শেরপুর জেল পলাতক হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত গারো সালাম আটক
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আঃ সালাম ওরফে গারো সালাম (৬০) কে আটক করেছে র্যাব ১৪। শেরপুর জেলার সদরের শিমুলতলা বাজার এলাকা থেকে গতকাল ১১ সেপ্টেম্বর মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক জেল পলাতক আঃ সালাম ওরফে গারো সালাম শেরপুর সদরের চান্দের নগর নয়া পাড়ার মৃত ফছন আলীর ছেলে। র্যাব জানায়, বৈষম্য বিরোধী...