আইনের ব্যত্যয় ঘটিয়ে বারে র্যাবের অভিযান
২৬ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৮ এএম

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে টাইগার বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ চারজনকে আটক করেছে র্যাব। অভিযানের পর র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটিতে “টাইগার বার” নামে নিবন্ধিত কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। রেস্টুরেন্টটি বেআইনিভাবে বার হিসেবে পরিচিত নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে বার ব্যবসা পরিচালনা করে আসছিল। অপরদিকে, টাইগার রেস্টুরেন্ট অ্যান্ড বারের ম্যানেজার শহীদুল ইসলাম দাবি করেছেন, তাদের বৈধ বার লাইসেন্স রয়েছে, যার নম্বর ০১/২০২১/২০২২।
তিনি অভিযোগ করে বলেন, র্যাব অভিযান চালানোর সময় লাইসেন্স দেখতে চায়নি এবং কোনো কথাও শুনতে চায়নি। এমনকি তারা বারে বৈধ ও অবৈধ—এই দুই ধরনের মদ ও বিয়ার শনাক্ত না করেই সবকিছু জব্দ করে নেয়। এছাড়া, অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তাও সঙ্গে ছিলেন না।
র্যাবের এই অভিযান প্রসঙ্গে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর মানজারুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ২০ ধারার অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে প্রবেশ ও পরিদর্শনের ক্ষমতা শুধুমাত্র অধিদপ্তরের মহাপরিচালক অথবা তাঁর অনুমোদিত কর্মকর্তা ব্যবহার করতে পারেন। এই ক্ষমতা বর্তমানে অধিদপ্তরের পরিদর্শক পর্যায় পর্যন্ত অর্পিত রয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো বারে ভিন্ন কোনো সংস্থা অভিযান চালাতে চাইলে অবশ্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে সঙ্গে নিয়ে অভিযান চালাতে হবে।
বাংলাদেশ বার ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেজর (অব.) জাহাঙ্গীর বলেন, র্যাব কিংবা অন্য কোনো সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ছাড়া কোনো বৈধ কিংবা লাইসেন্সধারী বারে এ ধরনের অভিযান চালাতে পারে না। বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি রিটও রয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকেও র্যাব মহাপরিচালকের কাছে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত বুধবার রাতে টাইগার বারে র্যাবের অভিযান নিয়ে আমরা যেটুকু জেনেছি, তাতে তাদের অভিযান পদ্ধতিগতভাবে সঠিক ছিল না এবং এতে আইনের ব্যত্যয় ঘটেছে। তারা লকার পর্যন্ত ভেঙেছে, যেখানে অনেক অসঙ্গতি রয়েছে। এ বিষয়ে আজ শনিবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হলে এ অভিযানের বিরুদ্ধে আমরা আদালতের আশ্রয় নেব।
উল্লেখ্য, গত বুধবার রাত ৯টার দিকে টাইগার বারে অভিযান চালিয়ে পাঁচতলা ভবনের তিনটি ফ্লোর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারের ক্যান জব্দ করা হয়। এ সময় ম্যানেজার, ক্যাশিয়ারসহ চারজনকে আটক করা হয়। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি অবৈধভাবে বার ব্যবসা পরিচালনা করে আসছিল।
উল্লেখযোগ্যভাবে, গত ২৪ মার্চ গুলশানের একটি স্পা সেন্টারেও র্যাব একই ধরনের অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে। বর্তমানে দেশে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, এলসি না খোলা, নতুন শিল্প-কারখানা স্থাপনে বাধা, শ্রমিক অসন্তোষসহ প্রতিকূল পরিবেশে অনেক ছোট-বড় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। অনেক ব্যবসায়ীর ব্যাংক হিসাব ফ্রিজ করে রাখা হয়েছে। অনেকেই ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। এই প্রেক্ষাপটে এ ধরনের অভিযান দেশের অর্থনীতির জন্য অশনিসঙ্কেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে, এমন অভিযান ব্যক্তিপরায়ণতা বা কোনো বিশেষ ব্যক্তির প্রতি বিদ্বেষপ্রসূত বলেও মনে করছেন তারা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ঝিকরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তই আত্মগঠনের সময় : খুবি উপ-উপাচার্য

প্রজনন মৌসুমে ১২ দিনের ব্যবধানে হালদা নদী থেকে দুটি মৃত মা মাছ উদ্ধার

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি নার্সিং কর্মীদের জন্যও খুলে গেল সৌভাগ্যের দুয়ার

খুলনায় শিশু ধর্ষণের ঘটনায় আসামীর জবানবন্দি

পাকুন্দিয়ায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

পানি দেওয়ার কথা বলে তিন বছর চুপ! ৮ কোটি টাকার প্রকল্পের রহস্য

কোটাবিহীন উপসচিব পুল, কার্যকর আমলাতন্ত্র ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

‘বিতর্কিত নারী সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে পারিবারিক কাঠামো হুমকির মুখে পড়বে’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিক্সা সিএনজি চলাচল ও নানা অনিয়মের কারণে ঘটছে দুর্ঘটনা

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জুট মিলের আরেক শ্রমিকের মৃত্যু

সহজেই অ্যাক্রেডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: প্রেস সচিব

সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেরোবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঘাটাইলে অগ্নিকাণ্ড, প্রায় কোটি টাকার ক্ষতি

রাজবাড়ীর সদর হাসপাতালে দুদকের অভিযানে নানা অনিয়মের সত্যতা মিলেছে

গুঁড়িয়ে দেয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা

দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও ও এনসিপি নেতাকে দুদকে তলব

সংকটের সময়ে সুদক্ষ নেতৃত্বের আহ্বান সম্মিলিত পরিষদের

রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত

২৬০ জন মুসলিমের লাশ চাওয়া শুভেন্দু-ময়ূখ জনতার মার খেয়ে পালিয়েছে!