সদর ইউনিয়নের তিরিঙ্গা এলাকায় তারেকের খামারবাড়ি থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, তারেক ২০১৮ সালে তার বাবার সঙ্গে মিস্ত্রির জোগালি হিসেবে কাজ শুরু করেন। মজুরিতে না পোষালে গোদাগাড়ীর মহিষালবাড়িতে এক দোকানে কর্মচারী হয়ে কাজ করেন কিছুদিন। ২০১৮ সালে মাদক সিন্ডিকেট গড়ে তোলেন তারেক ও তার ভাই শাহাবুদ্দিন । সিন্ডিকেটের সদস্য সংখ্যা ২০ জনের বেশি। কেউ সীমান্ত পয়েন্ট থেকে হেরোইন বহনের কাজ করে, কেউবা গোপন স্থানে হেরোইন মজুত রাখে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেরোইন বিক্রির কাজে নিয়োজিত রয়েছে ১০ জন। এভাবে বিশাল মাদক সাম্রাজ্য গড়ে তোলে তারেক।
মাদকের কারবার করে গোদাগাড়ী এলাকায় ২ শত বিঘা জমির মালিক, রাজশাহী মহানগরীতে একাধিক প্লট ও ফ্ল্যাট এবং জায়গা কিনেছেন। গত বছর দুদক তারেককে সম্পদের হিসাব দাখিলের নোটিশ জারি করলে তিনি দুদক কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা করেন।
এলাকাবাসী আরও জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে প্রায়ই তার ডিমভাঙ্গার বাড়িতে দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও ম্যানেজ করে চলতেন তারেক। বিভিন্ন দলের কর্মসূচিতে টাকা দিতেন। মাদক নিয়ন্ত্রণ দপ্তরের তালিকায় তারেক ছিল শীর্ষ একজন মাদককারবারি।
মাদক নামক আলাউদ্দিনের চেরাগ হাতে পেয়ে আঙ্গুল ফুলে কলাগাছ তার পর বট বৃক্ষ হয়েছে। থানা পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাথে, পুলিশ টহলপাটির সদস্যদের সাথে ঘন্টার পর ঘন্টা খোশ গল্প, আপ্যায়ন করতে দেখা যায় তারেক ও ভাই শাহাবুদ্দীনকে।
ভারতের লালগোলার মাদক সম্রাট এনামুল হক খুইদা মাধ্যমের প্রতি চালানে ২০/৩০ কেজি হেরোইন আইন শৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন মাদক ডন তারেক, আইনশৃঙ্খলা বাহিনী অসৎ সদস্যদের ম্যানেজ করে শাহাবুদ্দীন।
মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় গড়ে তুলেছেন দোতলা, সাদা রং এর বিলাস বহুলবাড়ি। বাড়ীতে রয়েছে ৩ টি রাজকীয় হোন্ডা, দামী আসবাবপত্র। তারেক তার বোনকে তৈরি করে দিয়েছেন একতলা রাজকীয় বাড়ী। বাড়ীতে কিনে দিয়েছেন রাজকীয় আসবাবপত্র।
মহিশালবাড়ী গোরস্থান নতুন মার্কেটে ১ কোটি ৫ লাখ টাকার বিনিময়ে ৮ টি দোকান বরাদ্দ নিয়েছেন ৪ টি দোকানকে একটি দোকানে রূপান্তরিত করে তাওহীদ ফ্যাশন এন্ড ক্লথ সেন্টার, করা হয়েছে। (প্রো: মোঃ শাহাবুদ্দিন) এ দোকানে বিলাসবহুল ডেকোরেটর, ৫/৬ কোটি টাকার বেশী মূল্যের মালামাল রয়েছে। এখানেও তাদের মাদক কারবার। গত বছর মাদক সম্রাট তারেক আচূয়া তালতোলায় কেফাতুল্লা মাষ্টারদের অংশের ১৫ বিঘা জমি সাড়ে তিন কোটি টাকা দেয়ে কিনেছেন তারেক পরিবার।
মাদক সম্রাট তারেককে গ্রেফতারের বিষয়টি গোদাগাড়ীর বিভিন্ন স্থানে ও ফেসবুকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেক বলছেন কয়দিন জেলে থাকবে। জামিনে ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করবে। কেউ বলছে টাকার বিনিময়ে জেলের সবকে ম্যানেজ আরাম করে শ্বশুর বাড়ির মত আদর যত্নে থাকবেন।
তার এত সম্পদ, অর্থ কি হবে। দুদিন পরে সব ঠিক হয়ে যাবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

রাজধানীতে আইবিডব্লিউএফ’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফেনীতে ইনকিলাব সাংবাদিককে নির্যাতন মামলার প্রধান আসামি জামাই ফারুক গ্রেপ্তার

গাজীপুরে বলাৎকারের অভিযোগে এনে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে যানবাহন প্রবেশ বন্ধের সিদ্ধান্ত

ইফার প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই

ইউআইইউ বন্ধের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্বেগ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান : জরিমানা আদায়

হামদর্দের গাজার জনগণের প্রতি মানবিক সহায়তা

অভিনেতা সিদ্দিককে মারধরের পর পুলিশে সোপর্দ

বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না

দিল্লি আর আওয়ামী দোসরদের দৌরাত্ম্য চলবে না : রাশেদ প্রধান

নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

মিয়ানমার সীমান্ত সংক্রান্ত পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন : বাংলাফ্যাক্ট

দেশের আর্থিক পরিস্থিতির উন্নতি হচ্ছে ঋণমান সংস্থা ফিচকে জানাল কেন্দ্রীয় ব্যাংক

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

দীপ্ত টিভির সংবাদ বন্ধ করতে বলেনি সরকার : তথ্য উপদেষ্টা

সউদী নুসুকে কাঙ্খিত হজ ভিসা হচ্ছে না

কোম্পানির মুনাফার জায়গা গো-খাদ্য হতে পারে না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : উমামা ফাতেমা

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা