অসাধু কাজের সাথে বিএনপি নেতারা জড়িত থাকলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন' - শামা ওবায়েদ
২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, 'ফরিদপুরে কিছু বিএনপি নেতাদের সাথে খাতির করে কুমার নদের বালি উত্তোলনের পায়তারা চালাচ্ছে ফ্যাসিবাদের দোসরেরা। কোন অসাধু কাজের সাথে বিএনপি নেতারা জড়িত থাকলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন। বিএনপি কারো কোন অন্যায় কাজকে প্রশ্রয় দিবে না। তিনি বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আমরা ভালো কাজ করবো, সৎ কাজ করবো।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর বড়দিয়া বাজারে কুমার নদ রক্ষায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ একথা বলেন।
ফরিদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের প্রতিবাদে স্থানীয় জনসাধারণের আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বালী।
এসময় শামা ওবায়েদ তার বক্তব্যে বলেন, ৫ আগস্টের পরে এতো তাজা প্রাণের বিনিময়ে ছাত্রজনতার আন্দোলনে আত্মাহুতির পরে যখন আমরা একটি নতুন বাংলাদেশের দিকে আগাতে চাচ্ছি, তখন ফ্যাসিবাদের দোসরেরা সাধারণ মানুষের ক্ষতি করতে এখনো অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বুঝতে হবে ফ্যাসিবাদের দোসরেরা এখনো আছে। এরা এখনো শুনি কুমার নদের বালি উত্তোলনের সাথে যারা আছে, তারা ফরিদপুর জেলা বিএনপির নেতাদের সাথে খাতির করে আবার কুমার নদের বালি উত্তোলনের এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পায়তারা করছে।
তিনি বলেন, এই সমস্ত অসাধু কাজ আর নগরকান্দা-সালথায় হতে দেওয়া যাবেনা। প্রশাসনের নিকট অনুরোধ করবো- যখন আপনারা তথ্য জানবেন, তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নিবেন। পাশাপাশি স্থানীয় জনগণকেও এবিষয়ে সচেতন হতে হবে। কারণ, আমাদের সাধারণ খেটে-খাওয়া দরিদ্র কৃষক সহ আপামর মানুষের জীবিকা, প্রকৃতির প্রাণবৈচিত্র এই নদীর উপর নির্ভরশীল। তিনি ফরিদপুরের পদ্মা নদী থেকেও অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন বন্ধ করতে জেলা প্রশাসকের নিকট জোর দাবি জানান।
শামা ওবায়েদ বলেন, গত ১৫ বছর সারাদেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচার, ব্যাংক লুট হয়েছে। সাধারণ শ্রমিক, ছোট চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীদের পকেট খালি করে বাড়ি-গাড়ি শূন্য করে শেখ হাসিনা ও তার দোসরেরা লুটপাট করেছে। আর আমরা হামলা-মামলা, নির্যাতন সহ্য করেছি ১৫ বছর।
তিনি বলেন, বারবার যখন বাংলাদেশের উপর আঘাত এসেছে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, জনগণের জানমাল বিপন্ন দশার সৃষ্টি হয়েছে; তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিই কিন্তু কখনো শহীদ জিয়ার নেতৃত্বে, কখনো খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশকে রক্ষা করেছে।
সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহকারী অ্যাটর্নী জেনারেল জুয়েল মুন্সি সুমন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জাহিদুর রহমান জাহিদ মাষ্টার প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ।
পরে তিনি কুমার নদ পরিদর্শন করেন।
স্থানীয়রা বলেন, দিনের পর দিন কুমার নদ থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করায় নদীর পাড় ধসে যাচ্ছে। নদীর তলদেশে এবড়োথেবড়ো হয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলা প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে জেল-জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ করার পরেও এখনো এ অবৈধকাণ্ড বন্ধ করা যায়নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

বেস্ট হোল্ডিংসের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্তে দুদক

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনী মাঠে নামছে

বিদেশে উন্নত চিকিৎসাপ্রত্যাশীদের জন্য বাস্তবমুখী পদক্ষেপ

নতুন ‘স্ট্যান্ডার্ড’ স্থানের নামের তালিকা প্রকাশ করল চীন

ডা. জুবাইদা রহমানের জামিন

থানা ম্যানেজ করে ঘুরে বেড়াচ্ছেন ওয়ারেন্টভূক্ত আসামি লুৎফর

ডোনাল্ড ট্রাম্পকে সউদীতে ঐতিহাসিক ও বিলাসবহুল অভ্যর্থনা

নিবন্ধন ও প্রতীক ফেরত পাওয়ার আপিলের রায় ১ জুন

সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল ঢাবি

চট্টগ্রাম বন্দর বিশ্বমানের হলে অর্থনীতি দ্রুতবেগে পরিবর্তন হবে : ড. মুহাম্মদ ইউনূস

নির্বাচনের দেখা নেই!

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসা ফাজিল (ডিগ্রীতে) শতভাগ পাশের ধারা অক্ষুণ্ন

গাজীপুরে মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আদালতে ‘হেল্পলাইন’ সেবা চালু

উকিল দম্পতির ১৪ ফ্ল্যাট, ৫ দোকান দেখভালে রিসিভার নিয়োগ

রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার : খাদ্য উপদেষ্টা

এমপিদের শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা স্নাতক করার আবেদন

ভারতের প্রেসিডেন্টের কাছে আজ পরিচয়পত্র পেশ করবেন রিয়াজ হামিদুল্লাহ