কুমিল্লায় রোজার প্রথম তারাবিতে মুসল্লীদের ঢল
রহমত, বরকত, ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির পয়গাম নিয়ে এসেছে পবিত্র রমজান মাস। সোমবার (১১ মার্চ) রাতে প্রথম তারাবি নামাজের মধ্যদিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু হয়। রোজার প্রথম তারাবির নামাজকে কেন্দ্র করে কুমিল্লার নগর, গ্রাম-গঞ্জের মসজিদে মুসল্লিদের ঢল নামে।
প্রথম তারাবি নামাজে অংশ নিতে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় জামে মসজিদ, বজ্রপুর রোডে দারোগাবাড়ি জামে মসজিদ, মোগলটুলিতে ঐতিহাসিক শাহ সুজা মসজিদ, নতুন চৌধুরী...