সিংগাইরে ওয়াজ মাহফিলের আগের দিন মাদরাসার মুহতামিম আটক, মুচলেকায় মুক্তি
আওয়ামীলীগের দু’ গ্রুপ মমতাজ বেগম এমপি ও আরেক মনোয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু গ্রুপের কোন্দল ক্রমশ চরম আকার ধারণ করছে। একটি ওয়াজ মাহফিলে টুলুকে প্রধান অতিথি করায় মমতাজ গ্রুপের আপত্তির মুখে পড়েন মাদরাসার মুহতামিম। ওয়াজ মাহফিলের আগের দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চরনয়াডাঙ্গী- কিটিংচর জমিরিয়া সিদ্দিকিয়া হায়েত আলী মাদরাসা ও...