আরাকানে থেমে থেমে গুলাগুলি উদ্বেগ উৎকন্ঠা সীমান্তজুড়ে
-স্থবির সীমান্তের ব্যবসা বাণিজ্য-বাংলাদেশে ঢুকার অপেক্ষায় সীমান্তে শত শত মানুষ-শত শত রোহিঙ্গা ভর্তি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি-কোস্টগার্ড
মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী দল আরাকান আর্মির মধ্যে থেমে থেমে সংঘর্ষ,গুলাগুলি ও মর্টারশেল নিক্ষেপের ঘটনা অব্যাহত রয়েছে। এতে করে বিস্তীর্ণ সীমান্তজুড়ে বিরাজ করছে উদ্বেগ উৎকন্ঠা। এর ফলে টেকনাফ অংশে মিয়ানমারের শীলখালী ও বলিবাজার এলাকার লোকজনের অবস্থান বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানা গেছে।
সূত্রমতে...