মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ ৩জনের মধ্যে ২ জনের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দীঘিরপাড় ধানকোডা এলাকায় পদ্মার শাখা নদীতে ট্রলার থেকে লাফিয়ে গোসল করতে নেমে বাবা-ছেলেসহ ৩ জন নিখোঁজ হন। এরপর রিয়াদ আহমেদ রাজু ও ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জুয়েল নামে দুজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই তাঁর লাশ উদ্ধার করা হয়। এখানও নিখোঁজ রয়েছেন নিহত রিয়াদ আহমেদ রাজুর ছেলে...