চার দিনে সোনামসজিদ বন্দর দিয়ে আলু এলো ১১১০ টন
সোনামসজিদ কাস্টমসের তথ্যানুযায়ী, সর্বশেষ সোমবার (৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে আলু এসেছে সাত ট্রাকে ২০৯ টন। এর আগের তিন দিনে আলু আমদানি হয় ৯০১ টন। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত চার দিনে আলু আমদানি হয়েছে ১১১০ টন।
সোমবার ৪৭ ট্রাকে ১৪ হাজার ১৭ টন পেঁয়াজ এসেছে এ বন্দর দিয়ে। আর আগের তিন দিনে পেঁয়াজ আমদানির পরিমাণ ২৬...