বান্দরবানে কেএনএফের ভয়ে ৮ মাস পর ফিরে আসা ১১০ পরিবারের মাঝে নগদ অর্থ সহ বিভিন্ন উপকরণ প্রদান করলেন সেনাবাহিনী
বান্দরবানের রোয়াংছড়িতে দীর্ঘ আটমাস পর কেএনএফের ভয়ে গ্রামে ফিরে আসা ১১০পরিবারদের মাঝে ত্রাণ মানবিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদ।
রবিবার (২৬ নভেম্বর) সকালে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের দুর্গম এলাকার পাইক্ষ্যং পাড়াতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় পাইক্ষ্যং পাড়া, ক্যপলাং পাড়া, দুর্নিবার,খামতাং পাড়াসহ ৪টি গ্রামে ১১০ পরিবার মাঝে, চাউল,শিক্ষা উপকরণ,শীতবস্ত্র ও খেলাধুলা সামগ্রী সহ নগদ অর্থ দুইলক্ষ...