কুষ্টিয়ায় শিশুদের পোশাক তৈরি করে স্বাবলম্বী হচ্ছে নারীরা
কুষ্টিয়া শহর সমাজসেবা সমন্বয় পরিষদের ব্যাতিক্রমী উদ্যোগে শিশুদের জিরো সাইজ থেকে শুরু করে ছয় মাসের শিশুদের অত্যাধুনিক মানের পোশাক তৈরি করে স্বাবলম্বী হচ্ছে সমাজসেবায় প্রশিক্ষনপ্রাপ্ত অসহায়, বেকার,অস্বচ্ছল নারীরা।
বিনা খরচে প্রশিক্ষন শেষ করে সেখানেই কর্মসংস্থান পাওয়া নারীদের কাছে এ যেনো এক ভাগ্যের লটারীর মত। হয়ে উঠছেন একজন নারী উদ্দোক্তা। প্রতিমাসে আনুমানিক ৪ হাজার শিশুদের জিরো সাইজের পোশাক প্রস্তুত করছেন এই সমন্বয়...