সীতাকুণ্ড মহাসড়কে রডবাহী লরিতে আগুন,চালক আগ্নিদগ্ধ
সীতাকুণ্ডে অবরোধকারীরা মহাসড়কের পন্থিছিলা এলাকায় একটি রডবাহী লরিতে ককটেল নিক্ষেপ করে আগুনে পুড়ে গিয়েছে। এঘটনায় ইসমাইল হোসেন নামক লরি চালক অগ্নিদগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে চমেকে ভর্তিকরা হয়েছে ।বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকামূখী এম এম.টি ট্রান্সপোর্ট এর একটি ১৮ চাকার লরিতে অবরোধকারীরা ককটেল নিক্ষেপ করলে লরিটির...