ফতুল্লায় ছেলের হাতে মা খুন, ঘাতক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের হাতে খুন হয়েছে মা মধুমালা বেগম (৫৫)। রান্নাঘরের বটি দিয়ে কুপিয়ে নৃসংশভাবে তাকে হত্যা করা। হত্যার পর বটি নিয়ে বাসার শুয়ে থাকে। ঘাতক ছেলের নাম সুমন মিয়া (৩৫)। ঘটনটি ঘটেছে বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ রেলষ্টেশন উকিলবাড়ি এলাকায়।এ ঘটনায় নিহত মধুমালার স্বামী নুরুল ইসলাম থানায় অভিযোগ করার পর পুলিশ সুমনকে ধারালো বটিসহ...